আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৩৩

জামাত নির্ভার হচ্ছে বিএনপি!

ডান্ডিবার্তা | ০৮ নভেম্বর, ২০২৩ | ৯:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতের সঙ্গে বিএনপির বেশ কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। জোট ভাঙার আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও দুই দলের নানান কার্যক্রমে এমনটাই আভাস পাওয়া যাচ্ছিল। সরকারবিরোধী আন্দোলনে তারা নিজেদের মতো কর্মসূচি পালন করছিল। চলতি বছরের জুন মাসে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রশাসনের অনুমতি নিয়ে একটি সমাবেশ করে জামায়াত। ফলে বিএনপির অনেকে সন্দেহ করে সরকারের সঙ্গে তাদের আঁতাত হয়েছে! রাজনৈতিক মহলে চলে নানা গুঞ্জন। এরপর দেশের আর কোথাও জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়নি প্রশাসন। এরইমধ্যে গড়ে ওঠে ফ্যাসিবাদবিরোধী একটি সর্বদলীয় ছাত্রঐক্য। ছাত্রদল নেতৃত্বাধীন সেই ছাত্রঐক্যে জায়গা পায়নি ছাত্রশিবির! চলমান সরকারবিরোধী আন্দোলনে বিএনপি ও সমমনা জোট পালন করছিল নিজেদের কর্মসূচি। জামায়াতও নিজের মতো করে কর্মসূচি দিয়ে মাঠে ছিল। এরইমধ্যে রাজধানীর শাপলা চত্বরে শিবির ও জামায়াত দুটি পৃথক বিক্ষোভ মিছিল করে বড় শোডাউনে নিজেদের শক্তির মহড়া দেয়। এরপর গুঞ্জন ওঠে আন্দোলন-সংগ্রামে জামায়াতকে পাশে চায় বিএনপি। এনিয়ে ভেতরে ভেতরে তৎপরতাও চলছে বলে জানা যায়। তারপরও দৃশ্যমান কোনো কিছু বোঝা যাচ্ছিল না। গত ২৮ অক্টোবর বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দিলে জামায়াতও শাপলা চত্বরে মহাসমাবেশের ঘোষণা দেয়। সেদিনের সেই মহাসমাবেশে বিএনপি অনুমতি পেলেও শেষ পর্যন্ত তা প- হয়। অন্যদিকে আনুষ্ঠানিক অনুমতি ছাড়াই মহাসমাবেশ করে নিজেদের শক্তি প্রদর্শন করে জামায়াত। মূলত ওইদিন থেকেই একযোগে মাঠে নামা শুরু হয় বিএনপি-জামায়াতের। সেদিনের মহাসমাবেশ প- হওয়ার প্রতিবাদে দেশব্যাপী হরতালের ঘোষণা দেয় বিএনপি। জামায়াতও তাৎক্ষণিক হরতালের ঘোষণা দিয়ে মাঠে নামে। এরপর প্রথম দফার টানা অবরোধেও বিএনপি –জামায়াত সক্রিয়ভাবে মাঠে ছিল। দ্বিতীয় দফায়ও নৌ, রেল ও সড়কপথ অবরোধে মাঠে থাকে দুই দল। তাদের সমমনারা মাঠে থাকলেও রাজনৈতিক মহলে আলোচনায় আসে বিএনপি-জামায়াত। সরকারবিরোধী চলমান আন্দোলনে জামায়াতে ইসলামীর যুগপৎ কর্মসূচি থাকায় বেশ উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা। বিএনপির তৃণমূলের ধারণা, শুধু সিনিয়র নেতাদের দিয়েই চলমান আন্দোলন হচ্ছে না। এ আন্দোলনে দলমত নির্বিশেষে জনগণের সম্পৃক্ততা রয়েছে বলেই স্বতঃস্ফূর্ত হরতাল-অবরোধ পালিত হচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা