আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | সকাল ৬:৪৪

পুলিশকে সংযত হওয়ার আহবান

ডান্ডিবার্তা | ২৬ অক্টোবর, ২০২৩ | ১২:১৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের বাড়িতে পুলিশের অভিযান ও তাদের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করে পুলিশ প্রশাসনকে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন। একই সাথে ২৮ সমাবেশকে ঘিরে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন এ নেতা। পাশাপাশি গ্রেপ্তার নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি করেছেন তিনি। গত সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ পোস্টের সাথে আলাপকালে এ আহবান ও বার্তা দেন গিয়াসউদ্দিন। তিনি বলেন, আমাদের শত শত নেতাকর্মীর বাড়িতে পুলিশ অভিযান চালাচ্ছে। গ্রেপ্তারের সংখ্যা অর্ধশতাধিকের কাছাকাছি। পুলিশ রাষ্ট্রের কর্মকর্তা এবং জনগনের অর্থে পরিচালিত। তারা ন্যায় প্রতিষ্ঠায় নিয়োজিত। এখন যারা ন্যায় প্রতিষ্ঠা করবে তারাই যদি অন্যায়ভাবে মানুষের উপর অন্যায় আচরণ করে সেটি গ্রহণযোগ্য নয়। এতে তাদের পরিবারের সদস্যরা সমাজে ছোট হয় এবং মানুষের কাছে নিগৃহীত হয়। রাষ্ট্রের জন্য জনগনের সেবায় নিয়োজিত এ বাহিনীর সদস্যদের আমি আহবান জানাই সকল ধরনের অন্যায় আচরণ থেকে আপনারা সরে আসুন। আমি বিগত সময়ে শান্তিপূর্ণ আন্দোলন করেছি এবারো তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছি। ২৮ তারিখ আমরা সমাবেশ শেষে বাড়ি ফিরে যাব সেই ঘোষণাও এসেছে, তবুও এ ধরনের অভিযান নিন্দনীয়। তিনি জানান, আমরা আমাদের গ্রেপ্তার প্রতিটি নেতাকর্মীদের জামিন ও তার পরিবারের খোঁজ খবর নিচ্ছি। জেলা বিএনপির পক্ষ থেকে এজন্য আলাদা উইং খোলা হয়েছে। আমরা আমাদের সাধ্যমত তাদের পাশে আছি। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, যেহেতু এই মুহুর্তে সামনে আমাদের একটি বড় শান্তিপূর্ণ কর্মসূচী তাদের গ্রেপ্তার হয়ে গেলে কোন লাভ নেই তাই নেতাকর্মীরা যে যার যার মত শান্তিপূর্ণ অবস্থানে থাকবে। আমাদের নেতাকর্মীদের এই শান্তিপূর্ণ অবস্থাকে ঘোলাটে করতে বিভিন্ন পক্ষ থেকে উস্কানি দেয়া হবে, কোন ধরনের উস্কানিতে পা দেয়া যাবেনা। কোনভাবেই পাতা ফাঁদে পা দিয়ে উস্কানিতে সমর্থন দিয়ে কোন ধরনের ঝামেলায় জড়ানো যাবেনা। আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচী শান্তিপূর্ণভাবেই শেষ করবো। আজ কাল কিংবা পরশু, দ্রুতই আমরা আমাদের আন্দোলনের ফলাফল বিজয় নিয়ে ঘরে ফিরবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা