আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৫২

ফতুল্লায় বিএনপি জামাতের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে হোন্ডা মহড়ায় শান্তির মিছিল

ডান্ডিবার্তা | ০১ নভেম্বর, ২০২৩ | ১২:৪৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপি-জামাতের হরতাল অবরোধের নামে জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাসের প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় জনগনের জান মালের নিরাপত্তার লক্ষে বিশাল হোন্ডাবহর নিয়ে শান্তির মিছিল বের করেছেন। ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের নেতৃত্বে হোন্ডাবহর নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। গতকাল বুধবার সকালে ফতুল্লার কাশিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিশাল মিছিল বের করে। ফতুল্লার বিভিন্ন সড়কসহ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবরোধ বিরোধী শান্তির মিছিল বের করেন। এদিকে বিএনপি-জামাত ইসলামের আগুন সন্ত্রাসের প্রতিবাদে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের এমপি শামীম ওসমানের নির্দেশে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল সকল নেকাকর্মীদের মাঠে থাকার আহবান করেন। সাইফউল্লাহ বাদল অসুস্থ শরীর নিয়ে গতকাল বুধবার সকাল ৯টার দিকে শতাধিক হোন্ডাবহর নিয়ে জয় বাংলার স্লোগান দিয়ে রাজপথে বের হন। সাইফউল্লাহ বাদলের নেতৃত্বে হোন্ডাবহরে শান্তির মিছিলটি কাশিপুর হতে শুরু করে পঞ্চবটি হয়ে চাষাড়া সড়ক দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে সাইনবোর্ড সড়ক পদক্ষিন করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক দিয়ে সিদ্ধিরগঞ্জের শিমরাইল হয়ে পূনরায় সাইনবোর্ড হয়ে ফের লিংক রোড দিয়ে চাষাড়া সড়ক পদক্ষিণ করে পঞ্চবটি এসে শেষ করেন। সাইফউল্লাহ বাদলের নেতৃত্বে দেয়া হোন্ডাবহরে শান্তির মিছিলে সামিল হন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলী, সিনিয়রসহ সভাপতি আসাদুজ্জামান, সহ সভাপতি শহিদুল্লাহ, যুগ্ম সাধারন সম্পাদক ফরিদ আহম্মেদ লিটন, সহপ্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ প্রধান, ফতুল্লা থানা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ প্রমুখ। শান্তির মিছিল শেষে এম সাইফউল্লাহ বাদল বলেন, বিএনপি-জামাতের হরতাল অবরোধের নামে জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাসের প্রতিরোধে ফতুল্লা থানা আওয়ামীলীগ সব সময় সোচ্চার রয়েছে। এমপি শামীম ওসমানের নির্দেশে জনগনের জান মালের নিরাপত্তার লক্ষে ফতুল্লা থানা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অতন্ত্র প্রহরী মত মাঠে থাকবে। বিএনপি-জামাতের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হয়ে সকল নেতাকর্মীদের মাঠে থাকার আহবান করেন তিনি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা