আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৫৪

হরতাল নিয়ে বিএনপি’র যে দাবি

ডান্ডিবার্তা | ০১ নভেম্বর, ২০২৩ | ১১:৪৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে বর্তমানে উত্তপ্ত হয়ে উঠেছে সারা দেশের রাজনৈতিক অঙ্গন। গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহা-সমাবেশে পুলিশের সাথে বিএনপির বিশাল সংঘর্ষের ঘটনায় সমাবে স্থগিত হওয়ার পর থেকেই পরিস্থিত মোড় নেয় অন্যদিকে। জানা গেছে, সেই সমাবেশ থেকেই বিএনপির মহা-সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শনিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেন। সেই পরিক্ষেতে গত রবিবার সারাদেশে হরতাল পালিত হয়েছে। সকল জেলার সাথে তাল মিলিয়ে পিছিয়ে ছিলেন না নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গন সকল থেকে ঘিরেই অনেকটা গরম ছিলো জানা গেছে, গত রবিবার সাড়ে ৭টায় শহরের চাষাঢ়া প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে হরতাল সমর্থনকারী মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা চাষাঢ়া বালুরমাঠ এলাকাতে জড়ো হওয়ার চেষ্টা করে। ওই সময়ে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুর হয়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে বিএনপির লোকজন ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশও পাল্টা অ্যাকশনে যায়। প্রায় আধাঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। পরবর্তীতে নেতাকর্মীরা এখন থেকে ছত্রভঙ্গ হয়ে মিশন পাড়া এলাকায় আরেক দফা হরতাল পালন শুরু করে এ সময় পুলিশ সেখানে পৌঁছালে সেখানে তাদের আরেক দফা বাধা দেওয়ার চেষ্টা করলে আবারো দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে বিএনপির নেতাকর্মীরা সাইডে চাপলে ও পুলিশ ও সেখান থেকে চাষাড়ার দিকে যায় পরবর্তীতে আবারো মিশনপাড়ার মোড়ে বিএনপি ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা হরতাল পালনের চেষ্টা করলে তৃতীয় দফায় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ঘটনাস্থল থেকে বিএনপির ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ ও যুবদল ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাদিহ ইস্তিয়াক শিকাদার এই চারজন কর্মী গুলিবিদ্ধ ও আরো অতন্ত ১০ জন আহত হয়েছেন। এছাড়া ও ফতুল্লা থানাধীন নারায়ণগঞ্জের লিংক রোডের জালকুড়ি এলাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহা-সচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে জেলা যুবদলের মশিউর রহমান রনির নেতৃবৃন্দ ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে হরতাল সমর্থনের মিছিল করেন। এক সময় যুগ্ম মহা-সচিব মিছিল সমাপ্ত করলে সেখানে টায়ার জ্বালিয়ে নেতাকর্মীরা রনির নেতৃত্বে হরতাল পালন করতে থাকে এমন অবস্থায় সেখানে পুলিশ চলে এসে হরতাল পালনে বাধা দিলে সেখানে থাকা নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু এ সময় ছাত্রদলের ২ জন কর্মী আহতর ঘটনা ঘটে। একইভাবে বিএনপির হরতাল সমর্থনে আড়াাইহাজারে ঢাকা- সিলেট মহাসড়কে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে মহাসড়ক অবরোধ করে মিছিল বের করেন আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় মহাসড়কের টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ লাঠিচার্জ করে ক্ষিপ্ত হয়ে নেতা কর্মীরাই ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশ ও রাবার বুলেট টিয়ারসেল নিক্ষেপ করে। এমতাবস্থায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বান্টি বাজার থেকে পাচরুখী পুরো এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে পুলিশের ছোঁড় গুলিতে গুলিবিদ্ধ হন বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ খান ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদসহ অন্তত ১৫ বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন। একই সাথে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতৃত্বে সাইনবোর্ড এলাকার মহাসড়কে হরতাল সর্মথনকারীরা সড়কে মিছিল করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এ সময় তারা না মানতে চাইলে পুলিশ এক সময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন এবং তার ভগ্নিপতি ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ফারক ইসমাইলসহ ৭ জনকে গ্রেফতার করে। এছাড়া ও রূপগঞ্জে ঢাকা-মহাসড়কে মিছিল বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী মনিরুজ্জামানের নির্দেশনায় রূপগঞ্জ উপজেলা যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হরতাল সমর্থনের মিছিল নিয়ে সাওগাট থেকে আসার ভূলতা আসার পথে পুলিশ বাধা দেয় এমনকি তৎক্ষাণিক সময়ের টিয়ারসেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় হয়। এমন অবস্থায় উত্তেজনা ছড়িয়ে পরে এ অবস্থায় নেতাকর্মীরা পুলিশের উপরে ইট ছুঁড়ে মারে সাথে সাথে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে এতে যুবদল ও ছাত্রদলের বেশি কিছু সংখ্যক নেতাকর্মী গুলিবিদ্ধ ও আহত হয়। এ ছাড়াও অপরদিকে বিএনপির আরেক নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু সমর্থকরা তার নির্দেশনায় এশিয়ান হাইওয়েতে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুুর রহমান হুমায়ুন ও সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুর নেতৃত্বে নেতাকর্মীরা হরতাল সমর্থনের মিছিল করে এ সময় রাস্তায় গাড়ি চলাচল কম থাকায় কোন বিঘœ না ঘটায় এখানে কোন উত্তেজিত কর্মকান্ডের ঘটনা শোনা যায়নি। এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, আজকে সকালে আমরা আমাদের হরতাল সমথর্নের মিছিল পালন করার সময় পুলিশ আমাদের উপরে হামলা চালায় এ সময় আমাদের প্রায় ১০ জন নেতাকর্মী আহত হয়েছে ও চারজনকে গ্রেফতার করা হয়েছে। মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, আজকে আমাদের হরতাল সমর্থনের মিছিলে পুলিশ হামলা চালায় তার পরে আমরা দফায় দফায় পুলিশের সাথে পাল্টাপাল্টিভাবে সংঘর্ষ করে ও ৫টি স্পটে হরতাল কর্মসূচি পালন করেছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা