আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | সকাল ৭:০৪

আ’লীগ সামাবেশের আগেই ফিরলেন

ডান্ডিবার্তা | ২৯ অক্টোবর, ২০২৩ | ২:৩৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট মোটর শোভাযাত্রা নিয়ে শান্তি সমাবেশে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগদান করেছে। গতকাল শনিবার বেলা ১১টা থেকে জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের ব্যানারে মোটর শোভাযাত্রা বের হতে দেখা যায়। উৎসবমুখর পরিবেশে শত শত যানবাহনের মোটর শোভাযাত্রাটি ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে রাজধানী ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় যানবাহনগুলোতে অবস্থানরত নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার দেখা যায়। এদিকে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তারা দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে নানা ধরনের শ্লোগান দিয়ে বিএনপি-জামায়াতের প্রতি হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ শেষ হওয়ার আগেই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে ফিরে এসেছেন। একযোগে প্রায় অর্ধশতাধিক গাড়ি লক্ষ্য করা গেছে। যা নিয়ে হাস্যরস সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে এমন দৃশ্য দেখা যায়। দেখা যায়, একযোগে অনেকগুলো উৎসব-বন্ধন পরিবহন ও মাইক্রোবাসে দলীয় লোকজন নিয়ে সরাসরি ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে প্রবেশ করেছেন। যার প্রতিটি গাড়ির সামনে বর্তমান সরকারের পতাকা টাঙানো ছিল। সাইনবোর্ডস্থ আশপাশের পথচারী ও চা দোকানিদের মতে, পুলিশ-বিএনপি এবং জামায়াতে ইসলামীর ত্রিমুখী সংঘর্ষের কারণে এখানকার নেতাকর্মীরা পিছু ফিরে এসেছেন। তবে এ বিষয়ে আওয়ামী লীগের কারও বক্তব্য পাওয়া যায়নি। এর আগে, প্রস্তুতির বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন জানান, ঢাকায় সমাবেশকে ঘিরে বন্ধন, উৎসব পরিবহনসহ আমরা ৩০০-৩৫০টি বাস, ট্রাক ভাড়া করেছি। অন্যান্যবারের মতো ঢাকায় সমাবেশে এবারও নিজেদের আধিপত্য দেখাতে রেকর্ডসংখ্যক নেতাকর্মী নিয়ে আমরা উপস্থিত হবো। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, যেকোনো নাশকতা ঠেকাতে আমরা প্রস্তুত রয়েছি। যান চলাচল এবং মানুষের চলাচল নির্বিঘœ করতে আমরা কাজ করছি। কাউকে তাদের গন্তব্যস্থলে যেতে কোনো বাধা দেওয়া হচ্ছে না। র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) তানভীর মাহমুদ পাশা জানান, ২৮ অক্টোবর একাধিক রাজনৈতিক দলের মহাসমাবেশ। এই সমাবেশে যেনো কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হয় সেজন্য র‌্যাবের একাধিক টিম সতর্ক অবস্থানে রয়েছে। এরই মধ্যে আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, কাঁচপুর, মৌচাক, সাইনবোর্ড, চাষাঢ়াসহ আরও গুরুত্বপূর্ণ স্থানে আমরা চেকপোস্ট বসিয়েছি। যাদেরই সন্দেহ করা হচ্ছে তাদেরই তল্লাশি চালানো হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা