আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | সকাল ৭:০৪

আগুন সন্ত্রাসের দায় বিএনপির-স্বরাষ্ট্র মন্ত্রী

ডান্ডিবার্তা | ৩০ অক্টোবর, ২০২৩ | ১১:০০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট গতকাল ঢাকায় মহাসমাবেশ চলাকালে বিএনপির আগুন সন্ত্রাস, মানুষের জানমালের ক্ষতি ও বিশৃংখলার দায় দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে রবিবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা বিএনপি আয়োজিত শান্তি সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি ২০১৪ সালের মতো আবার আগুন সন্ত্রাসে নেমেছে। গতকাল ছাত্রদল নিজেরাই একটা ঘটনা ঘটিয়ে আজকে তারা হরতাল ডেকেছে। আজকে ডেমরায় তারা গাড়ি পুঁড়িয়েছে। গতকাল ঢাকায় মহাসমাবেশ চলাকালে তারা প্রধান বিচারপতির বাড়িতে হামলাসহ গাড়িতে আগুন, পুলিশ হত্যা ও সাংবাদিকদেরও মেরেছে। এর দায় তাদের কেন্দ্রীয় নেতাদেরই নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এসব সন্ত্রাসি কর্মকান্ডে জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং অচিরেই তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সংবাদ সম্মেলন করা ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, দেশটির দূতাবাস থেকে তার দেয়া পরিচয় অস্বীকার করা হয়েছে। ইতিমধ্যে সে বাংলাদেশী বংশোদ্ভূত বলে শনাক্ত হয়েছে। তার ব্যাপারে তদন্ত করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামীলী সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো: বাদলসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা