আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৫১

নাশকতার অভিযোগে ৩দিনে বিএনপির ৩৯জন গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ০১ নভেম্বর, ২০২৩ | ১২:২৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নাশকতার অভিযোগে গত ২৯ অক্টোবর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে বিএনপির মোট ৩৯জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। তিনি জানান, ‘হরতালের দিন আমরা বিভিন্ন স্থানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি, মামলাও হয়েছে। আমাদের গ্রেপ্তারের অভিযান অব্যহত আছে। আমরা কিন্তু গত দুই দিনে আমরা প্রায় ৩০জনকে গ্রেপ্তার করেছি, এবং গতকাল মঙ্গলবার আমরা ৯জনের মতো গ্রেপ্তার করেছি। যাদেরকেই আমরা গ্রেপ্তার করেছি তারা সন্ত্রাস ও নৈরাজ্যের সাথে জড়িত।’ গতকাল মঙ্গলবার দুপুরে আড়াইহাজার উপজেলায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। আড়াইহাজারে পুলিশ-বিএনপি সংঘর্ষের বিষয়ে পুলিশ সুপার বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পাচঁরুখি এলাকায় নাশকতার ঘটনা সংগঠিত হয়েছিলো। সেখানে বিএনপির নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলো। সেখানে আমরা আমাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের ডিসপাস করেছি। তবে, তাদের দেশীয় অস্ত্রের আঘাতে আমাদের ৬জন পুলিশ সদস্য আহত হয়। যার মধ্যে ৩জনের অবস্থা গুরুতর। বর্তমানে সারা নারায়ণগঞ্জে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পেরেছি।’ নারায়ণগঞ্জ জুড়ে পুলিশি নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘মহাসড়কে কিন্তু পরিবহন চলাচল করছে। আমাদের সব স্থানে পুলিশে রয়েছে এবং মোবাইল টিম রয়েছে। পাশাপাশি পুলিশ ম্যাজিস্ট্রেট ও বিজিবিসহ আমরা জয়েন্ট পেট্রোলের ব্যবস্থা করেছি। আমরা এখন পর্যন্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কোন ধরণের নাশকতা লক্ষ্য করিনি।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা