আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৫১

শোডাউনের প্রস্তুতি না’গঞ্জ আ’লীগে

ডান্ডিবার্তা | ২২ অক্টোবর, ২০২৩ | ১১:৪৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আগামী ৪ নভেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ ও ২৮ অক্টোবর বায়তুল মোকারমের সামনে সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ থেকে প্রায় ৫ লাখ লোকের সমাবেশ ঘটাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিভিন্ন পর্যায়ের নেতারা ও জনপ্রতিনিধিরা। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এই প্রতিশ্রুতি প্রদান করেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউসে এই বর্ধিত সভার আয়োজন করা হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সেই সাথে বেলা ১১টা থেকে শুরু করে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত এই বর্ধিত সভা চলে। বর্ধিত সভার মূল আলোচ্য বিষয় ছিলো আগামী ৪ নভেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ। সেই সাথে আগামী ২৮ অক্টোবর সভাও যোগ করা হয়। সেই সাথে সভায় উপস্থিত নেতা ও জনপ্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হয় কে কতজন লোক নিয়ে যাবেন। অন্যকোনো বক্তব্য নয় শুধু কে কতজন নিয়ে যেতে তার একটা সংখ্যা বলতে বলা হয়। আর এই সংখ্যা নিয়ে বক্তব্য দিতে গিয়ে সোনারগাঁ আওয়ামী লীগের পক্ষ থেকে ১০ হাজার, বন্দর আওয়ামী লীগের পক্ষ থেকে ১০ হাজার, কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ আলী ৫ হাজার, শাহজাহান ১০ হাজার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া বলেন ১০ থেকে ১৫ হাজার, মজিবুর রহমান ২০ থেকে ২৫ হাজার, হায়দার আলী পুতুল বলেছেন মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ২০ হাজার, সদর থানা আওয়ামী লীগের পক্ষ থেকে ৫ হাজার, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু ৪০ থেকে ৫০ হাজার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল ৩০ হাজার, কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খোকন ৫০ হাজার, মীর সোহেল ৫০ হাজার, ইকবাল পারভেজ ৫ হাজার, নাজমুল ইসলাম সজল শামীম ওসমানের নেতৃত্বে লাখো জনতা মিছিল, আড়াইহাজার পৌরসভার চেয়ারম্যান সুন্দর আলী ২০ থেকে ২৫ হাজার, রূপগঞ্জ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ৩০ থেকে ৩৫ হাজার, নজরুল ইসলাম বাবু গুণে গুণে ২০ হাজার লোক নিয়ে যাওয়ার কথা জানান। এছাড়াও আরও অনেক নেতা বক্তব্য রাখতে গিয়ে তাদের সংখ্যা উল্লেখ করেননি। তাদের বক্তব্য লোকসংখ্যা কোনো ব্যাপার না। তারা সেদিন কাজের মাধ্যমে প্রমাণ দিবেন। তাদের এই প্রতিশ্রুতির কথা শুনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, জানি আপনারা এত লোক নিয়ে যেতে পারবেন না। তবে আপনারা দলকে ভালোবেসে যে বলেছেন এতেই বুঝা যায় দলের প্রতি আপনাদের কত টান। আপনারা দলের প্রতি কতটা আনুগত্যশীল। আপনারা সবাই নেতাকর্মীদের নিয়ে সমাবেশে যোগ দিবেন এটাই আশা করি। তিনি বলেছেন, কাঁচপুরে যে জনসভাটি হল আমি সেখানে সোনারগাঁয়ের নেতাদের সাথে কথা বলেছি। সেখানে আমি দেখেছি, আওয়ামী লীগ করে গত পনেরো বছরে অনেকেই অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হয়েছেন। আগে যে বাইসাইকেলে চড়ত সে এখন মোটরসাইকেল চালায়, যার মোটরসাইকেল ছিল সে প্রাইভেট কার চালায়। সবার বাড়িতেই বিল্ডিং। যারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে আওয়ামী লীগ করে তাদের মনমানসিকতায়ও আমি পরিবর্তন দেখেছি। সমাবেশ সফল করতে অনেকেই বায়না ধরে। সেটা নেয়ার জন্য না দেয়ার জন্য। যে সমাবেশের এই কাজটা আমি করে দিতে চাই। এটা বাংলাদেশের অন্য কোন জেলায় দেখা যায় না। ঢাকার সবচেয়ে পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ। আগামী ২৮ তারিখ আমাদের সমাবেশ বায়তুল মোকাররম দক্ষিণ গেট। ফ্লাইওভার থেকে তিন মিনিটে যাওয়া যায়। শাপলা চত্বরও কাছাকাছি। নারায়ণগঞ্জ মহানগর ঢাকার সবচেয়ে আছে। আমরা আশা করি নারায়ণগঞ্জ থেকে আমাদের সমাবেশে সবচেয়ে বড় সাপোর্ট যাবে। শামীম ওসমান বলেন, ২৮ তারিখের কর্মসূচিটা ক্রিটিক্যাল। আমাদের বুঝে শুনে পা ফেলতে হবে। আমরা কারও গণতান্ত্রিক অবস্থানে বাধা দেব না। কিন্তু চার তারিখে আমরা বিশাল শো ডাউন করবো। শাপলা চত্বরের তিন দিকের মধ্যে এক দিকের রাস্তা আমাদের দখলেই থাকবে। আড়াইহাজার, রূপগঞ্জে ট্রান্সপোটের্র একটু সমস্যা হতে পারে। ৪ তারিখ যাতে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়। প্রয়োজনে অতিরিক্ত বগি লাগিয়ে দিবেন। আমরা সিদ্ধিরগঞ্জের লোকদেরও সাথে নিয়ে ট্রেনে যাবো। সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, নির্দেশনা পেলে বিএনপি নেতাকর্মীরা ঢাকা তো দূরের কথা গ্রাম থেকে বের হতে দেওয়া হবে না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা