
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ পিবিআই’র উপ-পরিদর্শক শাকিল হোসেন ও মাজহারুল ইসলামের বিরুদ্ধে আসামী গ্রেফতার বানিজ্যসহ একাধিক অভিযোগে পুলিশের মহা পরিদর্শক(আইজিপি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন অ্যাডিশনাল আইজিপি ও দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন সোনারগাঁ এলাকার দুলাল ও ফরিদপুর জেলার শহিদুল ইসলাম সেলিমসহ আরো একজন। জানা যায়, গত ২ ফেব্রুয়ারী দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জে জালকুড়ি এলাকার আলী মাস্টারের ছেলে আতাউর রহমান(৩৮)কে ডাকাতি কাজে ব্যবহিত একটি প্রাইভেটকার দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করে ১ লাখ ৬২ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয় দু’দারোগা শাকিল হোসেন ও মাজহারুল ইসলাম। আতাউর রহমান রুপগঞ্জ থানার ডাকাতি মামলার মূল আসামী। এছাড়াও উপ-পরিদর্শক শাকিল ও মাজহারুল ইসলাম ফতুল্লা থানার হত্যা মামলার মূল আসামী নিহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের ছেলে হাফেজ মাসুদ তার স্ত্রী সন্তানকে পিবিআই অফিসে আটকে রেখে ১৫ লাখ টাকা নিয়ে আসামীকে পালানোর সাহায্য করা এবং এ হত্যাকান্ডে জরীত অটো চালক রুবেলকে গ্রেফতার করে তার কাছ থেকে ৫ লক্ষ টাকা উদ্ধার করিলেও জব্দ তালিকা করেন কম টাকায়। নারায়ণগঞ্জ পিবিআই’র অফিসে যোগদানের কয়েক মাস পরে শাকিল ও মাজহারুল ২০২১ সালে ১ কোটি ৪ লাখ টাকা দিয়ে ৪ টি হায়েচ গাড়ী ক্রয় করেন গাড়ী চোরের হোতা জাকিরের নিকট থেকে। সেই গাড়ী আবার জাকিরের নিকট মাসিক ৬০ হাজার টাকায় ভাড়া দেন দুই পিবিআই কর্মকর্তা। জাকির ঢাকা ডিবি পুলিশের হাতে গ্রেফতার হলে গাড়ী ৪টি উদ্ধার করতে মরিয়া হয়ে উঠেন গুনধর দারোগারা। পরে উপ-পরিদর্শক শাকিলের খুব কাছের বন্ধু এম.আসাদুজ্জামান অভিকে বাদী করে মিথ্যা নাটক সাজিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। কৌশলে মামলাটি পিবিআই’র উপ-পরিদর্শক হযরত আলীকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করেন। তদন্ত কর্মকর্তা শোন এরেস্ট দেখিয়ে গাড়ী চোরের হোতা জাকিরকে রিমান্ডে এনে তার কাছে পিবিআই কর্মকর্তা শাকিল ও মাজহারুল ইসলামের ক্রয়করা ৪টি হায়েচ গাড়ী ফেরত চান। গাড়ী দিতে না পারায় জাকিরের কাছে গাড়ীর টাকা ফেরত চান। রাত ৩ টার সময় জাকির ঢাকা নিউমার্কেটের দোকান বিক্রয় করে ৬০ লাখ টাকা তুলে দেয় বিতর্কিত উপ-পরিদর্শক শাকিল ও মাজহারুল ইসলামের হাতে। বাকী টাকার জন্য পেশার দিলে জাকির বলে আমার মুগদার গ্যারেজে ২টি হায়েচ গাড়ী আছে তা আপনারা নিয়ে আসেন। রাতেই উপ-পরিদর্শক শাকিল ও মাজহারুল ইসলাম মুগদা গিয়ে গাড়ী ২টি উদ্ধার করে উপ-পরিদর্শক শাকিলের সাহেবপাড়া বাসার পাশে একটি গ্যারেজে রাখেন। পরে গাড়ী ২টির একটি সিইডির এডিসনাল এসপি’র স্ত্রী কাগজ দেখিয়ে নিয়ে নেন। অপর গাড়ীটি নারায়ণগঞ্জ আদালতে জব্দ দেখায়। আদালত থেকে উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম গাড়ীটি নিয়ে আসেন। উপ-পরিদর্শক শাকিল ও মাজহারুল ইসলামের বিরুদ্ধে কেহ অভিযোগ করলে অভিযোগকারীদের বাসা থেকে তুলে এনে বিভিন্ন ভাবে ভয়ভিতি দেখান বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে বিতর্কিত দু’দারোগা রূপগঞ্জ থানা এলাকার কোন জমির মামলা পেলেই বাদী ও বিবাদীর নিকট থেকে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। বিতকৃত উপ-পরিদর্শক শাকিল ও মাজহারুল ইসলাম দীর্ঘ ৩বছর ধরে নারায়ণগঞ্জ পিবিআই অফিসে কর্মরত আছেন। তাদের অত্যাচারে নারায়ণগঞ্জ পিবিআই অফিসের অনেক অফিসারা এখান থেকে বদলী হয়ে অন্যস্থানে চলে যান বলে জানা যায়। এসব অভিযোগ বিষয়ে জানতে চাইলে উপ-পরিদর্শক শাকিল হোসেন বলেন, এনিয়ে তদন্ত চলছে। তাই কথা বলা উচিত হবেনা। এসব বিষয়ে জানতে উপ-পরিদর্শক মাজহারুল ইসলামের মোবাইলে একাদিকবার ফোন বাজলেও তিনি তা রিসিভ করেননি। নারায়ণগঞ্জ পিবিআই এর পুলিশ সুপার মনিরুল ইসলাম দুটি অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবেনা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯