আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৩৪

আন্দোলনেই আশাবাদী বিএনপি!

ডান্ডিবার্তা | ০৯ নভেম্বর, ২০২৩ | ১০:৩৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বর্তমানে আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে অনেকটাই উত্তপ্ত সৃষ্টি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিন্তু বিএনপির আন্দোলন দমাতে আওয়ামীলীগ গর্জন দিলেও তারা রাজপথে নেই। বিএনপি দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় না থাকার পরেও প্রায় ১ বছর যাবৎ চলমান আন্দোলনের মাধ্যমে নিজেদের রাজনৈতিক নেতাকর্মীদের চাঙ্গা করে রেখেছে। তাদের পাশাপাশি দেশের সাধারণ জনগণের চাহিদা নিয়ে রাজপথে থাকার কারণে সাধারণ জনগণের ব্যাপক চাহিদা পাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। সেই লক্ষ্যেই বর্তমানে দফায় দফায় চলমান আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে তারা। বর্তমানে ঢাকা মুখী আন্দোলনে বেশি জোর দিচ্ছে বিএনপি। বর্তমানে দফায় দফায় আন্দোলণের মাধ্যমে আন্দোলণ মুখী হয়ে উঠেছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি। দীর্ঘদিন ১০ দফা নিয়ে রাজপথে ব্যাপক আন্দোলণ সংগ্রাম করলে ও এবার ১ দফা দাবি নিয়ে ঢাকায় আন্দোলন করছে বিএনপি। জানা গেছে, গত বছর থেকেই একের পর এক দলীয় কর্মসূচি পালন করে যাচ্ছে তারা। কিন্তু কোনভাবেই নানা বাধা উপেক্ষা করেই আন্দোলণে চমক দিয়ে যাচ্ছে বিএনপির নেতৃবৃন্দ। বর্তমানে সরকার পতনের একদফা নিয়ে ঢাকামুখী চূড়ান্ত আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নারায়ণগঞ্জ ছাড়াও ঢাকার রাজপথে কম্পন সৃষ্টি করেছে তারা। চলামান আন্দোলন সংগ্রামের অংশ হিসেবে গত ২৮ অক্টোম্বর তারিখে মহাসমাবেশে লাগাতার অবরোধের ঘোষনা আসে দলের হাই কমান্ডের পক্ষ থেকে। আর এই সমাবেশের মাধ্যমে ক্ষমতাসীন সরকারকে স্পষ্ট বার্তা দিয়েছে বিএনপি। আর বিএনপির চেয়ারপার্সনকে ছাড়া এই প্রথমবার মহা-সমাবশের ডাকা হলে ও এই কর্মসূচিকে সরকার বিরোধী আন্দোলনের টানিং পয়েন্ট হিসেবে দেখছে দলটির হাইকমান্ড। জানা গেছে, কয়েক লাখ লোকের জমায়েত ঘটিয়ে সেই মহাসমাবেশ থেকেই একদফার নতুন কর্মসূচি ঘোষণা করেন দলটি মহা-সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক দফা দাবি আদায়ে গণতান্ত্রিকপন্থায় আন্দোলন চালিয়ে আসছেন দলটি। আর এ আন্দোলনে ক্ষমতাসীনদের দিক থেকে বাধা এলে আন্দোলনের ধরন পাল্টে যেতে পারে বলে আভাস দিয়েছেন দলের নীতি নির্ধারকরা। সরকার পতন ও নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের একদফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ বিএনপির নেৃতবৃন্দ এর পক্ষে সর্বোচ্চ জনগণের সমর্থনও রয়েছে। রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত তারই প্রমাণ। দেশবাসীকে চূড়ান্ত ফলের জন্য অপেক্ষায় থাকতে হবে এই আশা নিয়ে রাজপথে রয়েছে বিএনপির নেতৃবৃন্দ। কিন্তু কর্মসূচির স্থান নিয়ে নানা সমস্যা দেখা দিলে ও এখন নয়া পল্টনেই কর্মসূচি হবে এমনটা জানা গেছে আর ইতিমধ্যে সমাবেশের ভেূন্য তৈরি করা হচ্ছে। বর্তমানে জেলা বিএনপির আওতাধীন রূপগঞ্জ থানা, আড়াইহাজার থানা, সোনারগাঁ থানা, ফতুল্লা থানা, সিদ্ধিরগঞ্জ থানাসহ সকল ইউনিট থেকে সর্বোচ্চ নেতাকর্মী সেখানে জমায়েত হবে বলছে দলটির নেতাকর্মীরা। তা নিয়ে ব্যাপক প্রস্তুতি ও রয়েছে বর্তমানে অনেক নেতাকর্মী ঢাকায় অবস্থান করছে। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্র থেকে আপন্দোলনের ঘোষনা আসার সাথে সাথেই নারায়ণগঞ্জের বিভিন্ন থানার নেতাকর্মীদের বাড়ি বাড়ি রাতে পুলিশ মহড়া দেওয়া শুরু করেছে। অনেক নেতাকর্মীর নামে গায়েবী মামলা ও হচ্ছে। অপর দিকে শান্তি সমাবেশের নামে আওয়ামী লীগ দেশে অশান্তির নৈরাজ্যে সৃষ্টি করতে চাচ্ছে এমনটাও বলছে কেউ কেউ। বর্তমানে যেভাবে রাজপথে বিএনপি গর্জে উঠেছে টানা ১৪ বছরের ও এমনভাবে গর্জে উঠার কোন পরিস্থিতি দেখা যায়নি। বর্তমানে সরকারবিরোধী আন্দোলন সফল করতে বর্তমানে নানা কর্মসূচি রয়েছে বিএনপির। তাই এবার দফায় দফায় ঢাকাকেন্দ্রিক কর্মসূচি সাজানো হচ্ছে। মহাসমাবেশের পরও ঢাকার বাইর থেকে নেতাকর্মীদের নিয়ে টানা কর্মসূচি পালনের আকাঙ্খা ও রয়েছে। যার কারণে বর্তমানে সাধারণ মানুষের মধ্যে বিএনপির আন্দোলন নিয়ে আস্থা বাড়ছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসছে। এমন পরিস্থিতি তৈরি হলে তা সরকারের সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। লাগাতার আন্দোলনের মাধ্যমে বিএনপি সরকার বিরোধী আন্দোলনের শক্তি দেখাবে। বর্তমানে বিএনপির নেতাকর্মীরা সকল বাধা উপক্ষো করেই রাজপথে আসছে। মহানগর বিএনপির সাখাওয়াত হোসেন খান বলেন, শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবিতে আমরা ১ দফার আন্দোলনের লাগাতার অীবরোধ কর্মসূচী পালন করে যাচ্ছেন তারা। ১ দফা দাবি আর বিএনপির দাবি নাই এটা জনগণের দাবিতে পরিণত হয়েছে। দেশের ১৮ কোটি মানুষের দাবিতে পরিণত হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, আমরা জেলা বিএনপি দীর্ঘদিন যাবৎই দলীয় সকল প্রোগ্রামে জনসমুদ্র সৃষ্টি করে যাচ্ছি। আর বর্তমানে কেন্দ্রীয় নির্দেশনা পালনে আমাদের কোন প্রস্তুতির ক্রুটি নেই। আর এবার সর্ব কালের শ্রেষ্ট আন্দোলন করা হবে। আমরা আশাবাদী আমরা সফল হবো এবং নারায়ণগঞ্জ থেকে সরকার হটানোর আন্দোলনের মাধ্যমে স্বেরাচারী সরকারের পতন ঘটানো হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা