আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪০

রূপগঞ্জ-সোনারগাঁ-আড়াইহাজারে সড়ক অবরোধ ৩টি যানবাহন ভাংচুর ও সড়কে অগ্নি সংযোগ

ডান্ডিবার্তা | ০২ নভেম্বর, ২০২৩ | ১০:২২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপি-জামায়াতের ডাকা টানা তিনদিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার, সোনারগাঁ এবং রূপগঞ্জ উপজেলায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। এসময় আড়াইহাজারে পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান ও একটি সিএনজি ভাংচুর করে অবরোধ সৃষ্টি করে তারা। গতকাল বুধবার সকালে জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে মহাসড়কে অগ্নিসংযোগ ও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেছে। সকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের কর্মী সমর্থকরা আড়াইহাজার উপজেলার বান্টিবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি ভাংচুর করে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে সেখানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ জানান, টানা অবরোধে দ্বিতীয় দিনের মত আড়াইহাজারে আমরা রাজপথে আছি। এখানে কর্মসূচীর পর জানতে পেরেছি আমার বাড়িতে পুলিশ পাহারায় আওয়ামীলীগ ভাংচুর করেছে। এসব করে আমাদের রাজপথ থেকে দূরে রাখা যাবেনা। এই অবৈধ সরকারের পতন ঘটিয়েই রাজপথ ছাড়বো ইনশাল্লাহ। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, পুলিশ তার বাড়িতে যায়নি। এসব মিথ্যা কথা রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য। তারা রূপগজের আধুরিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বলে শুনেছি এটা আড়াইহাজার সীমানার বাইরে। একই দিনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের কর্মী ও সমর্থকরা সোনারগাঁয়ের নয়াপুরে ঢাকা-সিলেট এশিয়ান হাইওয়ে সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে। বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ বিএনপির নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মমনিরুজ্জামান এর কর্মীরা রূপগঞ্জ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পূর্বাচল লালমাটি এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় একটি ট্রাক ভাংচুর করে বিক্ষোভ করে তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অপরদিকে ফতুল্লা থানা যুবদল ও স্বেচ্ছা সেবক দলের ব্যানারে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি যুব উন্নয়ন এলাকা রাস্তা অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা। তারা রাস্তায় ঝুট কাপড় ও টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা