আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | সকাল ৬:৪৮

ফের অন্দকারে স্বেচ্ছাসেবক লীগ!

ডান্ডিবার্তা | ২৬ অক্টোবর, ২০২৩ | ১২:০৯ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট কমিটি যেন সোনার হরিণে রূপ নিতে যাচ্ছে তিন মাস আগের সম্মেলন হওয়া জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের। দিনে দিনে রাজনীতিতে নতুন মেরুকরণে বার বার পিছু হচ্ছে কমিটির ঘোষণার তারিখ। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের একত্রে বৈঠক না হওয়ার কারণে বার বার তারিখ পড়ে যাচ্ছিল স্বেচ্ছাসেবক লীগের জেলা মহানগরের কমিটির ঘোষণা। এবার নতুন নির্দেশনায় প্রত্যাশিত নেতা ও সমর্থকদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতাদের কাছে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজিজের স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে। সে চিঠিতে বলা হয়, সংগ্রামী সহযোদ্ধা, সালাম ও শুভেচ্ছা নিবেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করেছে। আপনারাও নিজ নিজ ইউনিটকে শক্তিশালী ও বেগবান করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। গত ২০ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভার সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালু রহমান বাবু জাতীয় নির্বাচনের আগে কোন ইউনিটের সম্মেলন/কমিটি গঠন/কমিটি বিলুপ্ত না করার জন্য নির্দেশনা প্রদান করেছেন এবং আগামী ১৫ দিনের মধ্যে প্রতিটি ইউনিয়ন/পৌরসভার অন্তর্গত ওয়ার্ড থেকে ১০০ সদস্যের একটি নামের তালিকা উপজেলাভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে দপ্তরে প্রেরণের জন্য নির্দেশ দিয়েছেন। এমন পরিস্থিতিতে জেলা, মহানগর, সোনারগাঁ ও সদর থানাসহ মহানগরের ১১-১৮নং ওয়ার্ডের নেতাদের মধ্যে চিন্তার ভাজ পড়েছে। তাদের সূত্রে জানা গেছে, উক্ত কয়েকটি কমিটি ছাড়া সব ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে। ৩১ জুলাই সম্মেলন হলেও বার বার বিভিন্ন কারণে কমিটির তারিখ পরিবর্তন হয়েছে। এর মধ্যে ২৮ অক্টোবরে আওয়ামী লীগ ও বিএনপির ঢাকা সমাবেশ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর কারণে স্বেচ্ছাসেবক লীগের কোন কমিটি আর নতুন দিবে না ও কোন কমিটি বিলুপ্ত করা যাবে না গুঞ্জন রয়েছে। এদিকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু মুঠোফোনে জানান, ২৮ অক্টোবর নিয়ে ঘরোয়া বৈঠক চলছে। আপনাকে পরে ফোনে জানাচ্ছি বলে বিদায় নেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা