আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | সকাল ৭:১৩

না’গঞ্জ আ’লীগের দ্বন্দ্ব প্রকাশ্যে

ডান্ডিবার্তা | ০৬ নভেম্বর, ২০২৩ | ১১:২৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে বিএনপির হরতাল ও অবরোধের প্রতিবাদেও জেলা ও মহানগর আওয়ামী লীগের দ্বন্দ্ব কোন্দলের রূপ দেখা গেছে। দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের এমন দ্বন্দ্ব কোন্দলের কারণে বিএনপিতে শক্তি রূপ নিয়েছে। গত সপ্তাহে একদিনের হরতাল ও টানা তিনদিনের অবরোধের বিরুদ্ধে মাঠে না থাকলেও দলীয় কর্মসূচি যতদ্রুত সম্ভব সমাপ্ত করা হয়েছে। এদিকে জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের দূরত্বে যেন নেতা-কর্মীদের আঙ্গুর তুলতে দেখা গেছে। বিএনপির হরতাল ও অবরোধের বিরুদ্ধে মাঠে থাকার নির্দেশ ছিল আওয়ামী লীগের। কিন্তু শান্তি সমাবেশ ও মিছিল করে এর দায় মুক্ত রেখেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। এক পক্ষ দলীয় কার্যালয়ে আরেক পক্ষ প্রেসক্লাবের সামনে করে বিএনপির বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করেছেন। অবরোধে তিনদিনের মধ্যে দলীয় কার্যালয়ে একত্রিত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ওইদিন বিকালে প্রেসক্লাবের ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাপন্থী নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল। শহরে মহানগর বিএনপির নেতা-কর্মীরা অবরোধে মিছিল ও গাড়ি ভাংচুর করলেও আওয়ামী লীগের একজন নেতা-কর্মীদের মাঠে দেখা যায়নি। দলীয় নির্দেশনার দায় এগিয়ে সাইনবোর্ডে মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু ও শহরে মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জলের নেতৃত্বে মিছিল হয়ে ছিল। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের বলয় শক্তিশালী করতে গিয়ে উল্টো নারায়ণগঞ্জ জেলা মহানগর আওয়ামী লীগে দ্বন্দ্ব কোন্দলে জর্জরিত হয়ে পড়েছে। দলীয় কর্মসূচিতে এক হলেও নিজেদের আধিপত্য বিস্তারে দ্বি-মুখিতে জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের ধাক্কা হতে পারে উভয় দলের প্রার্থীরা। এদিকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়েছে, বড় দলের একটু রেষারেষি থাকবে। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে এমন কোন দ্বন্দ্ব কোন্দল দেখার কোন সুযোগ থাকবে না নেতা-কর্মীদের মধ্যে। এদিকে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহার মধ্যে প্রকাশ্য দ্বন্দ্বে সদর বন্দর আসনে দলীয় বা জোটের প্রার্থীর মধ্যে বিরোধ দেখা গেছে। অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়ায় সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক ভিপি বাদলের দ্বন্দ্ব দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের প্রবীণ নেতাদের দখলে রয়েছে জেলা ও মহানগর। এর মধ্যে শহর থেকে মহানগর কমিটি বয়স হয়েছে প্রায় ২০ বছর সময়। মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহার মতানৈক্যের কারণে ৯ বছর মহানগরের দায়িত্ব থাকা পরও ওয়ার্ড কমিটি গঠন করতে পারেনি। সিদ্ধিরগঞ্জ, শহর ও বন্দর অঞ্চলের ২৭টি ওয়ার্ড নিয়ে মহানগর আওয়ামী লীগের থানা কমিটি গঠন হয়নি। ওয়ার্ড ও থানা কমিটি গঠন করতে না পারায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুই গ্রুপে থাকবে মহানগর আওয়ামী লীগ। এদিকে মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিন ভাগে বিভক্ত রয়েছে। বন্দরের উপজেলা আওয়ামী লীগ কমিটি জেলা শাখার অন্তর্ভুক্ত রয়েছে। ইতোমধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলেও নেতাদের নামে রয়েছে দীর্ঘ অভিযোগের পাহার। এদিকে জেলা আওয়ামী লীগের অধীনে রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ উপজেলা ও ফতুল্লা থানা কমিটিতে রয়েছে নেতা-কর্মীদের ঠাঁই নেয়া দেয়া নিয়ে অভিযোগ। মন্ত্রী এমপি সাবেক এমপিদের অধীনে উপজেলা কমিটি গঠনে তৃণমূলে নেতা-কর্মীদের মধ্যে রয়েছে ক্ষোভ। এদিকে ফতুল্লা থানা আওয়ামী লীগ ১৫ বছর পর সম্মেলন করা হয় ২০১৯ সালে। তার দুই বছর পর আগে সভাপতি ও সাধারণ সম্পাদককে বহাল রেখে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ নেতাদের দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা না হলে জাতীয় সংসদ নির্বাচনে কৌশলী হয়ে মাঠে থাকবে নেতারা। ইতোমধ্যে ১৩ অক্টোবর কাচঁপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় জেলা ও সোনারগাঁ আওয়ামী লীগের ব্যানারে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বর্তমান রাজনীতি প্রেক্ষাপটসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল ইউনিটকে দিক নির্দেশনা দেয়া হবে বলে জানা গেছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী ২০২৪ সালে জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের আগেই দ্বন্দ্ব কোন্দল প্রকাশ্যে রূপ নিলো জেলা ও মহানগর আওয়ামী লীগ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা