
ডান্ডিবার্তা রিপোর্ট কাচঁপুরে আওয়ামী লীগের মহাসমাবেশের পর চাঙ্গা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। এর মধ্যে ১৯ অক্টোবর বর্ধিত সভার মাধ্যমে দ্বন্দ্ব মিটিয়ে পূর্ণাঙ্গ কমিটির দিক ছুটছে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। অন্যদিকে আওয়ামী লীগের অঙ্গসংঠনের কমিটি ঘোষণার অপেক্ষায় ডজন সিনিয়র নেতারা প্রত্যাশায় প্রহর গুনছে। মহাসমাবেশে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কমিটি দেয়ার জোরালো দাবি জানান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমান এমপি। এরপর থেকে কেন্দ্রীয় সেক্রেটারীর নির্দেশনায় ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আযম এমপি নড়েচড়ে বসেছেন। মহাসমাবেশের দুইদিনের মাথায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার আয়োজন করেছেন। জেলা বর্তমান, সাবেক নেতারা ও তিন এমপিকে নিয়ে ওই বর্ধিত সভায় আগামী দিনে জেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের আলোচনা উঠতে পারে। আগামী বছর জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে দিক নির্দেশনা দেয়া হবে কেন্দ্রীয় নেতাদের। জানা যায়, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগে ধ্বস নামে। ওই সময় সিনিয়র নেতারা নারায়ণগঞ্জ থেকে গা-ঢাকা দিলে দিনে দিনে স্থবির হয়ে পড়ে নেতা-কর্মীরা। নারায়ণগঞ্জ ছেড়ে ২০০২ সালের ২৭ মার্চ ঢাকার সোহাগ কমিউনিটি সেন্টারে ৬৩ সদস্য বিশিষ্ট জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক করা হয় নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি এসএম আকরামকে। তার সাথে যুগ্ম আহবায়ক পদে অপর অংশের নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমানের ছিলেন প্রয়াত মফিজুল ইসলাম। এরপর অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত থাকা জেলা আওয়ামী লীগে দু’টি ধারা বিরাজমান ছিল। ২০১১ সালের ৩১ অক্টোবর জেলা আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করে সাবেক এমপি এসএম আকরাম যোগ দেন নাগরিক ঐক্যে। এর কিছুদিন পর মারা যান মফিজুল ইসলাম। এরপর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সাবেক এমপি শামীম ওসমানের সঙ্গে সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরোধ দেখা দেয়। যা পরবর্তীতে ২০১৩ সালে আইভী প্রধান এজেন্ট রাফিউর রাব্বীর বড় ছেলে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকা- নিয়ে উত্তাপ ছড়ায়। তবে মেয়র আইভী রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়ায় এবং ওসমান পরিবারের পক্ষে প্রধানমন্ত্রীর অবস্থানের কারণে নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে সেলিম ওসমানের পক্ষেই অবস্থান নেয় মেয়র আইভীপন্থী আওয়ামী লীগ নেতাকর্মীরা। উপ-নির্বাচনে সেলিম ওসমান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরই মূলত পাল্টে যায় জেলা আওয়ামী লীগের রাজনীতির হালচাল। দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের অভিভাবকহীন অবস্থায় ২০১৫ সালে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে সভাপতি ও আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে সাধারণ সম্পাদক এবং সিনিয়র সহ সভাপতি পদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে রেখে কমিটি ঘোষণা করা হয়। ১৪ মাস পর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন দলের প্রধান শেখ হাসিনা। ওই কমিটি ২০২২ সালের ২৩ অক্টোবর জেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে সমাপ্ত হলে আবারো সভাপতি পদে আব্দুল হাই ও সাধারণ সম্পাদক পদে আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর থেকে এমপি শামীম ওসমান ও মেয়র আইভীর দ্বন্দ্বের কারণে অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত হয়ে পড়ে জেলা আওয়ামী লীগ। দলীয় কর্মসূচিতে একত্রে সভাপতি ও সাধারণ সম্পাদককে দেখা যেত না। সম্প্রতি ১৬ সেপ্টেম্বর এমপি শামীম ওসমান ও ১৩ অক্টোবর জেলা আওয়ামী লীগের মহাসমাবেশে সভাপতি আব্দুর হাই ও সাধারণ সম্পাদক ভিপি বাদলকে এক মঞ্চে দেখা যায়। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের নির্দেশে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আযমের দিক নির্দেশনায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। ওখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পাঁচটি আসনে নৌকা প্রার্থীদের বিপুল ভোটে জয়ের লক্ষ্যে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির গঠনের সিদ্ধান্ত নেয়া হবে। বড় দল হিসেবে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে মতবিরোধ বা মতানৈক্য থাকতে পারে, দলের ক্ষেত্রে আমরা সবাই এক। এদিকে নারায়ণগঞ্জ জেলা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নতুন কমিটি গঠনে কেন্দ্রীয় নেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয় নেতারা। নেতারা জানিয়েছেন, সম্মেলন হয়েও কমিটি ঘোষণা না হওয়ায় হতাশ রয়েছে প্রার্থীরা। অন্যদিকে দলীয় কর্মসূচিতে সংগঠন ব্যতীত উপস্থিতিতে নেতা-কর্মীদের মধ্যে উপস্থিতি কমে যাচ্ছে বলে জানা গেছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯