আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৩

ঢাকায় সমাবেশকে ঘিরে না’গঞ্জে যাগ্রীদের ভোগান্তি

ডান্ডিবার্তা | ২৯ অক্টোবর, ২০২৩ | ৩:৩৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেছেন, আমরা খবর পেয়েছি ঢাকা নারায়ণগঞ্জের ট্রেন লাইনের ওপরে বিস্ফোরক রয়েছে। আমরা সেটার সত্যতা যাচাইয়ের জন্য তল্লাশী করে ঘটনার সত্যতা পাইনি। গতকাল শনিবার ঢাকায় বিএনপির ও আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে ঢাকার প্রবেশপথ সাইনবোর্ড এলাকায় পুলিশের চেকপোস্ট পরিদর্শন শেষে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, কেউ যেন ঢাকায় বিস্ফোরক নিয়ে প্রবেশ বা নাশকতা ঘটতে পারে এমন দ্রব্যাদি নিয়ে প্রবেশ করতে না পারে সেটা নিশ্চিতের জন্য আমরা ধারাবাহিক ভাবে কাজ করছি। তিনি বলেন, এটি আমাদের নিয়মিত চেকপোস্টের একটা অংশ। এটা আগের চেয়ে কিছুটা বেড়েছে। কারণ আপনারা জানেন আজ ঢাকায় দুটি দলের সমাবেশ। এই সমাবেশকে ঘিরে কেউ যেন কোন নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। আমরা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য এটি করছি। তিনি আরো বলেন, সাধারণ মানুষের ভোগান্তির কোন খবর আমাদের কাছে আসেনি। এখন পর্যন্ত আমাদের চেকপোস্টে কোন আটকের ঘটনা ঘটেনি। এদিকে ঢাকায় বেশ কয়েকটি রাজনৈতিক দলের সমাবেশ কেন্দ্র করে ভোগান্তি পোহাতে দেখা যাচ্ছে সাধারণ জনসাধারণকে। বেলা বাড়তে থাকার সাথে সাথে গণপরিবহন চলাচল কমতে থাকায় গন্তব্যে যেতে বেগ পেতে হচ্ছে অনেককেই। অনেকেই নিরুপায় হয়ে পায়ে হেটে গন্তব্যে যাচ্ছেন। সকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে প্রচ- রোদে দুই মাসের শিশু জান্নাতুলকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেলো দুই নারী ও এক পুরুষকে। কাছে যেতেই হেনা নামের এক নারী জানালেন, অসুস্থ ভাইকে দেখতে চাষাঢ়া থেকে গাজীপুরের উদ্দেশ্যে যাচ্ছেন তিনি। সাথে পুত্র, পুত্রবধূ, নাতি ও দুই মাসের নাতনী রয়েছে। চাষাঢ়াতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো গণপরিবহন না পেয়ে এক পিকআপচালককে অনুরোধ করেন সাইনবোর্ড নিয়ে যেতে। ৬০ টাকার বিনিময়ে তাদেরকে সাইনবোর্ড নামান চালক। কিন্তু গাজীপুর বা কমলাপুরগামী কোনো গাড়ি পাচ্ছেন না তারা। ফলে শিশুদের নিয়েই অপেক্ষা করতে হচ্ছে। ফতুল্লা থানা ও ডিএমপি পুলিশ সাইনবোর্ডে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে। রাস্তায় টহল দিচ্ছে সাঁজোয়া যান। ভোর থেকে সকাল ১০টা ৪৫টা মিনিট পর্যন্ত কোনোপ্রকার মিছিল চোখে পড়েনি। সাইদুর রহমান নামের এক যাত্রী বলেন, ‘সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি যাবো। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকেও গাড়ি পাচ্ছি না।’ গণপরিবহন না পেয়ে অনেককেই বাড়তি ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যস্থলের উদ্দেশ্যে যেতে দেখা গেছে। এদিকে সাইনবোর্ডে সাদা পোশাকধারী পুলিশ সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। অপর দিকে নারায়ণগঞ্জে পুলিশি অভিযান চালিয়ে গত ১২ ঘন্টায় বিএনপি ও জামায়াতের আরও ৪৪ জনকে গ্রেপ্তার করেছে বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা। গত শুক্রবার বিকেল থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে আটকদের বিস্ফোরক আইন ও নাশকতার অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মধ্যে আছেন- বন্দরের মদনপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি আসলাম আহমেদ, নাসিক ৮নং ওয়ার্ড বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক কাজী গোলাম কাদের, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি গাজী সেলিম, কাঞ্চন পৌর যুবদল ২নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আজিম মিয়া, ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. মোগল মিয়া, রূপগঞ্জের কায়তেপাড়া ৭নং ওয়ার্ড ছাত্রদল নেতা মো. নিবিড়, ছাত্রদল নেতা মো. সাদ্দাম হোসেন, রূপগঞ্জ কাঞ্চন পৌর ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোগল মিয়া, কাশিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মইনুল হোসেন রতন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক মাহমুদ সুমন, কাশিপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মুন্সি, সোনারগাঁ জামপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিল্টন মিয়া, সোনারগাঁ সনমান্দী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন সিকদার, রূপগঞ্জের মুড়াপারা ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন ও সহসভাপতি সামসুল ইসলাম, রূপগঞ্জ চনপাড়া ৮নং ওয়ার্ডের যুবদল কর্মী নুর হোসেন, সোনারগাঁও সাদীপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি কর্মী মো. আরিফ, সোনারগাঁও জামপুর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিল্টন সহ অনেকে। এদিকে রাজধানীর প্রবেশমুখে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক এবং ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়কটিতে সাতটি তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছে বলে জানান চাইলাউ মারমা। এছাড়া শহরের চাষাঢ়াতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের প্রবেশমুখে পুলিশি তল্লাশি দেখা গেছে। এসব তল্লাশিচৌকিতে ঢাকামুখী যাত্রীবাহী ও ব্যক্তিগত যানবাহনে তল্লাশি করছে পুলিশ। যাত্রীদের পড়তে হচ্ছে জেরার মুখে। তাদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে, দেখতে চাওয়া হচ্ছে পরিচয়পত্র। কী উদ্দেশ্যে ঢাকা যাচ্ছেন এবং কোথা থেকে এসেছেন তাও জানতে চাইছে পুলিশ। রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে জেলাজুড়ে ৩ শতাধিক পুলিশ মোতায়েনের কথা জানান ওই পুলিশ কর্মকর্তা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা