আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | বিকাল ৩:১২

বিএনপির ১৯৫ জনের বিরুদ্ধে মামলা

ডান্ডিবার্তা | ০৫ নভেম্বর, ২০২৩ | ১:০৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে বিএনপির ৮৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সোনারগাঁ থানার তালতলা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত মজুমদার বাদি হয়ে এ মামলা দায়ের করেন। সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের মিরেরটেক এলাকায় রাস্তায় অগ্নিসংযোগ করে প্রতিবন্ধকতা ও নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনকে প্রধান আসামি করা হয়। গতকাল শুক্রবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) ও সেকেন্ড অফিসার পঙ্কজ কান্তি সরকার। তিনি জানান, এশিয়ান হাইসয় সড়কে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ করে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় মামলা হয়েছে। এজাহারভূক্ত আসামিদের গ্রেফতার কাজ করছে পুলিশ। আসামিরা হলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. শাখাওয়াত হোসেন খান, এড. আবু আল ইউসুফ টিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, সোনারগাঁও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপুসহ ৮৭জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মামলা সূত্রে জানা যায়, উপজেলার মিরেরটেক এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে অগ্নিসংযোগ করে প্রতিবন্ধকতা নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপিরসভাপতি গিয়াসউদ্দিনসহ ৮৭ নেতাকর্মীর নাম উল্লেখকরে আরো ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করা হয়। গত বৃহস্পতিবার বিএনপি ডাকা অবরোধের তৃতীয় দিন সকালে মিরেরটেক এলাকায় বিএনপি ও সমমনা দলের নেতারা কর্মীরা ওমেশ চন্দ্র মন্ডলের দোকানের সামনে পাকা রাস্তায় টায়ারে অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটায় বলে মামলায় উল্লেখ করা হয়। এ ঘটনায় রাতে সোনারগাঁ থানায় মামলা দায়ের করে পুলিশ। এর আগে গত ২৮ অক্টোবর কাঁচপুরে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে পরদিন বিএনপির ৮৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এছাড়া অবরোধের দ্বিতীয় দিনে ফতুল্লায় সড়ক অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃস্টির অভিযোগ এনে বিএনপির ২৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শেখ ইমরান বাদী হয়ে নাশকতা মামলা করেন। ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড: আব্দুল বারী ভূইয়াকে প্রধান আসামি করে ২৮ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলায় উল্লেখ্য করা হয়, গত বুধবার সকালে ফতুল্লার শাসনগাও বিসিক ২ নং গেইটের সামনে পঞ্চবটী- মুন্সিগঞ্জ সড়কে আসামীরা ককটেল বিস্ফোরন ঘটিয়ে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃস্টি করে। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া জানান, এ ঘটনায় ২৮ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেস্টা করা হচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা