
ডান্ডিবার্তা রিপোর্ট অবরোধের কারণে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। কেউই শান্তিতে নেই। গত ২০-২৫ দিন ধরে কোনো কাজ নেই। কারও বাসায় কাজ করতে গেলে বলে টাকা-পয়সা নেই। দেশে চলছে অবরোধ বর্তমানে কাজের বাজার একেবারেই ভালো না। দিন যায় কিন্তু কাজ পাই না।’ এভাবেই আক্ষেপের সুরে কথাগুলো বলছিলেন স্বপন ম-ল। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ছয় সদস্যের পরিবার নিয়ে বসবাস করেন তিনি। পরিবারের আয়ের উৎস তিনিই। স্বপন ম-ল জাগো নিউজকে বলেন, ‘বিগত ৩০ বছর ধরে কাঠমিস্ত্রির কাজ করে আসছি। কাঠের সব কাজই আমরা করে থাকি। তবে আমরা দিন আনি দিন খাই। মানে আমরা দিনমজুর হিসেবে কাজ করি।’ তিনি বলেন, ‘বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ। ভয়াবহ অবস্থা। কাজের বাজার ভালো না। জিনিসপত্রের দাম দিন দিন বেড়েই চলেছে। এককেজি আলু কিনতে গেলেও লাগে ৫০ টাকা। মানুষের কাছে পয়সা নেই। আছে হাহাকার।’ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজার এলাকার কাছাকাছি বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে প্রতিদিন সকালে ৫০-৬০ জন বসে থাকেন কাজের জন্য। যাদের কাঠ সংশ্লিষ্ট কোনো কাজের প্রয়োজন হয় তারা এখান থেকে লোক নিয়ে যান। সারাদিন কাজ শেষে সন্ধ্যার আগে টাকা দিয়ে বিদায় করে দেন। এভাবে দিনপ্রতি ৮০০-৯০০ টাকায় কাজ করে থেকেন তারা। সকালে তাদের সংখ্যা ৫০-৬০ জন থাকলেও বেলা বাড়ার সঙ্গে তাদের সংখ্যা কমতে থাকে। কাঠের কাজের ডাক পেলে অনেকে চলে যান। আবার অনেকে কাঠের কাজ না পেলে অন্য কোনো কাজের সন্ধানে বেরিয়ে পড়েন। তবে যাদের অন্য কোনো উপায় না থাকে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই এখানে বসে কাজের জন্য অপেক্ষা করতে থাকেন। স্বপন ম-ল বলেন, ‘প্রতিদিন এখানে ৫০-৬০ জন এলেও কাজ পান ১০-১২ জন। বাকিরা কাজ ছাড়াই চলে যান। মানুষের কাজকর্ম নেই। কোনোসময় কাজ পেলেও দামে মেলে না। মানুষের শুধু অভাব আর অভাব।’ বন্দরের রূপালী এলাকার বাসিন্দা মো. খোকন বলেন, ‘আমরা কাঠমিস্ত্রির কাজ করি। মালিকরা এখান থেকে আমাদের রোজে (দিন হিসেবে) নিয়ে যায়। ৮০০ থেকে ৯০০ টাকা রোজ। সারাদিন কাজ করে সন্ধ্যার সময় টাকা নিয়ে চলে আসি। কাজ না পেলে সন্ধ্যা পর্যন্তই এখানে বসে থাকি।’ তিনি আরও বলেন, ‘২০-২৫ বছর ধরে কাঠমিস্ত্রির কাজ করি। আগে কাজ হতো। এখন কোনো কাজই হয় না। আগে মাসে ২৫-২৬ হাজার টাকা আয় করতে পারতাম। এখন ১০ হাজার টাকাও আয় করতে পারি না।’ গাইবান্ধা থেকে নারায়ণগঞ্জ শহরে কাজের সন্ধানে এসেছেন শামসুল হক। শহরের জিমখানা বস্তিতে একাই ভাড়া থাকেন। সেখান থেকে এখানে প্রতিদিন কাজের সন্ধানে আসেন। শামসুল হক বলেন, ‘পেটের দায়ে কাজ করি। সপ্তাহে দুদিন কাজ হয়। বাকি দিন কোনো কাজ পাই না। একা মানুষ, কাজ না থাকলে না খেয়ে থাকি। আগে মাসে ২০ হাজার টাকাও আয় করেছি। এখন পাঁচ হাজারও হয় না।’ নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান সরদার বলেন, যারা দিনমজুর তাদের জন্য আমাদের ওইরকম কিছু করার নেই। তবে বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে হলে সেক্ষেত্রে বয়স্ক ভাতার ব্যবস্থা করা যেতে পারে। এটা ছাড়া অন্য কিছু করার মতো কিংবা স্পেশালি কিছু করার মতো কোনো প্রকল্প আমাদের নেই।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯