আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | সকাল ৯:১৯

বিএনপি নৈরাজ্য সৃষ্টি করতে চায়-স্বরাষ্ট্রমন্ত্রী

ডান্ডিবার্তা | ৩০ অক্টোবর, ২০২৩ | ১০:৩৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পৃথিবীর কোথাও প্রধান বিচারপতির বাড়িতে হামলার নজির নেই। আমাদের ১শ পুলিশ আহত হয়েছে। বৃষ্টির মত ঢিল ছুঁড়েছে বিএনপি নেতাকর্মীরা। ব্যাগে করে ঢিল ও ককটেল নিয়ে এসেছিল। সেখানে ঢিলে আহত এক পুলিশ সদস্যকে ওদের এক ছাত্রদল নেতা পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। আমাদের আরেকজন পুলিশ সদস্য মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রোববার (২৯ অক্টোবর) বিকেলের নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারার একটি বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের শান্তির সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। সমাবেশের সভাপতিত্ব করেন আড়াইহাজারের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। তিনি আরও বলেন, গতকাল তারা শান্তিপূর্ণ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। সারাদেশ থেকে বিএনপি নেতাকর্মীদের তারা নিয়ে আসল। আমরা বলেছিলাম মাঠে যান, যায়নি। ভেবেছিলাম ওরা শান্তিপূর্ণ কর্মসূচি করবে। কিন্তু কি দেখলাম। আমাদের শান্তির সমাবেশে মানুষ গুনে শেষ করা যায়নি। এত মানুষ ছিল সেখানে। আমার নির্বাচনী এলাকা দিয়েই তারা সমাবেশে যাচ্ছিল, প্রধান বিচাপতির বাসভবনের সামনে। সেখানে ওরা আমাদের একটি গাড়ি পুড়িয়ে দিল। পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশের সাথে ধ্বস্তাধস্তি। পরে প্রধান বিচারপতির বাসভবনেও ওরা হামলা করে। ইসরায়েলে দেখেছি হাসপাতালে আক্রমণ করতে। একইভাবে ওরা হাসপাতালে আক্রমণ করেছে। মারপিট করেছে ভাংচুর করেছে। আমরা দেখলাম গাড়িতে অগ্নিসংযোগ। পুলিশ নাইটেঙ্গেলের মোড় থেকে আর সামনে এগিয়ে যায়নি। এ ধরনের ষড়যন্ত্র করে বিদেশি বন্ধুদের নিয়ে ওরা এ ধরণের ঘটনা ঘটাতে চাচ্ছে। ওরা নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আমেরিকার এক ব্যাক্তি সে নাকি আমেরিকার রাষ্ট্রপতির বন্ধু। তাকে নিয়ে এসেছে। এই যে নৈরাজ্য এগুলো ওরা সবসময় করে আসছে। মন্ত্রী বলেন, আপনাদের ভয় নেই। আপনাদের নজরুল ইসলাম বাবুর মত নেতা আছে। তিনি আমাদের অহংকার। আমি অনেক তথ্য নিয়ে এসেছিলাম। সারা বাংলাদেশের আজ একই অবস্থা। আমি নেত্রকোণায় গিয়েও দেখেছি জনতার ঢল। ছাতা মাথায় নিয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের খবর শুনতে এসেছেন। শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা