
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়ার উপর সন্ত্রাসী হামলার ঘটনার মামলায় আসামীদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও পুলিশের সঙ্গে যেনো আসামীদের দহরম-মহরম সম্পর্ক গড়ে ওঠেছে। গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দিনদুপুরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামীরা। এমনকি বাদী ও বাদীপক্ষের আত্মীয়স্বজনকে প্রাণনাশের হুমকি ধমকি দিয়ে আসছে সন্ত্রাসী স্টাইলের আসামীরা। সন্ত্রাসীদের ভয়ে প্রাণ বাঁচাতে আব্দুল বারী ভুঁইয়ার পরিবার নিজ বাসা ছেড়ে অন্যত্র নিরাপদে বসবাসের চেষ্টা করলেও সেখানে গিয়েও বাসার আশপাশে সন্ত্রাসীদের নিয়ে মহড়া দিয়ে বেড়াচ্ছে আসামীরা। অথচ পুলিশ তাদেরকে গ্রেপ্তারই করছে না। উল্টো আসামীদের বাঁচাতে মামলার পুলিশ তার প্রতিবেদনে ৪জনকে অব্যাহতির আবেদন করে রিপোর্ট দাখিল করে। ওই রিপোটের বিরুদ্ধে বাদী নারাজি দিলে আদালতে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন। আদালতের কঠোর ভুমিকার পরেও পুলিশ রহস্যজনক ভুমিকা পালন করে আসছে। গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও আসামীদের গ্রেপ্তার করছেনা ফতুল্লা মডেল থানা পুলিশ। ঘটনা সূত্রে, গত ৩০ জুন অ্যাডভোকেট আব্দুল বারী ভুঁইয়ার সন্ত্রাসী হামলার ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে মোট ১২জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আসামী আবু তাহেরকে গ্রেপ্তার করা হলেও বাকীদের রহস্যজনক কারনে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ফতুল্লা মডেল থানার মামলা নং ৮৯(৬)২০২৩। এই মামলায় আসামীরা হাইকোর্টে জামিনের আবেদন করলে আদালতে নিম্ম আদালতে আসামীদের নির্দিষ্ট তারিখের মধ্যে আত্মসমর্পনের নির্দেশনা দেন। আসামীরা আত্মসমর্পন না করায় গত ২১ আগস্ট নারায়ণগঞ্জের বিচারিক আদালতে আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই মামলায় রবিন ও আবু তাহের জামিনে থাকলেও বাকিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওইসব পরোয়ানাভুক্ত আসামীরাই এখন বাদী ও বাদীপক্ষের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছেনা বলে অভিযোগ। গত ৩০ জুন সকাল ভোরে ফজরের নামাজের পর ফতুল্লা থানাধীন তল্লা এলাকায় নিজ বাসভবনের সামনে অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়ার উপর সন্ত্রাসী এ হামলা চালানো হয়। সন্ত্রাসী হামলায় আহত হয়ে বারী ভূঁইয়া নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা নিয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ফতুল্লা দক্ষিণ কায়েমপুর এলাকার রাজউক এর সাবেক কর্মচারী অঢেল অবৈধ সম্পদের মালিক আসামী নজরুল ইসলাম সরদার, আসামী রাজিব ওরফে সজিব ওরফে জুয়েল, সাকিব, রবিন, নাঈম, সানজিদ, মিন্টু, ডালিয়া, আবু তাহের সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন ৩০ জুন শুক্রবার সকাল অনুমান সোয়া পাঁচটায় আসামী নজরুল ইসলাম সরকার ও আসামী আবু তাহেরের পূর্ব পরিকল্পনা মােতাবেক বায়তুল আকসা মসজিদে ফজরের নামাজে শেষে বারী ভূঁইয়ার বাড়ীর সামনে পায়চারী করা অবস্থায় ২৯ সিরিয়ালের সাদা রংয়ের প্রাইভটকার যোগে এসে আসামী সজিব, জুয়েল পথরোধ করে আসামী নজরুল ইসলাম সরকারের মেয়ে ডালিয়া (২৬) গাড়ীতে থাকিয়া বারী ভূঁইয়াকে দেখাইয়া দেয়। এ সময় আসামী সজিব ওরফে জুয়েল হত্যার উদ্দেশ্যে গলা চাপিয়া ধরিয়া হত্যার উদ্দেশ্যে সারা শরীরে কিল ঘুষি মারিয়া আহত করে। আসামী নাঈম আমার চক্ষু নষ্ট করার উদ্দেশ্যে ডান চোখে ঘুষি মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। আসামী রবিন ও সাকিব হত্যার উদ্দেশ্য এলােপাথারীভাবে ডান চোখসহ কপালে, ঠোটে, থুতনীতে, আসামী সানজিদ হত্যার উদ্দেশ্যে কিডনি বরাবর ঘুষাইয়া মারাত্মক রক্তাক্ত জখম করে। আসামী সজিব পকেটে থাকা পঞ্চান্ন হাজার টাকা ছিনাইয়া নিয়া যায় এবং এই বলে হুমকি দে যে নজরুলের অপকর্মের বিরােধিতা করা যাইবেনা। আসামী সজিব ওরফে জুয়েল গুলি করে হত্যা করার হুমকি দেয় এবং এলাকায় বসবাস করিতে হইলে দশ লক্ষ টাকা চাঁদা দিতে হইবে। এলাকাবাসী আগাইয়া আসিলে আসামী সজিব জুয়েল আসামী নজরুল ইসলাম সরকারের সাথে মােবাইলে কথা বলতে বলতে নজরুল ইসলাম সরকারের বাড়ীতে আত্মগােপন করে। আরো উল্লেখ করা হয়, জাল সাটিফিকেট ও অবৈধ সম্পদ অর্জনের কারনে ১/১১ সময়ে আসামী নজরুলের বিরুদ্ধে মামলা হয় এবং চাকুরীচ্যুত হয়। গত ১৮জুন আসামী নজরুলের ভায়রা নাসিম ওরফে নাসির (৫৩) পিতামৃত- শাহাদাৎ হোসেন ৭ (সাত) বৎসরের কন্যা শিশুকে ধর্ষনের কারনে উপরােক্ত বিষয়ে আসামী নজরুল ইসলাম সরকার বারী ভূঁইয়াকে সন্দেহ করিত বিধায় পূর্ব পরিকল্পিতভাবে উক্ত ঘটনা ঘটায় অথচ এই সম্পর্কে আমি জড়িত নই। জাল সার্টিফিকেট এবং অবৈধ সম্পদের তথ্য রাজউকের কর্মচারী আসামী নজরুল। মেয়ের জামাই সজিব ওরফে জুয়েল (৩৫), (নীট কনসান এর কর্মচারী), ৩ আসামী নজরুল ইসলামের আরেক জামাতা আবু তাহর (৪২), পিতামৃত- মকবুল সারেং ঘাড়ের পিছনে কিল ঘুষি মারিয়া মারাত্মক রক্তাক্ত জখম করে সিরিয়ালের সাদা রংয়ের গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে ফতুল্লা থানার মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)-এ জেল হাজতে আছে পরকিয়া করিয়া বিয়ে করায় রাজউকের কর্মচারী মােতালিবের তথ্যের কারনে নজরুল চাকুরীচ্যুত হয়।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯