
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে বিএনপি-জামাতের সহিংসতা রোধে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগি সংগঠনগুলি। গত শনিবার পল্টনে ও গত রবিবারের হরতালে যে ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে তাতে নিন্দা জানিয়েছে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। তারা মাঠে রয়েছে যাতে আর কোন সহিংসতা না ঘটাতে পারে বিএনপি-জামাত এ জন্য তারা মাঠে থাকবে সারাক্ষন এসনই অভিমত ব্যক্ত করেছেন আওয়ামীলীগের একাধিক নেতা। বন্দরে আওয়ামীলীগের শান্তির সমাবেশে বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমএ রশিদ বলেছেন, আওয়ামীলীগের মধ্যে হাইব্রিডরা দলের জন্য ক্ষতিকর। তারা দলের মধ্যে প্রবেশ করে দলকে বদনাম করার জন্য বিভিন্ন ধরনের ঘটনা ঘটাতে পারে। তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে। পুলিশ নাশকতার অভিযোগে বন্দর থেকে ৭জনকে গ্রেফতার করে। আর তাদের ছাড়াতে নাকি বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. তাজুল ইসলাম, বন্দর থানা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ফয়সাল কবীর, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুজন ও ২০নং ওয়ার্ড জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার বন্দর থানায় ছুটে আসেন। পরে সকাল থেকে দুপুর পর্যন্ত গ্রেপ্তারকৃতদের থানায় থেকে ছাড়িয়ে নেয়ার তদবীর চালানোর বিষয়চি সাংগঠনিক ভাবে দেখা হবে। সাধরন মানুষ জানে ২০০১ সাল থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি জামায়েত চত্রু কিভাবে দেশে অগ্নি সন্ত্রাসের মাধ্যমে যে তান্ডব নীলা চালিয়েছে। বিএনপি ও জামাত দেশে তান্ডব লীলা চালিয়ে পুলিশ হত্যা করে যে ভাবে উল্লাস প্রকাশ করেছে অন্য কোন দল তা করতে পারেনি। বিএনপি জামায়েত জ¦ালাওপোড়াও করে ক্ষমতায় আসতে চায়। আরমা তা প্রতিহত করব। যুবলীগ নেতা এসআই জুয়েল বলেন, আমরা কোন অবস্থাতেই বন্দরে জ্বালাও পোড়াও করতে দেবনা। আমরা যুবলীগ সংগঠিত আছি। আমরা সহিংসতা প্রতিরোধে সকল ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত আছি। ছাত্রলীগ নেতা ওয়াহিদুজ্জামান অহিদ বলেন, আমাদের নেতাকর্মীরা হরতালের সময় সড়ক পাহাড়া দেয়ার ফলে মদনপুরে কোন ঘটনা ঘটাতে পারেনি বিএনপি-জামাত। আমরা কোন প্রকার ণামকতা করতে দেব না। আমরা বন্দর বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সুরক্ষিত রাখার চেষ্টা করেছি সমানেও যোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামীলীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আওয়ামীলীগের নেতাকর্মীদের বলবো মাথা ঠান্ডা করে প্রত্যেকটা পরিস্থিতি মোকাবিলা করতে হবে। পরিস্থিতি ঘোলাটে করা যাবে না। সাধারণ মানুষের কাছে যেতে হবে। তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করতে হবে। শেখ হাসিনার পদক্ষেপগুলো তুলে ধরতে হবে। এমন কোনো সেক্টর নাই যেখানে আমাদের সরকার কাজ করে নাই। আমরা সব নেতাকর্মীরা দলীয় নেত্রী যে নির্দেশন দেয় দল যে নির্দেশ দেয় সেই নির্দেশ মোতাবেক একসঙ্গে কাজ করবো। এই ক্রান্তিলগ্নে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠন একসঙ্গে কর্মসূচি দেবে। আইভী বলেন, শুধু দেশবাসী নয় সারা পৃথিবী দেখেছে শনিবারের নৈরাজ্যের ঘটনা। আমাদের দেশে এ মুহূর্তে দেশি বিদেশি ষড়যন্ত্রে আওয়ামী লীগ আক্রান্ত। প্রতি পাঁচ বছর পর যখনই নির্বাচন আসে তখনই একটি গোষ্ঠী দেশ এবং দেশের বাইরে ষড়যন্ত্রে লিপ্ত হয়, কীভাবে আওয়ামী লীগকে হঠানো যায়। কিন্তু সারা বাংলায় ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে আমার মনে হয় না কোনো দল এটা করতে পেরেছে। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেছেন, বিএনপি জানে নির্বাচনে জিততে পারবে না। তাই ওরা একটি তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনতে চায়। শামীম ওসমান নেত্রীকে বলেছেন, নারায়ণগঞ্জ হল দ্বিতীয় গোপালগঞ্জ। এখানে কোন অপশক্তি থাকতে পারবে না। সকল অপশক্তিকে মোকাবেলা করতে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯