
ডান্ডিবার্তা রিপোর্ট আগামী ৪ নভেম্বর ঢাকায় আওয়ামীলীগের জনসমাবেশ সফল করতে বৃহস্পতিবার নারায়ণগঞ্জে আসেন সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এজন্য নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের ব্যানারে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয় নারায়ণগঞ্জ আদালত পাড়ায় জেলা প্রশাসনের সার্কিট হাউজে। সেখানে জেলা, মহানগরের নেতৃবৃন্দের সঙ্গে সভা করেন মির্জা আজম। সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপ¯ি’ত ছিলেন। কিš‘ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহাকে দেখা গেলেও যাননি সভাপতি আনোয়ার হোসেন। যদিও শুরু থেকেই আনোয়ার হোসেন ও খোকন সাহার মধ্যে মতপ্রার্থক্য বিদ্ধমান। বতর্মান পরি¯ি’তিতে একদিকে দ্বাদশ জাতীয় নির্বাচনের ঢামাঢোল অন্যদিকে সরকারের পদত্যাগ দাবিতে বিএনপিসহ সমমনাদলগুলোর আন্দোলন সেই সময়ে নারায়ণগঞ্জের আওয়ামীলীগের শীর্ষ নেতাদের মধ্যে ঐক্যের বন্ধন গড়তে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হয়ে ছুটে আসেন মির্জা আজম। কিš‘ কয়েক ঘন্টা ধরে চলা ওই বর্ধিত সভায় শেষ পর্যন্ত যোগ দেননি আনোয়ার হোসেন। এ নিয়ে সাধারণ নেতাকর্মীদের মূল্যায়ন হ”েছ, দলের চুড়ান্ত প্রয়োজনে শীর্ষনেতাদের মধ্যে অনৈক্য কর্মীদের মনোবল দুর্বল করে দিবে। যার প্রভাব পড়বে বিরোধীদের আন্দোলন মোকাবেলায়। তাছাড়া কেন্দ্রীয় নেতা মির্জা আজমও ¯’ানীয় নেতাদের মধ্যে বিভক্তি দেখে গেলেন। দলীয় সূত্রমতে, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহাকে ঘিরে দুইভাগে বিভক্ত মহানগর আওয়ামী লীগ। তারা দুইজন ¯’ানীয় রাজনীতিতে দুই বলয় ধারণ করে চলছেন। এরমধ্যে সভাপতি আনোয়ার হোসেন নাসিক মেয়র ডা, সেলিনা হায়াৎ আইভীর বলয়ে ও খোকন সাহা ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাংসদ শামীম ওসমানের বলয়ে রাজনীতি করেন। ফলে মেয়র সভায় না যাওয়াতে আনোয়ার হোসেনও যাননি। এমনটা মনে করছেন বর্ধিত সভায় উপ¯ি’ত একাধিক নেতৃবৃন্দ। সূত্রমতে, মহানগর আওয়ামী লীগে ২০ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করছেন আনোয়ার হোসেন আর ২৭ বছর ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এডভোকেট খোকন সাহা। সর্বশেষ সম্মেলন ছাড়াই ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর আনোয়ার হোসেনকে সভাপতি ও এডভোকেট খোকন সাহাকে সাধারণ সম্পাদক করে মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন করে দেয়া হয়। এর দুই বছর পর ২০১৫ সালের ১০ই ডিসেম্বর ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কিš‘ দীর্ঘ এই সময়েও তারা মহানগরের আওতাধীন ২৭টি ওয়ার্ডের সবগুলোতে কমিটি গঠন করতে পারেননি। মূলত নিজেদের মধ্যে কোন্দল ও বিভেদের কারণেই দীর্ঘ ১০ বছর ধরে ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হয়েছেন। ফলে সাংগঠনিক দুর্বলতা ও ব্যর্থতার কারণে মহানগর আওয়ামীলীগের আওতাধীন ২৭টি ওয়ার্ডে দলের সাংগঠনিক অব¯’া হ-য-ব-র-ল।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯