
ডান্ডিবার্তা রিপোর্ট বন্দর এর ২২নং ওয়ার্ড এ বাবু পাড়া মোড়ে সিটি কর্পোরেশন এর রাস্তায় গড়ে উঠেছে অবৈধ বাজার। সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড এর এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন এলাকাবাসী সহ বিভিন্ন স্কুল,কলেজের ছাত্র, ছাত্রীদের যাতায়াত। এলাকাবাসীর অভিযোগ এই বাজারটির কারণে প্রতিদিন সকাল এ বাবু পাড়া মোড়ে দীর্ঘক্ষণ বিশাল যানজটের সৃষ্টি হয়, ফলে আমরা এলাকাবাসী যারা আছি তাদের গন্তব্যে পৌঁছাতে বিঘœ ঘটে। এই বাজারটিতে রয়েছে প্রায় ৭০ থেকে ৮০টি দোকান যেগুলো প্রতিটি সিটি কর্পোরেশন এর রাস্তা দখল করে বসানো হয়েছে। বাজার এর এক দোকানি জানায় তারা এইখানে সকাল থেকে রাত পর্যন্ত বসার জন্য বায়েজিদ নামের এক যুবককে চাঁদা দিয়ে থাকেন। বিভিন্ন দোকান ভেদে ৪০ টাকা থেকে শুরু করে ১৫০টাকা পর্যন্ত তোলা হয় এই চাঁদা। প্রতি মাসে এই অবৈধ বাজার থেকে লক্ষ লক্ষ টাকা হাতে নিচ্ছে চাঁদাবাজরা। বায়েজিদ নামের ঐ যবুক এর সাথে যোগাযোগ করলে উনি জানায় উনাদের নিজেদের জায়গায় বাজার বসিয়েছে উনারা,এবং এই বাজারের দোকান থেকে তোলা টাকা দিয়ে করা হয় স্থানীয় মন্দির, মসজিদ এর উন্নয়ন। মন্দির কর্তৃপক্ষ প্রদিপ এর সাথে কথা বললে প্রদিপ জানায় এই বাজারটির টাকা দিয়ে সম্পূর্ণ মন্দির উন্নয়ন করা হয়। এবং প্রদিপ আরও জানায় বাজারটি তারা থানা পুলিশ ম্যানেজ করেই পরিচালনা করে যাচ্ছেন। এইদিকে ঠিক তার উল্টো কথা বলছেন ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান। সুলতান আমাদেরকে জানায় বাবু পাড়া মোড় যে বাজাটি সেটি সম্পুর্ন একটি অবৈধ বাজার।তারা সরকারি রাস্তা দখল করে স্থানীয় প্রভাব খাটিয়ে এই বাজার পরিচালনা করে যাচ্ছে। এবং কাউন্সিলর এর কাছে মসজিদ, মন্দির উন্নয়নের ব্যাপারটি জানতে চাইলে কাউন্সিলর সুলতান বলেন, আসলে এই ব্যাপরটি সম্পূর্ণ মিথ্যা মসজিদ মন্দিরের নাম করে এই অবৈধ বাজার পরিচালনা করে প্রতিনিয়ত অনেক টাকা হাতে নিচ্ছে কিছু অশাধু লোকজন। এই বাজার নিয়ে সিটি কর্পোরেশনের হস্তক্ষেপ জানতে চাইলে সুলতান বলেন আমি এর আগে বহুবার এই বাজার উচ্ছেদ অভিযান করার চেষ্টা করেছি কিন্তু এই অবৈধ বাজারের সাথে যারা জড়িত রয়েছে তারা বিশেষ ক্ষমতা বলে এ বাজারটি পরিচালনা করে যাচ্ছে।তবে প্রশাসনিক সহযোগিতা পেলে আমি আবারো এই অবৈধ বাজার উচ্ছেদ ব্যবস্থা গ্রহন করবো। এ বিষয়ে বাবু পাড়া মোড়ের পাশেই বন্দর ফাঁড়ি ইনচার্জ রেজাউল করিম এর সাথে কথা বললে উনি জানায় সিটি কর্পোরেশন অথবা ওয়ার্ড কাউন্সিলর থেকে লিখিত কিংবা মৌখিক কোন অভিযোগ পেলে আমরা অবশ্যই এই অবৈধ বাজার উচ্ছেদ অভিযান শুরু করব।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯