
ডান্ডিবার্তা রিপোর্ট বন্দর থানা পুলিশ নব্য কোটিপতি প্রতারক ও ভ’মিদস্যু চক্রের হোতা বকুল আহাম্মেদ (৪৪)কে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে তাকে তার নিজবাড়ি বন্দরের বনগণ এলাকা থেকে গ্রেফতার করে। গতকাল বুধবার পুলিশ তাকে আদালতে পাঠালে আদালত তাকে জেল হাজতে পাঠায়। তার বিরুদ্ধে সরকারি সীল নকল, সাব রেজিষ্ট্রারের স্বাক্ষর নকলসহ একাধিক জাল জালিয়াতির মামলা রয়েছে। সে ধামগড় ও লক্ষণখোলা মৌজার বিভিন্ন মানুষের প্রায় ২৪ একার জমি জাল দলিল করে বিভিন্ন মানুষের কাছে প্রতারনার মাধ্যমে বিক্রি করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপন করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এক ভ’ক্তভোগী ও মামলার বাদী মো: সিরাজ ভান্ডারী জানান, বন্দরের বনগণ এখারার মৃত ইয়াজ উদ্দিন মিয়ার ছেলে প্রতারক বকুল আহাম্মেদ ভুয়া ও জাল দলিল করে তার মালিকানা ২৮ শতক জমি অন্যত্র বিক্রি করে দেয়। তার বিরুদ্ধে সিআইডি ও পিবিআই তদন্ত করে জাল জালিয়াতির প্রমাণসহ আদালতে প্রতিবেদন দিয়েছে। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এলাকার প্রায় ২০/২৫ জনের জমি জাল জালিয়াতি করে বিভিন্ন লোকের কাছ থেকে বিক্রি করে নব্য কোটিপতি বনে যায়। সে বিভিন্ন মানুষের জমি বিক্রির টাকা টেবিলে রেখে নিজেকে কোটিপতি বলে জাহির করে। সে গ্রেফতার হওয়ার সংবাদে বিভিন্ন জমির মালিকরা এসে থানায় জড়ো হয়। পরে তাকে আদালতে পাঠালে ভ’ক্তভোগীরা আদালতে চালে যান। এ ব্যপারে বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, বকুল আহাম্মেদ বিরুদ্ধে প্রতারনা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯