আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | সকাল ৬:৪৬

শক্তি দেখাবে বিএনপির বিদ্রোহীরা

ডান্ডিবার্তা | ১৮ অক্টোবর, ২০২৩ | ৩:৪১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আজ বুধবার ঢাকায় বিশাল সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের পূর্বে শেষ সমাবেশ হতে যাচ্ছে এটাই। অনেকের মতে, এই সমাবেশ থেকে আসবে পরবর্তী কর্মসূচির বার্তা। আবার কোন কোন নেতার মতে, সমাবেশে বার্তা না থাকলেও শেষবারের মত শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন দলকে নিজেদের দাবি জানিয়ে দেয়া হবে। নানান কারণেই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে আজকের জনসভা। একদিকে নভেম্বরে তফসিল ঘোষণার প্রস্তুতি অন্যদিকে বিএনপির কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। উভয়ের মাঝামাঝি অবস্থানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের সমাবেশ। সেই কারণেই ঢাকা ও আশেপাশের জেলার সকল ইউনিটকে সর্বোচ্চ নেতাকর্মী নিয়ে যোগদানের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। তারই ধারবাহিকতায় এবার বড় জমায়েত নিয়ে যাবার প্রস্তুতি নিচ্ছে মহানগর বিএনপির বিদ্রোহী বলয়। বিদ্রোহী বলয়ে থাকা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু বলেন, ‘আমরা সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ঢাকার সমাবেশে যোগ দিবো। নির্ধারিত সময়ের পূর্বেই ঢাকার পারাবতের সামনে থাকবে আমাদের অবস্থান। আমরা সিদ্ধান্ত নিয়েছি মহানগর বিএনপির মূল কমিটির চাইতেও বেশি জমায়েত করে দেখিয়ে দিব কাদের সাথে মহানগর বিএনপির তৃণমূলের কর্মীরা রয়েছে। সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি চলছে।’ বিষয়টি স্বীকার করেছেন বিদ্রোহী কমিতির নেতৃত্ব দেয়া আতাউর রহমান মুকুল। তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য বুধবারের সমাবেশ সফল করা। সেজন্য আমাদের প্রতিটি ইউনিটকে অবগত করেছি তারা যেন প্রস্তুতি নিতে থাকে। আমরা বিশাল শোডাউন দিব ঢাকায়। সেজন্য সব ধরনের পরিকল্পনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আশা করছি সুশৃঙ্খলভাবে আমাদের বড় জমায়েত দিতে পারবো যেমনটা গত ১ সেপ্টেম্বর আমরা নারায়ণগঞ্জ শহরে দেখাতে পেরেছি।’ সূত্র বলছে, গত ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরে বিশাল শোডাউন করে কেন্দ্রের নজরে এসেছেন বিদ্রোহীরা। এতদিন অবমূল্যায়ন করলেও তৃণমূল পর্যায়ে মুকুলসহ কালাম বলয়ের জনপ্রিয়তাকে এখন উপেক্ষা করতে পারছেন না। একাধিক শোডাউনে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি তাদের ধারণা পাল্টে দিয়েছে। তাই বুধবারের জনসভায় উপস্থিত হতে বার্তা এসেছে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। সেই অনুযায়ী কালাম বলয়, মুকুল বলয় এবং আশার অনুসারীরা একত্রিত হয়ে শোডাউন করবেন। সাথে থাকবে শহর ও বন্দরের একাধিক কাউন্সিলর। বিএনপি নেতারা বলছেন, এর আগেও ঢাকায় একাধিক শোডাউন করেছে বিদ্রোহী বলয়ের নেতারা। তবে বিগত সময়ের চাইতে এবারের পার্থক্য হচ্ছে অচিরেই মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রণয়নের পরিকল্পনা হচ্ছে। এমন অবস্থায় ঢাকায় বড় শোডাউন দিতে পারলে তা আসন্ন কমিটিতে প্রভাব রাখতে সক্ষম হবে। গত এক মাসে বিদ্রোহীদের কার্যক্রম ও মূল কমিটির অব্যবস্থাপনার চিত্রের খবরাখবর সবই কেন্দ্রে নথিবদ্ধ আছে। আর সেই কারণেই এই শোডাউনকে বাড়তি গুরুত্ব দিচ্ছে মূল ও বিদ্রোহী কমিটি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা