
ডান্ডিবার্তা রিপোর্ট আড়াইহাজার উপজেলা সাব রেজিস্ট্রি অফিসকে কেন্দ্র করে একটি চক্র গড়ে তুলেছে শক্তিশালী সিন্ডিকেট। সিন্ডিকেটটি কি-না করছে ?। শক্তিশালী সিন্ডিকেটটি অনিয়ম, দুর্নীতি, জাল কাগজপত্র সৃজন ও সাব রেজিস্ট্রার বরাবর দাখিল করে মিথ্যা জবানবন্দির মাধ্যমে দলিল রেজিস্ট্রি করে সরকারের রাজস্ব ফাকি দিচ্ছে। এই সিন্ডিকেটের কাজ হচ্ছে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতি বহাল রেখে প্রশাসনের উপর প্রভাব খাটিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দলিল রেজিস্ট্রি করে নেয়া। অফিস সরকারের রাজস্ব আয়ের এই সিন্ডিকেটটি এতই প্রভাবশালী যে কয়েকজন সাবরেজিস্ট্রার এদের বিষয়ে উর্ধ্বতনদের অবগত করে কোন প্রতিকার পাননি। প্রতিকার না পেয়ে কয়েকজন সাবরেজিস্ট্রার আড়াইহাজার থেকে চলে গেছেন মেয়াদ পূর্ণ হওয়ার আগেই। আড়াইহাজার সাব রেজিস্ট্রি অফিসে সিন্দাবাদের দৈত্যের মত দীর্ঘদিন ধরে চেপে থাকা সিন্ডিকেটটির দু’জন মূলহোতার নাম প্রকাশ পেয়েছে। প্রথম জন হল কাজল ঢালী দ্বিতীয় মহিতুল ইসলাম হিরু। গত ১০ সেপ্টেম্বর তাদের অপকর্মের ফিরিস্তি জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। কাজল ঢালী ব্রাহ্মন্দী ইউনিয়নের দিঘলদী গ্রামের মোকসেদ ঢালীর ছেলে। সে একজন দুর্নীতিবাজ দলিল লিখক হিসেবেই আড়াইহাজারে সমধিক পরিচিত। যার দলিল লিখক সনদ নং-১৩৮। নানা প্রকার অনিয়ম ও বৈচিত্রময় দুর্নীতি, জাল দলিল সৃজনে কাজল ঢালী আন্ডারগ্রাউন্ডে একজন পন্ডিত হিসেবে গন্য। দুর্নীতির দায়ে একবার তার সনদ বাতিল হয়েছে। ২০১৯ সালের ৯ মে আড়াইহাজার সাব- রেজিস্ট্রি অফিসে দুই খন্ড সাফ কবলা দলিল রেজিস্ট্রি করে। দলিল দু’টির রেজি : নং-৫২০৫ ও ৫২০৭। দলিল দু’টি সরকারের নির্ধারিত গড় মূল্যে করা হয়নি। কাজল ঢালী সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে মূল্য কম দেখিয়ে রেজিস্ট্রি করে। এতে করে রাষ্ট্রের ২% ভ্যাট, বাণিজ্যিক উৎস কর স্ট্যাম্প রেজিস্ট্রেশন ফি ৫৩ এফএফ-কর ফাকি ধারা মোতাবেক বড় ধরনের কর ফাকি দেয়া হয়েছে। কাজল ঢালী সরকারকে ফাকি দিয়ে সে টাকা আত্মসাত করেছে। মহিতুল ইসলাম হিরুও একজন দলিল লিখক। সে আড়াইহাজারের ঝাউকান্দি গ্রামের মৃত আম্বর আলী মোক্তারের ছেলে। হিরু ও একজন অনিয়ম. দুর্নীতির হিরো হিসেবেই সাব-রেজিস্ট্রি অফিসে পরিচিত। তার অপকীর্তির শেষ নেই। দলিলে নাল জমিকে পতিত ও ডোবা বানিয়ে দেয়ার সুনিপুন কারিগর তিনি। শ্রেণী পরিবর্তন করে সরকারের স্ট্যাম্প, রেজিস্ট্রেশন ফি সহ অন্যান্য নিয়ম ফাঁকি দিয়ে মোটা অংকের টাকা আত্মসাৎ করেন। ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারী একটি সাব কবলা দলিলে নালের পরিবর্তে পতিত জমি দেখিয়ে রেজিস্ট্রি করে। দলিল রেজি: নং-১৮৫৮। ২০১৪ সালের ২৩ মার্চ আরো একটি সাব কবলা দলিলে নালের পরিবর্তে পতিত জমি দেখিয়ে রেজিস্ট্রি করে। দলিল রেজি: নং-৩৩৫১। ২০১৪ সালের ২১ এপ্রিল আরো একটি সাব কবলা দলিলে নালের পরিবর্তে ডোবা জমি দেখিয়ে রেজিস্ট্রি করে। দলিল রেজি: নং-৪৫৬৫। ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারী আরো একটি হেবা বিলএওয়াজ দলিলে নালের পরিবর্তে ডোবা জমি দেখিয়ে রেজিস্ট্রি করে। দলিল রেজি: নং-২৩৫৩। ২০১৪ সালের ২ এপ্রিল আরো একটি সাব কবলা দলিলে নালের পরিবর্তে ডোবা জমি দেখিয়ে রেজিস্ট্রি করে। দলিল রেজি: নং-৩৭৮২। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন সেগুনবাগিচা, ঢাকা বরাবর উক্ত দু’জন দলিল লিখক কাজল ঢালী ও মহিতুল ইসলাম হিরুর বিরুদ্ধে অভিযোগ করেছেন আড়াইহাজার উপজেলার বিশনন্দি ইউনিয়নের একজন ভুক্তভোগী রমজান আলী। তার পিতার নাম মৃত আঃ খালেক। রমজান আলীসহ ভুক্তভোগীদের অভিযোগ, দলিল লিখক কাজল ঢালী ও মহিতুল ইসলাম হিরু সর্বদা প্রতারনায় ব্যস্ত থাকে। তারা আড়াইহাজার সাব-রেজিস্ট্রি অফিসকে কেন্দ্র করে গড়ে তুলেছে প্রতারণার একটি শক্তিশালী সিন্ডিকেট। যারা অনিয়ম, দুর্নীতি, জাল কাগজপত্র সৃজন ও সাব রেজিস্ট্রার বরাবর দাখিল করে মিথ্যা জবানবন্দির মাধ্যমে দলিল রেজিস্ট্রি করে সরকারের মোটা রাজস্ব ফাঁকি দিচ্ছে। তারা নামে-বেনামে অনেক সম্পদের মালিকও বটে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট নালিশ করে প্রতিকার না ওপয়ে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই নিয়মিত ও খন্ডকালীন সাব-রেজিস্ট্রারগণ আড়াইহাজার থেকে চলে যান। এ ব্যাপারে অভিযুক্ত কাজল ঢালী ও মহিতুল ইসলাম হিরু জানান, দুদুকের অভিযোগের ব্যাপারে আমরা কিছুই জানিনা। দলিলে কম মূল্য দেখিয়ে সরকারের লাখ লাখ টাকা ফাঁকি ও সাব-রেজিস্ট্রি অফিসে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি ব্যাপারে জানতে চাইলে তারা ফোন কেটে দেয়। তার পর পুনরায় ফোন করলে তারা রিসিব করেনি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯