আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৩৫

মামলায় দুর্বল না’গঞ্জ বিএনপি

ডান্ডিবার্তা | ০৮ নভেম্বর, ২০২৩ | ৯:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে দুর্বল বিএনপির দেখা মিলেছে নারায়ণগঞ্জজুড়ে। গত তিনদিনের টাকা অবরোধ চলাকালে বিএনপির নেতাকর্মীরা যতটা সহিংস আচরণ দেখিয়েছে, রোববারের অবরোধে তার থেকে অনেকটাই নমনীয় ছিলো তারা। তবে এই নমনীয়তাকে বিএনপির দুর্বলতা বলে মনে করছেন তৃণমূলের কর্মীরা। গত রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কাভার্ডভ্যানে আগুন দেয়ার খবর পাওয়া যায়। জেলাজুড়ে আর কোথাও বড় ধরনের নাশকতা বা সহিংসতার খবর পাওয়া যায়নি। ভোরে অবরোধ সমর্থনে মিছিল বের করে সড়কে কিছু সময় অবস্থান ও টায়ারে আগুন জ্বালিয়ে সরে গেছেন অধিকাংশ নেতাকর্মী। ফলে পুরো অবরোধের সময়কাল ছিলো অনেকটাই ঢিলেঢালা। দ্বিতীয় দফার অবরোধে শহরের সড়কে বেড়েছে যানবাহনের উপস্থিতি। সাধারণ দিনের তুলনায় যান চলাচল কম থাকলেও প্রথম তিনদিনের অবরোধের তুলনায় যানবাহনের উপস্থিতি বেশী ছিলো। তবে পুরো শহরে যানজটের দেখা মেলেনি। অপ্রয়োজনে সাধারণ মানুষ বের না হওয়ায় শহরে মানুষের উপস্থিতিও কম দেখা গেছে। শহরে সংঘাত বা সহিংসতার ঘটনা না ঘটায় ব্যবসায়ীরাও দোকান পাট খুলেছেন স্বাভাবিক নিয়মে। অবরোধ চলাকালে নগরীতে বাস, রিকশা, অটোরিকশা, সিএনজি, লেগুনাসহ গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। ব্যক্তিগত যানবাহনের উপস্থিতি ছিলো কম। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন স্বাভাবিকভাবে ছেড়ে গেছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা, সরকারি-বেসরকারি অফিস খোলা আছে। তবে নগরীর বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলমান পরীক্ষা স্থগিতের খবর পাওয়া গেছে। জেলায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাভাবিক ক্লাস পরীক্ষা অব্যাহত আছে। এদিকে হরতাল ও অবরোধে সবচেয়ে বেশী সহিংসতার চিত্র দেখা যায় নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জে। আড়াইহাজারের বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের অনুসারী ও শীর্ষ ১০ নেতা র‌্যাবের হাতে গ্রেপ্তার হবার পর স্থবির হয়ে পড়েছে আড়াইহাজারের বিএনপির নেতাকর্মীরা। তবে তাদের অনুপুস্থিতিতে রূপগঞ্জে সহিংস পরিবেশ ধরে রেখেছিলো জেলা ছাত্রদলের সাবেক তিন নেতা আবু মাসুম, সুলতান ও মাসুদুর। ইতোমধ্যে মাসুদুর ও সুলতানকে পুলিশ গ্রেপ্তার করায় সেখানেও সহিংস পরিবেশ অনেকটাই প্রশমিত হয়েছে। গত ২৮ অক্টোবরের আগ থেকে এই পর্যন্ত বিএনপির প্রায় আড়াইশত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরুর দিকে নিস্ক্রিয় নেতাকর্মীদের গ্রেপ্তার করলেও অবরোধ হরতাল শুরু হবার পর সক্রিয় নেতাদের গ্রেপ্তার করতে শুরু করে পুলিশ। বিভিন্ন বলয়ের শীর্ষ নেতারা গ্রেপ্তার হবার পর দুর্বল হয়ে এসেছে আন্দোলন কর্মসুচী। এমন পরিস্থিতিতে বিএনপি খানিকটা দুর্বল হয়ে পড়েছে তা স্বীকার করে নিচ্ছেন অনেক কর্মী। সংশ্লিষ্টরা বলছেন, টানা ধরপাকড়ের কারণে স্বাভাবিক ভাবেই প্রভাব পড়েছে রাজনৈতিক এই দলে। একদিকে অবরোধের প্রভাব যেমন কমতে শুরু করেছে। তেমনি কমে আসছে বিএনপির সহিংস আচরণ। এর ধারবাহিকতা চলতে থাকলে অবরোধ কার্যত নিস্ক্রিয় থাকবে জেলাজুড়ে। ফতুল্লায় গৃহবধূকে ডেকে নিয়ে গণধর্ষণ, আরও একজন গ্রেপ্তার ফতুল্লায় স্বামী আহতের কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের এজাহার নামীয় পলাতক আসামী আরিফ মাহমুদ ছাইফ (২২)কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গতকাল মঙ্গলবার ফতুল্লার পাগলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে পাগলা নয়ামাটি এলাকার মাহবুবুর রহমান বাচ্চুর ছেলে। মামলার রেফারেন্স দিয়ে র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী আরিফ মাহমুদ ছাইফ ও তার সহযোগীরা মিলে ধর্ষিতা ভিকটিমকে ফোন করে তার স্বামী ফতুল্লার পাগলা এলাকায় এক্সিডেন্ট করেছে বলে জানায়। স্বামী এক্সিডেন্ট এর খবর পেয়ে ধর্ষিতা ভিকটিম দ্রুত ওই স্থানে উপস্থিত হলে আসামী আরিফ মাহমুদ ছাইফ ও তার সহযোগীরা একটি পরিত্যক্ত বাসায় নিয়ে বলে তোমার স্বামী ঘরের ভিতরে শুয়ে আছে। আসামীদের কথা মত ধর্ষিতা ভিকটিম ঘরের ভিতর প্রবেশ করলে তারা দরজা বন্ধ করে জোরপূর্বক ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে গণধর্ষণ করে। গণধর্ষণ শেষে আসামীরা ধর্ষিতা ভিকটিমকে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে গণধর্ষণের শিকার ভিকটিম নিজেই বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ৩ নভেম্বর একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আরিফ মাহমুদ ছাইফকে ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা