আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | সকাল ৬:৩৩

সিদ্ধিরগঞ্জে ডিএনডি খালের ওপর কাঠের পুলটি পানিতে ডুবে থাকায় দুর্ভোগ চরমে

ডান্ডিবার্তা | ৩০ অক্টোবর, ২০২৩ | ১০:২৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জে ডিএনডি খালের ওপর নড়বড়ে কাঠেরপুলটি দীর্ঘ ৫ মাস ধরে পানিতে ডুবে থাকায় প্রতিদিন হাজার পথচারীকে এই কাঠেরপুল পারাপার করতে গিয়ে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। গতকাল বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় জরাজীর্ণ এ পুলটির বেশীরভাগই পানিতে ডুবে রয়েছে। সেই জুন মাসের বৃষ্টির সময় কাঠেরপুলটি পানিতে ডুবে যায়। ডিএনডি খালের পানি অন্যত্র সরানোরও কোন ব্যবস্থা না থাকায় স্থায়ী জলাবদ্ধতার কারণেএই কাঠেরপুলটি ডুবে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আদমজী ইপিজেডসহ আশপাশের পোষাক কারখানার হাজার হাজার শ্রমিকসহ সাধারন মানুষ এই পুলটি পারাপার করে কর্মস্থলে যায় জীবনের ঝুঁকি নিয়ে। যেকোন সময় পুরানো এই কাঠেরপুলটি ভেঙ্গে প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটনার আশংকা করছেন স্থানীয়রা। নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ৫ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র এবং ১ নং ওয়ার্ডের উত্তরকদমতলীর মধ্যে এই কাঠেরপুলটি। আদমজী ইপিজেডে কর্মরত শ্রমিক রেবেকো, নাসরিন, আয়শা আক্তার মনি বলেন, আমরা প্রতিদিন সকাল ৭ টার এই কাঠেরপুল পারাপার করে আদমজী ইপিজেডে চাকরী করতে যাই, পুলটি পানিতে ডুবে থাকায় এবং জরাজীর্ণ পুলটি পারাপার হচ্ছি অত্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে। রাশেদ, মোঃ আবুল কালাম, এবং মোঃ বশির উদ্দিন বলেন, পোষাক কারখানা ছুটির পরে রাত ৮টার পরে এই কাঠেরপুল পারাপার করতে গিয়ে শ্রমিকরা উৎকণ্ঠার মধ্যে থাকে। মজিববাগ, উত্তরকদমতলী ও আলামিননগর থেকে প্রতিদিন এই কাঠেরপুল পার হয়ে ছোট ছোট ছেলেমেয়েরা সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রসায় আসছে জীবনের ঝুঁকি নিয়ে। স্কুল পড়–য়া ছাত্র মোঃ রিফাত হোসেন, সামিনা, মোঃ সাইফুল ইসলাম বলেন, আমরা প্রতিদিন কাঠেরপুলের পানি ভেঙ্গে স্কুল ও মাদ্রাসায় আসা যাওয়া করছি অত্যন্ত ভয়ে ভয়ে। তারা আরও বলন, কাঠের পুলে উঠার সাথে সাথে পুলটি ও দুলতে থাকে এতে ভয় আরও বেড়ে যায়। পোষাককর্মী রাজিয়া সুলতানা বলেন, আমার মতো অনেক মানুষ রয়েছেন যারা সাতার কাটতে জানেননা , কাঠেরপুলটি পারাপারের সময় যদি পুলটি ভেঙ্গে পানিে তলিয়ে যায় তবে মৃত্যু ছাড়া কোন উপায় নেই বলে চরম ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় জনপ্রতিনিধিদের উপর। স্থানীয় কাউন্সিলর মিজানুর রহমান রিপন বলেন, বিকল্প পথ হিসেবে আদমজী ইপিজেডের সামনে পাকাপুল রয়েছে। এই কাঠের পুল সংস্কার করা সহসাই হচ্ছেনা বলে ওই কাউন্সিলর জানিয়েছেন। নাসিক ৫ ন ও ১ নং ওয়ার্ডের বাসিন্দারা অবিলম্বে জনস্বার্থে এই জরাজীর্ণ কাঠেরপুলটি সংস্কার করার জন্য দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধির কাছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা