
ডান্ডিবার্তা রিপোর্ট জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে উৎসাহ উৎকন্ঠা সব সময়ই থাকে। বছরের অন্যান্য সময় রাজনৈতিক স্বাভাবিক কাজগুলো চললেও নির্বাচনের প্রায় বছর খানেক আগে থেকেই সেই কর্মকা- গুলো হয়ে যায় নির্বাচন কেন্দ্রিক। তাই অন্যান্য বছরের তুলনায় এই সময়টা উন্নয়নের ফিতা কাটা, জনসেবা ও সংযোগ বৃদ্ধি করা, বিভিন্ন সভা-সমাবেশের মাধ্যমে কর্মী ও সমর্থকদের চাঙ্গা করার মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি গ্রহণের চেষ্টা করার প্রবণতা একটু বেশিই লক্ষ্য করা যায়। তাই এই বছরগুলোকে রাজনৈতিক বোদ্ধারা নির্বাচনের বছর বলে আখ্যায়িত করে থাকেন। তবে স্বাভাবিকভাবে নির্বাচন ঘনিয়ে আসলে অর্থাৎ নির্বাচনের প্রায় ৩/৪ মাস আগে থেকে রাজনৈতিক দলগুলোর সাধারণ কর্মী, সমর্থক ও সাধারণ জনসাধারণের মধ্যে একধরণের উৎসব উৎসব ভাব পরিলক্ষিত হয়। বছরের মাঝামাঝিতে এসেও নির্বাচন হওয়া এবং নির্বাচন প্রক্রিয়ার বিরোধিতা নিয়ে সেই দলগুলোকে মাঠ গরম রাখতে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। কিন্তু নির্বাচন যতটাই এগিয়ে আসছে হঠাৎ করে ততটই যেন সেই কর্মকা-ে ভাটা পড়তে দেখা যাচ্ছে বলে মনে করছেন সাধারণ মানুষ। বিশেষ করে নির্বাচনী কর্মকা- ছেড়ে অনেকটাই নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোর কর্মকা- নিয়েই রাজনীতি বিদগণ বেশি আলোচনা করছেন বলে মনে করছেন তারা। সেই আলোচনার প্রভাব দেখা যাচ্ছে নারায়ণগঞ্জের রাজনীতিতেও। যা নিয়ে আলোচনা-সমালোচনা, বিশ্লেষণ করতে দেখা যাচ্ছে শহরের অলিগলি থেকে শুরু করে অফিস আদালত পর্যন্ত। চায়ের দোকানের আড্ডা থেকে শুরু করে লোক সমাগমের যেকোন স্থানেই এই বিষয়টি এখন টপ প্রায়োরিটি হিসেবে উঠে আসছে আলোচনায়। সবার মুখে একটাই প্রশ্ন, কি হতে যাচ্ছে দেশের পরবর্তী অবস্থা! নির্বাচনের সময় যতটা ঘনিয়ে আসছে সেই আলোচনা উৎকন্ঠা যেন আরও বেড়ে চলেছে। এরই মধ্যে নির্বাচন কমিশনের দেওয়া ঘোষণা অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হওয়ার কথা। সেই মতে নির্বাচনের বাকি আছে আর মাত্র তিনমাসেরও কিছু বেশি সময়। নির্বাচনের এত কাছাকাছি সময়েও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের নির্বাচনী প্রচারণায় কিছুটা ব্যস্ত থাকতে দেখা গেলেও তাতে নেই তেমন একটা প্রাণ দেখা যাচ্ছে না। বিশেষ করে অন্যান্য নির্বাচনের সময় প্রায় এক বছর আগে থেকেই যেরকম প্রচার প্রচারণা দেখা যায় সেই তুলনায় অনেকটাই ম্লানায়মান। যদিও ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ চাচ্ছে তাদের অধীনেই নির্বাচন সম্পন্ন করতে। কিন্তু তাদের সাথে দ্বিমত পোষণ করছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। সেই দাবিতে আন্দোলন গড়ে তোলার চেষ্টাও করেছিল তারা। বছরের শুরুতে বেশ কিছুটা মাঠ গরমও করেছিল বিএনপি। তবে তাদের সেই আন্দোলনও এখন অনেকটা ম্লান হয়ে গেছে। তবে সম্প্রতি সময়ে নির্বাচনের বর্তমান প্রক্রিয়ার পক্ষ-বিপক্ষ উভয় দলই নিজেদের নির্বাচনী কর্মকা-ের তুলনায় বৈদেশিক বিষয়গুলো নিয়ে প্রচার প্রচারণায় বেশি সময় দিচ্ছেন বলে সাধারণ জনগণের ধারণা। নির্বাচন কমিশনেও নির্বাচনের মতো এমন এক বিশাল কর্মযজ্ঞে আমেজ দেখা যাচ্ছে না বলে মনে করেন তারা। তাদের মতে আওয়ামী লীগ চাচ্ছে, যেকোন উপায়ে ক্ষমতা ধরে রাখতে। আবার বিএনপি চাচ্ছে যেকোন উপায়ে এই সরকারকে সরাতে। এমনকি বর্তমানে নিজেদের ক্ষমতায় আসার চেয়েও এই সরকারকে সরাতে তারা বেশি গুরুত্ব দিচ্ছে বলে মনে করছেন তারা। তার উপর বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র কোন দলকে সমর্থন করলো সেই বিষয়টি নিয়েও দুই দলকে ব্যস্ত হতে দেখা যাচ্ছে বলে আলোচকদের ধারণা। অন্যদিকে নির্বাচন কমিশনের কাজেও অনেকটা ধীরগতি দেখা যাচ্ছে বলে মনে করছেন তারা। তাই একদিকে আওয়ামী লীগ চেষ্টা করছে তাদের অধীনে নির্বাচন করার, বিএনপি চেষ্টা করছে আওয়ামী লীগকে হটিয়ে নির্বাচন করা আবার নির্বাচন নিয়ে বিদেশিদের রয়েছে আলাদা একধরণের চাপ। সবকিছু মিলিয়ে নির্বাচন কোন পদ্ধতিতে হবে অথবা আদৌ হবে কি না, নির্বাচনের পর দেশের রাজনৈতিক চিত্র কোনদিকে মোড় নিবে সব কিছু মিলিয়ে এক ধরণের অস্থিরতা বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯