আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৩

বন্দরে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ

ডান্ডিবার্তা | ২১ অক্টোবর, ২০২৩ | ৯:৫৩ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি   বন্দরে ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে লাখ লাখ মুসল্লী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল শুক্রবার বাদ জুমা বন্দরের নবীগঞ্জ বাস স্ট্যান্ড ও ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের মদনপুর বাস স্ট্যান্ডে পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ইসরাইলী পন্য বর্জনসহ সরকারকে কঠোর ভাষায় প্রতিবাদসহ গাজায় মুসলামনদের সাহায্যসহ তাদের পক্ষে যুদ্ধে অংশ গ্রহণে জন্য আহবান জানান। বক্তরা বলেন, আজ মুসলিম ভাই বোনেরা ফিলিস্তিনে নির্যাতন ও হত্যার শিকার হ”েছ। এই হানাদার বর্বর ইয়াহুদী ইসরাইলকে সারা বিশে^র মুসলিম রাস্ট্রগুলি এক হয়ে কঠিন জবাব দিতে হবে। বদর যুদ্ধের ইতিহাস টেনে বক্তরা বলেন, মাত্র ৩১৩জন মুজাহিদ নিয়ে রাসুল (সে:) কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছিলেন। সেই ইমান নিয়ে আজ গাজার মুসলমানের পাশে দাাঁড়াতে হবে। আলহাজ¦ মাওলানা বদরুল আলমের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে নবীগঞ্জ, কদমরসুল, বাগবাড়ি, পূর্বপাড়া, কুশিয়ারাসহ আশপাশের মসজিদের ইমাম ও খতিবসহ হাজার হাজার মুসল্লী নবীগঞ্জ বাস স্ট্যান্ডে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আমিনুল হক রিপন, মাওলানা সালাউদ্দিন, মাওলানা রবিউল আউয়াল, মাওলানা দ্বীন ইসলাম আনসারী, মাওলানা হারুন, মাওলানা হুসেইন রেজা, মাওলানা জুিহরুল, মাওলানা আবু বক্তর সিদ্দিক, মাওলানা সাদ্দাম হোসেন ও হাজী মিজানুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করা হয়। এছাড়া মদনপুর বাস স্ট্যান্ড হাফেজ মাওলানা মুফতি আক্তারুজ্জামানের নেতৃত্বে হাজার হাজার মুসল্লী বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করেন। এ সময় কিছু ক্ষনের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই ¯’ানে প্রায় লক্ষাধীক মুসল্লী ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা