
ডান্ডিবার্তা রিপোর্ট দিন যতই ঘনিয়ে আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচন ততই ঘনিয়ে আসছে। এখনো তফসিল ঘোষণা না হলেও গত শনিবার নির্বাচন কমিশন দেশের ২৬টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন। যদিও সেই বৈঠকে অংশগ্রহণ করেনি বিএনপি। নির্বাচন কমিশন নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে। এদিকে নতুন দল তৃণমুল বিএনপির চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী সপ্তাহ দুয়েক আগেই ঘোষণা দিয়েছে দেশের ৩০০টি আসনেই প্রার্থী দেয়ার চেষ্টা রয়েছে তৃণমুল বিএনপির। যদিও জোট হয় তাহলে জোটগতভাবে ৩০০টি আসনেই প্রার্থী দিবে তারা। একইভাবে দলটির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার জানিয়েছেন নারায়ণগঞ্জের ৫টি আসনেই প্রার্থী দেয়ার চেষ্টা রয়েছে তৃণমুল বিএনপির, যদি জোট হয় সেক্ষেত্রে হয়তো জোটের কোনো শরীক দলকে কোনো আসন ছাড় দিলেও দিতে হতে পারে। দলটির চেয়ারম্যান ও মহাসচিব একাধিকবার আভাস দিয়েছেন তারা নির্বাচনে লড়াই করার লক্ষ্য নিয়েই দেশের সবগুলো প্রার্থী দিবে। সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট অনেক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা মনোনয়নের জন্য তদবির শুরু করে দিয়েছেন। এদিকে গত শুক্রবার নারায়ণগঞ্জ মহানগরীর মাসদাইরস্থ নিজ বাসভবন মজলুম মিলনায়তনে এসেছেন তৃণমুল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। এদিন তার বাসভবনে বিপুল সংখ্যক লোকজনের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও কুশল বিনিময় করেন তিনি। পরে তিনি গণমাধ্যমে সাক্ষাতকার দেন। গণমাধ্যমের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। প্রশ্নের জবাবে সামনের নির্বাচন সম্পর্কে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, বর্তমান পরিস্থিতিতে ক্ষণে ক্ষণে ঘন্টা ঘন্টায় রাজনীতির পরিবর্তন হতে পারে। এখনই চূড়ান্তভাবে কিছু বলা যাবে না, সকল সিদ্ধান্ত হবে দলগতভাবে। আমি এককভাবে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। তবে তৃণমুল বিএনপি থেকে নারায়ণগঞ্জের ৫টি আসনেই নির্বাচনের জন্য আমাদের প্রার্থীরা প্রস্তুত রয়েছেন। যদি জোট হয় তাহলে জোটভুক্ত অন্য কোনো দলকে কোনো আসন ছাড় দিতে হতে পারে। তৃণমুল বিএনপি এককভাবে প্রার্থী দেয়ার জন্যও প্রস্তুত রয়েছে। আমরা আগেই বলেছি সারাদেশে ৩০০ আসনেই প্রার্থী দেয়ার চেষ্টা আমাদের থাকবে। আমরা বিএনপির কোনো নেতাকর্মীকে বলবো না, তুমি তৃণমুল বিএনপিতে আসো। যদিও অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। গত শুক্রবার নারায়ণগঞ্জে আসবেন তৃণমুল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার-এমন খবরে নারায়ণগঞ্জ মহানগরীর মাসদাইর এলাকায় তৈমূর আলম খন্দকারের বাসভবন মজলুম মিলনায়তনে ব্যাপক লোক সমাগম ঘটে। এদিন বিভিন্ন শ্রেণি পেশার লোকজন তৈমূর আলম খন্দকারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে আসেন। এ সময় তৈমূর আলম খন্দকার উপস্থিত সকলের ও তাদের পরিবারের আত্মীয়স্বজনদের খোঁজখবর নেন এবং সকলের নানা সমস্যা বিপদ আপদের কথা শুনেন। গত শুক্রবার সকালেই নারায়ণগঞ্জে আসেন তৈমূর আলম খন্দকার। তার সাবেক দল বিএনপির যেসব নেতাকর্মী হামলা ও মামলার শিকার হয়েছেন সেইসব নেতাকর্মীদের বাসায় গিয়েছেন এবং খোঁজখবর নিয়েছেন। কারাবন্ধি অনেকের পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমেও খোঁঁজখবর নিয়েছেন। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেছেন, তারা বিএনপির রাজনীতি করলেও এসব নেতাকর্মীরা আমারই, সেজন্যই খোঁজখবর নিয়েছি। আমি বিএনপির কোনো নেতাকর্মীকে বলবো না, তোমরা তৃণমুল বিএনপি করো। বিকেল ৩টার দিকে মাসদাইরের মজলুম মিলতায়নে ধীরে ধীরে বাড়তে থাকে লোক সমাগম। বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এদিন নানা বিষয় নিয়ে তৈমূর আলম খন্দকারের সঙ্গে সাক্ষাত করতে আসেন। যদিও এদিন তৃণমুল বিএনপির কোনো সভা কিংবা বৈঠক ছিলো না। মুলত তৈমূর আলম খন্দকার যেদিনই নারায়ণগঞ্জের মাসদাইরের বাসায় আসেন সেদিনই তার শুভাকাঙ্খীদের ভীড় জমে। সকলের সঙ্গে তৈমূর আলম খন্দকার কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাত করেন তিনি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯