আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৫৩

না’গঞ্জে হরতাল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ

ডান্ডিবার্তা | ৩০ অক্টোবর, ২০২৩ | ১১:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা মাঠে নামলে পুলিশের সঙ্গে দফায় দফায় বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। বিক্ষিপ্ত নেতাকর্মীরা গাড়ি ভাংচুর রাস্তায় অগ্নিসংযোগসহ ইটপাটকে নিক্ষেপ করেছে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এতে যুবদলের তিন কর্মী গুলিবিদ্ধ ও প্রায় অর্ধংশত আহত হয়। গতকাল রোববার সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- মহানগর যুবদলের ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমাদের শান্তিপূর্ণ হরতালের কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে গুলি করেছে। এসময় তিনজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছে। এসময় পুলিশ হরতাল সমর্থনে মিছিলে থাকা ৫ জনকে আটক করে। হরতালে ফাঁকা মহাসড়ক-বিএনপির ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কে চোখে পড়েনি তেমন কোনো যানবাহন। মাঝে মধ্যে দুয়েকটি বাস চললেও সংখ্যায় তা খুবই কম। সকাল থেকেই নেই তেমন যাত্রীও। সকাল থেকে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রয়েছে একেবারে ফাঁকা। এর মধ্যে বিভিন্ন পয়েন্টে পুলিশ, র‌্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান রয়েছে। সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হরতাল সমর্থনে মিছিল করে সেখান থেকে আটকও হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এদিকে সকাল থেকে অজানা শঙ্কায় তেমন একটা যাত্রীর দেখাও পাওয়া যায়নি। নেই ব্যক্তিগত যানবাহনও। সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাফিক ক্যাম্পের পরিদর্শক (টিআই) শরফুদ্দিন জানান, সকাল থেকে ফাঁকা রয়েছে মহাসড়ক। এর মধ্যে যানবাহন, যাত্রীও নেই তেমন। তবে এখন পর্যন্ত মহাসড়কে কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। চাষাঢ়ায় বিএনপির পিকেটিং ও পুলিশের গুলি-শহরের চাষাঢ়ায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থনকারী বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ওই সময়ে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে। বিএনপি নেতাকর্মীদের দাবী, এতে মহানগর যুবদলের তিনজন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া গণতন্ত্র মঞ্চের একটি মিছিলে বাধা দেয় পুলিশ। ওই সময়ে মঞ্চের ব্যানার কেড়ে নেওয়া হয়। সকাল সাড়ে ৭টা হতে বিএনপি ও মহানগর যুবদলের নেতাকর্মীরা চাষাঢ়া বালুরমাঠ এলাকাতে জড়ো হওয়ার চেষ্টা করে। ওই সময়ে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে বিএনপির লোকজন ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশও পাল্টা অ্যাকশনে যায়। প্রায় আধাঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রন আসে। মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ জানান, ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল নামে তাদের তিনজন কর্মী গুলিবিদ্ধ ও আরো অন্তত ১০ জন আহত হয়েছে। সদর মডেল থানার ওনি আনিচুর রহমান জানান, কয়েকজন মিলে বালুরমাঠ এলাকাতে বিশৃঙ্খলা করার চেষ্টা করে। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। পরে পুলিশ কঠোর অবস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নারায়ণগঞ্জে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ-জেলায় হরতালের সমর্থনে বের হওয়া বিএনপির মিছিল থেকে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সকাল পৌনে ১১টায় শহরের চাষাঢ়া রামকৃষ্ণ মিশনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় বাসে আগুন ধরিয়ে দিলে বাসের ছয়টি সিট পুড়ে যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পৌনে ১১টার দিকে রামকৃষ্ণ মিশনের পাশের গলি থেকে হরতালের সমর্থনে মহানগর বিএনপির একটি মিছিল বের হয়। মিছিল থেকে উৎসব পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১০-৬৬০৭) থামিয়ে যাত্রী নামিয়ে ভাঙচুর করা হয় এবং চলতে নিষেধ করা হয়। এ সময় বাসের চালক তর্ক করলে বাসে অগ্নিসংযোগ করে বিএনপি কর্মীরা। এতে বাসের ছয়টি সিট আগুনে ভস্মীভূত হয়। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু জানান, আমাদের শান্তিপূর্ণ মিছিল শেষে আমরা চলে আসার পর অজ্ঞাতরা আগুন দেয়। আমরা শুধু বাসটি চলতে নিষেধ করেছি। কথা না শোনায় স্থানীয় মানুষ হরতালের পক্ষে বাসে ঢিল ছুঁড়েছে। বাসের চালক নিয়াজুল জানান, আমি বাস চালিয়ে আসার সময়ে যাত্রীরা হরতালের মিছিল দেখে নেমে যেতে যেতেই আমার বাসে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে হরতালকারীরা। এ সময় বাসে আগুন ধরিয়ে দিলে ছয়টি সিট পুড়ে যায়। এ সময় স্থানীয়রা আগুন নেভায়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, সকাল থেকে বিভিন্ন স্থানে তারা (বিএনপির নেতাকর্মীরা) নাশকতার চেষ্টা করছে। এখন বাসে আগুন দিয়েছে। আমরা দ্রুত সেখানে যেতে যেতে আমাদের দেখে দৌড়ে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়। স্থানীয়রা বাসের আগুন নিয়ন্ত্রণে এনেছে। লিংক রোডে রিজভীর নেতৃত্বে মিছিল-ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের ফতুল্লার ভুইগড়ে হরতালের সমর্থনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকাল সাড়ে ৯ টায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, সাধারণ সম্পাদক জোবায়ের জিকু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহউদ্দিন সালু, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ভুঁইয়্সাহ শতাধিক নেতাকর্মী। এদিকে মিছিল শুরু করে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন বিএনপি নেতাকর্মীরা। এসময় সড়কে টায়ারে অগ্নিসংযোগ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে পুলিশ আসার আগেই নেতাকর্মীরা চলে যান। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ছাত্রদলের মিছিলে পুলিশের ধাওয়া-শহরের মিশনপাড়া এলাকায় হরতাল সমর্থলে মিছিল বের করেছেন মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন তারা। সকাল ৯টার দিকে শহরের মিশনপাড়া এলাকায় মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাইদ ইসতিয়াকের নেতৃত্বে এ মিছিল বের হয়। এদিকে মিছিলের খবর পেয়ে পুলিশ ধাওয়া দিলে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদে ইট-পাটকেল ছুড়ে ও সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেন। এ সময় ছাত্রদলের সম্পাদক রাইদ গুলিবিদ্ধ হন। মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান বলেন, আমাদের সাধারণ সম্পাদক রাইদ ইসতিয়াকের নেতৃত্বে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ধাওয়া দিয়েছে ও গুলি করেছে। রাইদ গুলিবিদ্ধ হয়েছেন। জামায়াতের ঝটিকা মিছিল-নারায়ণগঞ্জে হরতাল সমর্থনে ঝটিকা মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল সাড়ে ৭টার দিকে শহরের কালিরবাজার এলাকায় ৩০ জনের একটি ঝটিকা মিছিল শেষে দ্রুত চলে যান তারা। মিছিলে নারায়ে তাকবির আল্লাহু আকবরসহ নানা স্লোগান দেন তারা। সাইনবোর্ড থেকে কাউন্সিলরসহ আটক ৭-হরতাল সমর্থনে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির মিছিল থেকে সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ সাতজনকে আটক করেছে পুলিশ। ভোরে সাইনবোর্ডে মহাসড়কে হরতাল সমর্থনে মিছিল বের করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি। এ সময় মিছিলের নেতৃত্বে ছিলেন থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল। আটক অন্যদের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি নেতা ফারুক, মোক্তার, জহিরের নাম জানা গেছে। ১৬ জন নেতাকর্মীর মিছিলটি সাইনবোর্ড এলাকায় শুরু হলে সেখানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ফতুল্লা থানা পুলিশ গিয়ে বাধা দেয় এবং সেখান থেকে সাতজনকে আটক করে। এর মধ্যে ইকবালের ব্যক্তিগত গাড়িচালকও রয়েছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, আমরা হরতাল সমর্থনে শান্তিপূর্ণ মিছিল বের করলে সেখান থেকে আমাদের একজন কাউন্সিলরসহ সাতজন নেতা-কর্মীকে ধরে নিয়ে গেছে পুলিশ। জেলাজুড়ে আমাদের কর্মসূচি অব্যাহত আছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, মহাসড়কে নাশকতার চেষ্টা করলে আমরা সাতজনকে আটক করেছি। এর মধ্যে কাউন্সিলর ইকবাল পুরাতন মামলায় ওয়ারেন্টভুক্ত ছিলেন। জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেছেন, বর্তমানে যে পরিস্থিতি তাতে শঙ্কা নেই তা বলতে পারি। তবে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ওরা বিক্ষিপ্তভাবে আক্রমণ করতে পারে। গতকাল ওরা হঠাৎ আক্রমণ করে পুলিশের একজন সদস্যকে হত্যা করেছে। সকাল ১০টায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের পরিস্থিতি নিয়ে শহরের চাষাঢ়া মোড়ে সাংবাদিকদের একথা জানান এসপি। গোলাম মোস্তফা রাসেল বলেন, সকাল থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে আগুন জ্বালিয়ে গাড়ি ভাঙচুর করে নৈরাজ্য সৃষ্টি করতে চেষ্টা করেছে। পুলিশ নিজের কাজ করতে এগিয়ে গেলে ওরা পুলিশের ওপরও হামলা করে। পরবর্তীতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, পিকেটিং ও জ্বালাও পোড়াওয়ের সঙ্গে সম্পৃক্ত মোট তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজন কাউন্সিলর রয়েছেন। বাকিদের পরিচয় আপাতত জানা যায়নি। পরবর্তীতে জানাতে পারব। এসপি আরও বলেন, আমরা ধ্বংসাত্মক কার্যকালাপ কোথাও দেখলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেব। সকালে আমাদের পুলিশের একজন সদস্য বিএনপি কর্মীদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন। এছাড়া তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা