আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | বিকাল ৩:১৯

বিএনপির এমপি প্রার্থীরা নাশকতার মামলায়!

ডান্ডিবার্তা | ৩১ অক্টোবর, ২০২৩ | ১১:২৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনে বিএনপির যেসব নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশি অর্থাৎ এমপি পদে নির্বাচন করতে আগ্রহী সেইসব বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিএনপির এমন দুএকজন নেতা বাদে প্রায় সকল ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সঙ্গে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকেও নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় একটি মামলায় আসামী করা হয়েছে। জানাগেছে, হরতালে বিএনপির বিক্ষোভ মিছিলকে ইস্যু করে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা, রূপগঞ্জ থানা, ফতুল্লা মডেল থানা ও সোনারগাঁ থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এসব মামলায় বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশি নেতাদের আসামী করা হয়। প্রত্যেকটি মামলায় দ-বিধি সহ বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ আনা হয়। এদিকে ফতুল্লা মডেল থানা পুলিশ বাদী হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও নারায়ণগঞ্জের আলোচিত আইনজীবী নেতা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে আসামি করা হয়। একই মামলায় কেন্দ্রীয় বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহামুদুর রহমান সুমনকেও আসামি করা হয়। এদের মধ্যে সদর-বন্দর আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠও গুছিয়ে রেখেছেন সাখাওয়াত হোসেন এবং আড়াইহাজার আসন থেকে মনোনয়ন প্রত্যাশি মাহামুদুর রহমান সুমন। ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন সাখাওয়াত ও মাহামুদুর রহমান সুমন গত নির্বাচনে আড়াইহাজার আসনে প্রাথমিকভাবে দলের মনোনয়ন পান। রূপগঞ্জে ৭৪জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতার মামলা দায়ের করেছে থানা পুলিশ। মামলায় মনোনয়ন প্রত্যাশি কেন্দ্রীয বিএনপির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়াকে আসামি করা হয়েছে। এই মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে আসামি করা হয়েছে। গত নির্বাচনে রূপগঞ্জ আসনে দিপু ভুঁইয়া প্রাথমিকভাবে মনোনিত হোন এবং চূড়ান্তভাবে ধানের শীষ প্রতীকে মনোনিত হোন কাজী মনির। একই দিন আড়াইহাজার থানা পুলিশও একটি মামলা দায়ের করেন। সেই মামলায় কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে আসামি করা হয়। গত নির্বাচনে তিনি আড়াইহাজার আসন থেকে চূড়ান্তভাবে মনোনতি হয়ে নির্বাচন করেছিলেন। এ মামলা থানা বিএনপির সভাপতি ইউসুফ হোসেন ভুঁইয়া ও সাধারণ সম্পাদক জুয়েল হোসেনকেও আসামি করা হয়। আসামি হয়েছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান আব্দু। এ ছাড়াও সোনারগাঁ থানা পুলিশের দায়েরকৃত মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে আসামি করা হয়েছে। তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। গত নির্বাচনে তিনি সোনারগাঁ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। একই মামলায় আড়াইহাজার আসনের একাধিকবারের নির্বাচিত সাবেক এমপি এম আতাউর রহমান আঙ্গুর ও মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়াকেও আসামি করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন ও সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকেও আসামি করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা