
ডান্ডিবার্তা রিপোর্ট দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে দুর্বল বিএনপির দেখা মিলেছে নারায়ণগঞ্জজুড়ে। গত তিনদিনের টাকা অবরোধ চলাকালে বিএনপির নেতাকর্মীরা যতটা সহিংস আচরণ দেখিয়েছে, রোববারের অবরোধে তার থেকে অনেকটাই নমনীয় ছিলো তারা। তবে এই নমনীয়তাকে বিএনপির দুর্বলতা বলে মনে করছেন তৃণমূলের কর্মীরা। গত রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কাভার্ডভ্যানে আগুন দেয়ার খবর পাওয়া যায়। জেলাজুড়ে আর কোথাও বড় ধরনের নাশকতা বা সহিংসতার খবর পাওয়া যায়নি। ভোরে অবরোধ সমর্থনে মিছিল বের করে সড়কে কিছু সময় অবস্থান ও টায়ারে আগুন জ্বালিয়ে সরে গেছেন অধিকাংশ নেতাকর্মী। ফলে পুরো অবরোধের সময়কাল ছিলো অনেকটাই ঢিলেঢালা। দ্বিতীয় দফার অবরোধে শহরের সড়কে বেড়েছে যানবাহনের উপস্থিতি। সাধারণ দিনের তুলনায় যান চলাচল কম থাকলেও প্রথম তিনদিনের অবরোধের তুলনায় যানবাহনের উপস্থিতি বেশী ছিলো। তবে পুরো শহরে যানজটের দেখা মেলেনি। অপ্রয়োজনে সাধারণ মানুষ বের না হওয়ায় শহরে মানুষের উপস্থিতিও কম দেখা গেছে। শহরে সংঘাত বা সহিংসতার ঘটনা না ঘটায় ব্যবসায়ীরাও দোকান পাট খুলেছেন স্বাভাবিক নিয়মে। অবরোধ চলাকালে নগরীতে বাস, রিকশা, অটোরিকশা, সিএনজি, লেগুনাসহ গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। ব্যক্তিগত যানবাহনের উপস্থিতি ছিলো কম। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন স্বাভাবিকভাবে ছেড়ে গেছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা, সরকারি-বেসরকারি অফিস খোলা আছে। তবে নগরীর বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলমান পরীক্ষা স্থগিতের খবর পাওয়া গেছে। জেলায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাভাবিক ক্লাস পরীক্ষা অব্যাহত আছে। এদিকে হরতাল ও অবরোধে সবচেয়ে বেশী সহিংসতার চিত্র দেখা যায় নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জে। আড়াইহাজারের বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের অনুসারী ও শীর্ষ ১০ নেতা র্যাবের হাতে গ্রেপ্তার হবার পর স্থবির হয়ে পড়েছে আড়াইহাজারের বিএনপির নেতাকর্মীরা। তবে তাদের অনুপুস্থিতিতে রূপগঞ্জে সহিংস পরিবেশ ধরে রেখেছিলো জেলা ছাত্রদলের সাবেক তিন নেতা আবু মাসুম, সুলতান ও মাসুদুর। ইতোমধ্যে মাসুদুর ও সুলতানকে পুলিশ গ্রেপ্তার করায় সেখানেও সহিংস পরিবেশ অনেকটাই প্রশমিত হয়েছে। গত ২৮ অক্টোবরের আগ থেকে এই পর্যন্ত বিএনপির প্রায় আড়াইশত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরুর দিকে নিস্ক্রিয় নেতাকর্মীদের গ্রেপ্তার করলেও অবরোধ হরতাল শুরু হবার পর সক্রিয় নেতাদের গ্রেপ্তার করতে শুরু করে পুলিশ। বিভিন্ন বলয়ের শীর্ষ নেতারা গ্রেপ্তার হবার পর দুর্বল হয়ে এসেছে আন্দোলন কর্মসুচী। এমন পরিস্থিতিতে বিএনপি খানিকটা দুর্বল হয়ে পড়েছে তা স্বীকার করে নিচ্ছেন অনেক কর্মী। সংশ্লিষ্টরা বলছেন, টানা ধরপাকড়ের কারণে স্বাভাবিক ভাবেই প্রভাব পড়েছে রাজনৈতিক এই দলে। একদিকে অবরোধের প্রভাব যেমন কমতে শুরু করেছে। তেমনি কমে আসছে বিএনপির সহিংস আচরণ। এর ধারবাহিকতা চলতে থাকলে অবরোধ কার্যত নিস্ক্রিয় থাকবে জেলাজুড়ে। ফতুল্লায় গৃহবধূকে ডেকে নিয়ে গণধর্ষণ, আরও একজন গ্রেপ্তার ফতুল্লায় স্বামী আহতের কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের এজাহার নামীয় পলাতক আসামী আরিফ মাহমুদ ছাইফ (২২)কে গ্রেফতার করেছে র্যাব-১১। গতকাল মঙ্গলবার ফতুল্লার পাগলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে পাগলা নয়ামাটি এলাকার মাহবুবুর রহমান বাচ্চুর ছেলে। মামলার রেফারেন্স দিয়ে র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী আরিফ মাহমুদ ছাইফ ও তার সহযোগীরা মিলে ধর্ষিতা ভিকটিমকে ফোন করে তার স্বামী ফতুল্লার পাগলা এলাকায় এক্সিডেন্ট করেছে বলে জানায়। স্বামী এক্সিডেন্ট এর খবর পেয়ে ধর্ষিতা ভিকটিম দ্রুত ওই স্থানে উপস্থিত হলে আসামী আরিফ মাহমুদ ছাইফ ও তার সহযোগীরা একটি পরিত্যক্ত বাসায় নিয়ে বলে তোমার স্বামী ঘরের ভিতরে শুয়ে আছে। আসামীদের কথা মত ধর্ষিতা ভিকটিম ঘরের ভিতর প্রবেশ করলে তারা দরজা বন্ধ করে জোরপূর্বক ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে গণধর্ষণ করে। গণধর্ষণ শেষে আসামীরা ধর্ষিতা ভিকটিমকে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে গণধর্ষণের শিকার ভিকটিম নিজেই বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ৩ নভেম্বর একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আরিফ মাহমুদ ছাইফকে ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯