
ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির ৪৫ জন নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশ বলছে এটা তাদের বিশেষ কোনো অভিযান নয়। নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে তাদের কারাগারে প্রেরণ করা হয়। এর আগে, গত ২৬ অক্টোবর সন্ধ্যার পর থেকে ২৭ অক্টোবর দুপুর পর্যন্ত জেলা ও মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন, আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব রহমান, আড়াইহাজার উপজেলা বিএনপি কর্মী জাকির হোসেন, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনসার আলী মিয়া, রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. মোমেন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, রূপগঞ্জ থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, ভূলতা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডালিম সিকদার, আড়াইহাজার থানা যুবদল কর্মী মো. আলামিন মিয়া, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক মতিউর রহমান ফকির, রূপগঞ্জের চনপাড়া ১নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী মো. আলামিন, সোনারগাঁ জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ মেম্বার, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবুল কাসেম, বারদী ইউনিয়ন যুবদল নেতা শামীম মিয়া, পিরোজপুর ইউনিয়ন যুবদল নেতা আবুল হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি নবী হোসেন, রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা যুবদল নেতা মোক্তার হোসেন, কাঞ্চন পৌরসভার ৫নম্বর ওয়ার্ড যুবদল নেতা সোলাইমান মিয়া, রূপগঞ্জের ভুলতা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আড়াইহাজার উপজেলা যুবদলের কর্মী সাজোয়ার, চনপাড়া ইউনিয়নে দলটির নেতা হানিফ, চনপাড়া ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা জুলহাস, ফতুল্লা থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মামুন, কুতুবপুর ইউনিয়নের জাহাঙ্গীর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি নেতা এনায়েত বিন আমান, শহিদুল ইসলাম, আবু জোবায়ের আরিয়ান ও ছালাউদ্দিন। এছাড়া বাকিদের নাম পাওয়া যায়নি। কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, এখনও সকলকে কোর্টে আনা হয়নি। কয়েকজনকে আনা হয়েছে। তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকিদেরও কারাগারে প্রেরণ করা হবে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গত কয়েকদিনের ব্যবধানে আমাদের নেতাকর্মীদের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে। প্রত্যেক কর্মসূচির সময়ে পুলিশ এই তল্লাশি গ্রেফতার অভিযান চালিয়ে থাকে। গত কয়েকদিনে আমাদের প্রায় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সকলকেই গায়েবি মামলায় গ্রেফতার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, আমাদের বিশেষ কোনো অভিযান নেই। নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় মোবাইল টিম অভিযান পরিচালনা করে। যারা পরোয়ানাভুক্ত আসামী তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার পর্যন্ত জেলার সাতটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ৪৫ জনকে আটক করেছে পুলিশ। যাচাই-বাছাইয়ের পর তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। প্রসঙ্গত, সরকার পতনের এক দফা দাবি আদায়ে আজ শনিবার মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। গত ১৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) বিএনপির আয়োজিত সরকার পতনের এক দফা দাবির জনসমাবেশে থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯