
ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার অবরোধের তেমন প্রভাব পড়েনি নারায়ণগঞ্জে। যানবাহনের সঙ্গে স্বাভাবিক রয়েছে ট্রেন ও লঞ্চ চলাচল। গতকাল রবিবার অবরোধকে কেন্দ্র করে বিকাল পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অন্যদিনের মতোই দোকানপাট, মার্কেট ও বিপণিবিতান খোলা রয়েছে। এদিকে, অভ্যন্তরীণ রুটের সব বাস চলাচল করছে স্বাভাবিক নিয়মে। যাত্রী কম থাকায় কিছুটা ছন্দপতন ঘটেছে রাজধানী মূখীসহ দূরপাল্লার বাস চলাচলে। নগরীর সড়কগুলোতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নগরজুড়ে টহল অব্যাহত রয়েছে। সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টসহ জেলার বিভিন্ন স্থানে জেলা পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। মহাসড়কে পেট্রোলিং টহলসহ মোড়ে মোড়ে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আলহামদুলিল্লাহ সারাদিনে আমাদের পরিস্থিতি খুব ভালো ছিলো। প্রতিটি জায়গা আমাদের পিকেট আছে, মোবাইল আছে। দিনের বেলায় আমাদের ৪২টি মোবাইল টিম ও রাতের বেলা ৪২টি মোবাইল টিম কাজ করছে। এছাড়া পুলিশ সাদা পোষাকে কাজ করছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আল্লাহর রহমতে আমাদের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ও ভালো আছে। নারায়ণগঞ্জের রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান বলেছে জানান, আজকে সারাদেশে অবরোধ থাকলেও সার্বিক পরিস্থিতি খুব ভালো ছিলো নারায়ণগঞ্জে। ভোর থেকে নির্ধারিত সময়ে ট্রেন চলাচল করছে। কোন ধরনের অপৃতিকর ঘটনা ঘটেনি। বি আইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক বাবু লাল বৈদ্য জানান, নৌপথে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে সব রুটে নৌযান চলাচল করছে। বর্ডার গার্ড বাংলাদেশ নারায়ণগঞ্জ শাখার সহকারী পরিচালক জিয়াউল ইসলাম বলেন, আমরা দেশের জানমাল রক্ষার্থে সব সময় কাজ করি। সেক্ষেত্রে বিএনপি-জামাতের ডাকা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচিতে আমরা সারাদিন মাঠে ছিলাম। কোথাও কোন ধরণের অপৃতিকর ঘটনা ঘটেনি। আমরা সব সময় সতর্ক অবস্থানে আছি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯