আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | রাত ৩:২১

গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে বিএনপি

ডান্ডিবার্তা | ৩১ অক্টোবর, ২০২৩ | ৯:৩৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট গত শনিবারে নয়ংা পল্টনে বিএনপির মহাসমাবেশ ও গত রবিবার হরতালে সহিংসতায় বিভিন্ন থানায় মামলা হয়েছে। এ মামলায় গ্রেফতার হওয়ার ভয়ে আত্মগোপনে গিয়েছে বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘ দেড় যুগের ও বেশি সময় ধরে ক্ষমতার বাহিরে দেশের সবচাইতে বড় বিরোধী দল বিএনপি। কিন্তু গত বছর থেকেই বিভিন্ন ইস্যুতে বিএনপি’র কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ। সমাবেশে হচ্ছে ব্যাপক জনসমাগম। প্রায় কর্মসূচিতে বাধা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় নেতাকর্মীরা। চালানো হচ্ছে হামলা। ডাকা হচ্ছে পাল্টা সমাবেশ। সংঘর্ষের ঘটনা ঘটেছে বিভিন্ন স্থানে। এসব ঘটনায় মামলা করেছে পুলিশ। আর বেশির ভাগ মামলার আসামি করা হয়েছে বিএনপি’র নেতাকর্মীরা। বর্তমানে সরকার পতনের ১ দফা দাবিতে বিএনপি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর গত শনিবার মহাসমাবেশ করতে গিয়ে সহিংসতার ঘটনা ঘটে। ঢাকার মহাসমাবেশে সংঘাতের পর গ্রেফতার আতঙ্ক দিয়ে যাচ্ছে বিএনপি এমনটাই দাবি করছেন নেতাকর্মীরা। মহাসমাবেশ হরতালে সহিংস ঘটনার পর গ্রেফতার আতঙ্কে ঘর ছাড়া বিএনপির নেতাকর্মীরা। বিএনপির বেশি কিছু নেতাকর্মীর সাথে যোগাযোগ করে খবর পাওয়া গেলো বর্তমানে কেউ নিজস্ব বাস ভবনে বসবাস করতে পারে না। সকলেই ফ্যামিলি থেকে আলাদাভাবে বসবাস করছে। জানা যায়, মহাসমাবেশের আগে নারায়ণগঞ্জ থেকে বিএনপির প্রায় ৭০ জনের মতো নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এমনকি বর্তমানে গত বছরের নানা নাশকতা মামলাগুলোকে আবারো জাগিয়ে তোলা হয়েছে বলে দাবি করছে দলটির নেতৃবৃন্দ। যার কারণে এসব মামলায় গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়েছেন অনেকে। তবে মামলা হামলা হলেও বিএনপির সকল কর্মসূচি সফল করবে বলে বলে জানিয়েছেন দলটির নেতারা। তাদের ভাষ্য, সরকার পতন হওয়ার আগমুহুর্ত পর্যন্ত বিএনপি রাজপথের আন্দোলন বন্ধ করবে না। বর্তমানে আত্মগোপনে থেকে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন জেলা বিএনপি, মহানগর বিএনপি, জেলা যুবদল, মহানগর যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল, মহানগর স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদল, মহানগর ছাত্রদল। এছাড়া আরো সকল নেতৃবৃন্দগণ বর্তমানে এদের থেকে বহু নেতাকর্মী গ্রেফতার হয়েছে কিন্তু সকলের মনোবল এখনো চাঙ্গা। এদিকে ঘর ছাড়া বিএনপির নতুন কোন বিষয় নয় এটা বিগত দিনে ও এই সরকার বিএনপিকে ঘর ছাড়া রেখেছে এবার চূড়ান্ত আন্দোলনের সময়ে ও ঘর ছাড়া রেখেছে কিন্তু নেতাকর্মীরা বলছে, আমরা এই সরকারের পতন নিয়ে যেহেতু মাঠে নেমে ঘর ছাড়া হয়েছি এই সরকারের পতনের মাধ্যমেই আবার নিজ গ্রহে ফিরে আসবো। বিএনপি নেতারা বলছেন, মানুষের ভোটের অধিকার পুনঃউদ্ধার, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়া, নিরপেক্ষ নির্বাচন, সংসদ ভেঙ্গে দেয়া। এসকল দাবি যুক্তিক। কিন্তু কয়েকদিন যাবৎ নেতাকর্মীদের ডিবি পুলিশ দিয়ে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, তারা গায়েবি মামলা দিচ্ছে। প্রশাসনের কাজ হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা। জনগণের যানমাল রক্ষা করা। কিন্তু তারা নিরহ মানুষদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, এটা কোন গণতান্ত্রিক রাষ্ট্রের কাজ না। এই সরকার একটা রাষ্ট্রের প্রশাসন যন্ত্রটাই নষ্ট করে দিচ্ছে। যেখানে গণতান্ত্রিক রাষ্ট্রে মিছিল সমাবেশ করতে প্রশাসন সাহায্য করবে সেখানে তারা বাধা দিচ্ছে, অন্যায় করছে। তৃনমূল নেতারা বলেন, ইতিমধ্যে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে এই পুলিশ গত কয়েকদিনে নারায়ণগঞ্জ থেকে প্রায় ৭০ জনের মতো নেতাকর্মীকে গ্রেফতার করেছে এই পুলিশবাহিনী। যার কারণে বর্তমানে নেতকার্মীরা এল্যাড থেকে আত্মগোপনে থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে। ইতিমধ্যে এই পুলিশের নির্যাতনে কোন বিএনপির নেতাকর্মী নিজগ্রহে থাকতে পারছে না। অনেকে এখন থেকেই ঢাকায় অবস্থান শুরু করে দিয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকায় আমাদের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। অনেক নেতাকর্মীকে পুলিশ রাতের আধারে বাড়ি বাড়ি থেকে গ্রেফতার করেছেন। আমরা সরকারের সকল পাতানো জালকে ছিন্ন করে আন্দালন সফল করেই ঘরে ফিরব।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা