
ডান্ডিবার্তা রিপোর্ট শিল্পীর নিপুণ হাতে তৈরি করেন দেবী দুর্গাকে। এ যেন প্রতিমা শিল্পীদের মায়ার বাঁধন। নরম কাদা-মাটি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিল তিল করে গড়ে তোলা দশভুজা দেবী দুর্গার প্রতিমায় ভরে উঠেছে প্রতিটি ম-পে। নানান রঙ আর তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দেবীর প্রতিচ্ছবি। তাই যেনো ফুরসত নেই প্রতিমা শিল্পীদের। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজা। রঙের আঁচড় আর সাজসজ্জায় দুর্গাদেবীকে সাজাতে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের প্রতিমা শিল্পীরা। দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা। আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে মূল উৎসব। গত বছর ২১৮টি ম-পে পূজা হলেও এবার ২২৪টি ম-পে পূজা অনুষ্ঠিত হবে। তবে এসব পূজা ম-পের মধ্যে সোনারগাঁ উপজেলায় একটি ম-পে হবে ঘট ও স্থাতি পূজা (প্রতীমা বিহীন)। আগামী ২০ অক্টোবর ৫ দিনব্যাপী দুর্গাপূজা শুরু হবে। এবারের দুর্গাপূজার মহাষষ্ঠী পড়ছে আগামী ২০ অক্টোবর, মহাসপ্তমী পড়ছে ২১ অক্টোবর, মহাষ্টমী পড়ছে ২২ অক্টোবর, মহানবমী পড়ছে ২৩ অক্টোবর এবং ২৪ অক্টোবর মহাদশমীর মধ্য দিয়ে শেষ হবে ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসব। এছাড়া নির্বিঘেœ উৎসব সম্পন্ন করতে মন্দির ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার প্রস্তুতি নিয়েছে প্রশাসন। সরেজমিনে বিভিন্ন পূজা ম-প ঘুরে দেখা গেছে, প্রতিমা শিল্পীদের এখন নির্ঘুম রাত কাটছে। রাতদিন এক করে শুধু কাজ চলছে। কেউ মাটির কাজ শেষ করে দেবীর গায়ে দিচ্ছেন তুলির আঁচড় আবার কেউ ব্যস্ত প্রতিমার গায়ে কাঁদা মাটির প্রলেপ লাগাতে। তাদের যেনো দম ফেলার সুযোগ নেই। রাত দিন কাজ করে যাচ্ছেন প্রতিমা শিল্পীরা। মিনাবাজার শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়া মন্দিরে প্রতিমা তৈরি করতে আসা অভি কর নয়ন বলেন, আমি নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউট এর শিক্ষার্থী। প্রতিমা তৈরীর কাজে একটা শৈল্পিকতা বিদ্যমান। ৭ বছর যাবত এই কাজের সাথে জড়িত। এবার আমরা ২টি কাজ করছি। আমাদের এবারের মূল কনসেপ্ট হলো পরিবেশ বান্ধব প্রতিমা তৈরী করা। এবারের দূর্গা মায়ের মূর্তিসহ সকল প্রতিমা গুলোতে গহনা থেকে শুরু করে শাড়ী সব কিছু পরিবেশ বান্ধব। সমস্ত সামগ্রী মাটিতে পচনশীল। টানবাজার সাহাপাড়া মন্দিরে আরাফ খান ফরহাদ নামে এক যুবকের সাথে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, পূজার সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পাড় করছি। আশা করি সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে সুন্দর একটি দুর্গোপূজো অনুষ্ঠিত হবে। পূজার লাইটিং থেকে মন্ডপের প্রায় সব গুলো সজ্জার কাজ করছি। এটা দীর্ঘ দিনের পেশা আমার। বন্দরে সনাতন সেবা সংঘ মন্দিরে কাজ করছেন এক প্রতিমা শিল্পী জানান, আমি বহু বছর যাবৎ প্রতিমা তৈরি করে আসছি। সবকটি প্রতিমার মাটির কাজ শেষ। এখন চলছে রঙের কাজ। প্রতিমা তৈরিতে ব্যবহার করা হয়েছে মাটি, খড়, পাট, কাপড়, বাঁশ ও রঙ। কারিগরের সুনিপুণ হাতের কাজ প্রতিমাকে আরও বেশি উজ্জ্বল ও সুন্দর করে তোলে। কাজের আকার ভেদে পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন বলেন, নারায়ণগঞ্জে এবার মোট ২২৪টি স্থানে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমরা এ বিষয়ে ২৮ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সাথে একটি প্রস্ততি সভা করেছি। ইতিমধ্যে নারায়ণগঞ্জের সকল মন্দিরে পূজার জন্য প্রস্ততি নেয়া শুরুও হয়ে গেছে। দূর্গা পূজায় এবার তিন ধাপে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, আমরা নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবার শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ৩ ধাপে নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করেছি। এছাড়া এবার যাতে কোন গুজব অথবা প্রপাগান্ডা না ছড়াতে পারে তার জন্য সাইবার মনিটরিং থাকবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯