
ডান্ডিবার্তা রিপোর্ট ঢাকায় প্রবশপথে নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি বসিয়ে তল্লাশি অব্যাহত রেখেছে জেলা পুলিশ ও র্যাব ১১ এর সদস্যরা। তল্লাশি চৌকিতে যেকোনো যানবাহন বা ব্যক্তিকে সন্দেহ হলে তাকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছেন দায়িত্বরত সদস্যরা। তবে এখন পর্যন্ত কাউকে আটকের কিংবা কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের সাইনবোর্ড, চিটাগাং রোড, কাঁচপুর, মদনপুর, মেঘনা, গাউছিয়া, মন্ডলপাড়া এলাকায় তল্লাশি চৌকি দেখা গেছে। এসব স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ ও র্যাব সদস্যরা। জানা যায়, আজ শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে দুই দল। এর মাঝে জামায়াতে ইসলামীও ঘোষণা দিয়েছে ঢাকায় সমাবেশ করবে। এ ছাড়াও বিভিন্ন দল যারা যুগপথ আন্দোলনে রয়েছে তারাও এদিন ঢাকার বিভিন্ন পয়েন্টে সমাবেশ করবে। এসব সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় প্রবেশের বিভিন্ন জেলাগুলোর দুটি গুরুত্বপূর্ণ এই সড়কগুলোতে যাতায়াত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। সড়কগুলোতে ঢাকা প্রবেশে কোন বাধা না থাকলেও সকাল থেকে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নজরদারি। এর আগে গত বৃহস্পতিবার থেকে এসব তল্লাশি চৌকি বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছে পুলিশ ও র্যাব। এছাড়া জেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর টহল দল কাজ অব্যাহত রেখেছেন। একই সঙ্গে জেলাজুড়ে বাড়ানো হয়েছে বাড়তি গোয়েন্দা নজরদারি। এ বিষয়ে র্যাব ১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপিতে জানান, র্যাব ১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন ধরনের নাশকতা ও রাজনৈতিক বিশৃঙ্খলাজনিত ঘটনা রোধকল্পে র্যাবের এসব চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল জানান, আইন শৃঙ্খলা রক্ষায় ও জনগণের জানমালের রক্ষায় পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে। কেউ যেন কোনো ধরনের নাশকতার চেষ্টা করতে না পারে বা কোনো ধরনের নাশকতার দ্রব্য বহন করে ঢাকায় প্রবেশ না করতে পারে সেদিকেও নজর রাখা হচ্ছে। তবে কাউকে হয়রানি করা হচ্ছে না।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯