আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | সকাল ৭:৫০

না’গঞ্জ বিএনপি হচ্ছে কারাবন্দি!

ডান্ডিবার্তা | ২৪ অক্টোবর, ২০২৩ | ১০:১৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির ২০ নেতাকর্মীকে আটকের অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তবে পুলিশ বলছে আটকের সংখ্যা ১২ জন। গতকাল সোমবার মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আটকদের মুক্তিও দাবি করেন। অপরদিকে নেতাকর্মীরা আটক হলেও খবর নেই জেলা বিএনপির আহবায়ক গিয়াসউদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকনের। তাদের নেতাকর্মীরা খুঁজে পাচ্ছেন না, তারাও কারো খোঁজ খবর নিচ্ছেন না। আটকরা হলেন- গ্রেপ্তাররা হলেন- ফতুল্লা থানা বিএনপির সাবেক সদস্য সচিব নজরুল ইসলাম পান্না মোল্লা, বিএনপি নেতা অ্যাডভোকেট খোরশেদ মোল্লা, আবু বকর সিদ্দিক, বন্দর থানা বিএনপির সাবেক আহবায়ক নূর মোহাম্মদ পনেছ, সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, বন্দর থানা যুবদল নেতা মাসুদ রানা, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক, সদর থানা বিএনপি নেতা ফয়সাল আহমেদ, বিএনপি নেতা রাব্বি মিয়া, নাসিক ৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম, কুতুবপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম তারেক, আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার মনির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও নাসিক ২ নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, রূপগঞ্জ থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার চৌধুরী, সোনারগাঁও পৌর বিএনপির সদস্য মোঃ হুমায়ুন, নাসিক ৫ নং ওয়ার্ডে বিএনপির সাধারণ সম্পাদক কামাল, নাসিক ৭ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মোঃ দুলাল হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ সোহেল, ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ মাসুদ, বিএনপি নেতা, আড়াইহাজার উপজেলা বিএনপির সদস্য মোঃ সামসুল হক। মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু জানান, আমাদের দুজন আইনজীবীকে আদালত থেকে এসপি অফিসে ডেকে নিয়ে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গত রাত থেকে অভিযান চালিয়ে মহানগর বিএনপির ৭ জনসহ ২০ জনকে গ্রেপ্তারের সংবাদ আমরা পেয়েছিম অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি। শুধুমাত্র ২৮ অক্টোবরের মহাসমাবেশকে ঘিরে ভীতি ছড়াতেই এই গ্রেপ্তার। দ্রুত এভাবে রক্ষী বাহিনীর মত আচরণ বন্ধের দাবি জানাই। আটকদের মহানগর বিএনপির পক্ষ থেকে সব ধরনের আইনি সহায়তা দেয়া হচ্ছে এবং তাদের পরিবারের খোঁজ খবর নেয়া হচ্ছে বলেও জানান তিনি। অপরদিকে জেলা বিএনপির আটক নেতাদের বিষয়ে কথা বলতে সভাপতি কিংবা সাধারণ সম্পাদক কাউকে ফোনে পাওয়া যায়নি। নেতাকর্মীরা জানান, কর্মসূচি আসলেই জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক খোকন ফোন ও অনলাইন বন্ধ করে রাখেন। ফলে নেতাকর্মীরা তাদের খুঁজে পায়না। একই ঘটনা গত ঢাকার প্রবেশপথে অবস্থানের কর্মসূচির দিনও হয়েছে। সেদিন তাদের এহেন আচরণে রাজপথে তাদের দেখা পাওয়া যায়নি, নেতাকর্মীরাও তাদের পায়নি। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা জানান, আমরা এখন পর্যন্ত বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করেছি। বিনা কারণে কাউকে হয়রানি করা হচ্ছেনা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা