আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | সকাল ৬:৪৮

সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষকে ঘায়েল করতে সন্ত্রাসীদের নয়া কৌশল

ডান্ডিবার্তা | ২৯ অক্টোবর, ২০২৩ | ৩:০৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমেনা বেগম (৬৮) নামে এক নারীর পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। ইতিপূর্বে এই বিরোধের কারণে অসংখ্য বার রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ওই বাহিনীর বিরুদ্ধে হয়েছে একাধিক মামলা মোকদ্দমা। তবুও থেমে নেই ওই সন্ত্রাসীদের অপতৎপরতা। প্রতিপক্ষকে ঘায়েল করতে অভিনব কৌশলে শুরু করেছে অপপ্রচার। তারই সূত্র ধরে গত শুক্রবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলো, সিদ্ধিরগঞ্জের নাসিক ৭ নম্বর ওয়ার্ডের প্রয়াত বিএনপি নেতা হুমায়ুন কবিরের ছেলে মুন্না (৪২), রাজু (৪০), সিমান্ত (৩২), একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রনি (৪৫), আল-আমীন (৪০) এবং মিজমিজি পাগলাবাড়ি এলাকার মৃত সুন্দর আলীর ছেলে শরীফ (৪০)। অভিযোগ সুত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের কদমতলী গ্যাস লাইন এলাকায় ভুক্তভোগী নারী আমেনা বেগমের একটি বসতবাড়ি নিয়ে দীর্ঘদিন যাবৎ অভিযুক্তদের সাথে বিরোধ চলে আসছে। তারই জের ধরে গত বুধবার বিকাল ৫ টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার বসবাসরত বাড়িতে যান। সেখানে গিয়ে তারা ওই নারীকে অকথ্য ভাষায় গালমন্দ করে হুমকি-ধমকি প্রদান করে। একপর্যায়ে গালমন্দ করতে নিষেধ করলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে তারা চলে যান। এ ঘটনার একদিন পরেই গত বৃহস্পতিবার রাতে তার ছেলে আমিনুল হক টুটুলকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে এবং বর্তমান সরকারের চোখে কালার করার লক্ষ্যে জাতীয়তাবাদী দল বিএনপির নামে পোস্টার টাঙিয়েছেন। ওই পোস্টারগুলোতে লেখা ছিলো ২৮ অক্টোবরে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবির এক দফার কর্মসূচিতে যোগ দিন। অথচ তার ছেলে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত না বলেও তিনি জানান। এ বিষয়ে ওই নারীর ছেলে আমিনুল হক টুটুল জানান, আমার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে কদমতলী এলাকার সন্ত্রাসী সজুর সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। গত কয়েকদিন আগে আমি একটি গণমাধ্যমে নির্যাতনের শিকার হয়ে সাক্ষাৎকার দেওয়ার পর থেকেই বিভিন্নভাবে আমাকে হুমকি দেয়া হচ্ছে। আজ সরাসরি সজুর ভাইয়েরা এবং তার কয়েকজন সহযোগী আমার বাসায় এসে আমাকে হত্যার হুমকি দিয়ে গেছেন। তারা আমার ছবি ব্যবহার করে বিএনপির ব্যানার তৈরি করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চাই। এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান জানান, একজন বৃদ্ধ মহিলা এসে অভিযোগ করেছেন। এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার বক্তারকান্দি টু নয়াকান্দি হাইস্কুলগামী ইটের রাস্তা সংলগ্ন বালুর মাঠ (এসিএ ফাইবার গ্লাস শো-রুমের পিছনে) এলাকায় অভিযান চালিয়ে কদমতলী এলাকার ত্রাস, কিশোর গ্যাং লিডার, মাদক সম্্রাট ও ভয়ঙ্কর সন্ত্রাসী তানজিম কবির সজিব ওরফে সজুকে ম্যাগজিনসহ একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন থানায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে বলে পুলিশের একটি সূত্র জানায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা