
ডান্ডিবার্তা রিপোর্ট ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন। নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসন খুবই গুরুত্বপূর্ন। এরমধ্যে আওয়ামীলীগ ও বিএনপির দূর্গ বলে পরিচিত ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকা উভয় দলের জন্যই চ্যালেঞ্জ। একদিকে শামীম ওসমানের অনুগত নেতাকর্মী অপরদিকে বিএনপি নেতা ও সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের কর্মীরা রয়েছে। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি, যদি নির্বাচনে অংশ গ্রহণ করে তাহলে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে তাদের শক্তির পরীক্ষা দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে বর্তমানে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে আওয়ামীলীগের যে কমিটি রয়েছে তা দূর্বল বলে মনে করছেন ক্ষমতাসীন দলের সাবেক অনেক নেতাই। বর্তমান যে কমিটি কাউন্সিলের মাধ্যমে করা হয়েছে সেই কমিটিগুলোকে পকেট কমিটি হিসেবে অনেকে মন্তব্য করেছেন। শামীম ওসমানের নির্দেশে যে কমিটি করা হয়েছে এই কমিটি থেকে অনেক ত্যাগী নেতা কর্মী বাদ পড়েছেন। অপরদিকে বিএনপির জেলা কমিটিতে যাদের পদায়ন করা হয়েছে তা টাকার মাধ্যমে অযোগ্যদের স্থান দেয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে অনেক আগেই। তবে সর্বশেষ তথ্যমতে, দুই দলের মধ্যেই ত্যাগীদের অবমূল্যায়ন করা হয়েছে যে অভিযোগ উঠেছে তা আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলেও ধারণা করা হচ্ছে। সূত্রের দাবী, বিএনপি ও আওয়ামীলীগের নেতাদের মধ্যে মতানৈক্য থাকলেও জাতীয় নির্বাচনে যদি বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করে তাহলে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে বাঘে মহিষে কঠিন লড়াই হবে বলে মন্তব্য অনেকের। ২০০১ সালে জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছিলেন একেএম শামীম ওসমান। অপরদিকে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছিলো আলহাজ্ব গিয়াস উদ্দিনকে। ঐ নির্বাচনে শামীম ওসমান পরজিত হয়েছিলেন গিয়াস উদ্দিনের কাছে। এরপর শামীম ওসমান দেশের বাইরে অবস্থান করেছিলেন। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে শামীম ওসমানের আসনে নৌকা প্রতীকের প্রার্থী করা হয়েছিলো চলচিত্রের নায়িকা সারাহ বেগম কবরীকে। কবরী ২০০৮ সালে নির্বাচনে জয়লাভ করে। এরপর শামীম ওসমান দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে শামীম ওসমানের কর্মীদের সাথে কবরীর তেমন একটা বনিবনা হচ্ছিলো না। এমনকি শামীম ওসমানের সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন তিনি। দশম সংসদ নির্বাচনে শামীম ওসমান আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর একাদশ সংসদ নির্বাচনেও তিনিই সংসদ সদস্য হিসেবে ভোটে নির্বাচিত হয়েছিলেন। তবে একাদশ সংসদ নির্বাচনে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসন থেকে শামীম ওসমানের বিপরীতে আরো বেশ কয়েকজন মনোনয়ন চেয়েছিলেন। শেষ পর্যন্ত শামীম ওসমানকেই আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছিলো। এবারও তিনিই মনোনয়ন পাবেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। এবার দ্বাদশ সংসদ নির্বাচনে যদি বিএনপি নির্বাচনে আসে, তাহলে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসন থেকে বিএনপির প্রার্থী হবেন গিয়াস উদ্দিন। আর যদি গিয়াস উদ্দিন প্রার্থী হন তাহলে ২০০১ সালের মতো শামীম ওসমানের সাথে আরো একটি লড়াই অনুষ্ঠিত হবে। রাজনীতির মাঠে শামীম ওসমানের মতোই আরেক খেলোয়ার গিয়াস উদ্দিন চমক দেখানোর সমস্ত কৌশলই অবলম্বন করবেন বলে মনে করছেন বিশ্লেষক মহল। অভিজ্ঞ মহলের মতে, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বিএনপি নির্বাচনে আসলে নির্বাচনের মাঠে আমেজ সৃষ্টি হবে। আর বিএনপি নির্বাচনে না আসলে আগামীতে বিএনপির রাজনীতি কোন দিকে যাবে তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন বিএনপির নেতৃবৃন্দ। বিশেষ করে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে বিএনপি যদি গিয়াস উদ্দিনকে নির্বাচনে প্রার্থীতা দেন তাহলে এই আসনে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। অপরদিকে, শামীম ওসমানের নির্দেশে জেলায় যে কমিটিগুলো করা হয়েছে এই কমিটিগুলো নিয়েও নানা মন্তব্য খোদ আওয়ামীলীগ নেতৃবৃন্দের মাঝে। তবে বিরাগ ভাজন হওয়ার ভয়ে মুখ ফুটে কেউ কিছু বলছে না। এই প্রভাব আগামী নির্বাচনে কিছুটা হলেও পড়বে যদি বিএনপি প্রার্থী দেয় বা নির্বাচনে আসে। যদি লেভেল প্লেয়িং ফিল্ড হয় তাহলে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করার পাশাপাশি নির্বাচনের আমেজও ভালোভাবে উপভোগ করতে পারবে। অপরদিকে বিএনপির কমিটি নিয়েও বিভিন্ন ওয়ার্ড এবং থানা পর্যায়ে নেতৃবৃন্দের মাঝেও ক্ষোভ রয়েছে। তবে জাতীয় নির্বাচনে উভয় দলের নেতাকর্মীরা যার যার অবস্থান থেকে দলের জন্য কাজ করবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯