আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৯

নির্বাচনী প্রচারণায় আ’লীগ নেতারা

ডান্ডিবার্তা | ১০ নভেম্বর, ২০২৩ | ১১:০৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারনায় মাঠে নেমেছে আওয়ামীলীগ নেতারা ও এমপি প্রার্থীরা। ইতিমধ্যে প্রার্থীরা অবরোধ বিরোধী মিছিলের পাশাপাশি নিজেদের জন্য ভোট চেয়েও বেড়াচ্ছেন। সেই সাথে আগামী নির্বাচনে নৌকা বিজয়ী করতে প্রচারনা করছেন। আড়াইহাজারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। সাবেক এ ছাত্রলীগ নেতা প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে নেতাকর্মীদের নিয়ে সভা সমাবেশ করছেন। গতকাল বৃহস্পতিবার আড়াইহাজার আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে। নেতাকর্মীরা জানান, ইতোমধ্যে গত সপ্তাহ থেকে এমপি বাবু উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে নিজের নির্বাচনী কাজ এগিয়ে রাখছেন। প্রতিদিন নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও নির্বাচনী সভা করছেন তিনি। এ ছাড়া দলীয় শান্তি সমাবেশ, অবরোধ বিরোধী মিছিল করেও নিজে সক্রিয় থেকে নেতাকর্মীদের সক্রিয় রাখছেন। নির্বাচনকে ঘিরে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নানা সভা করছেন সাবেক এ ছাত্রলীগ নেতা। নারায়ণগঞ্জ শহরে শান্তি সমাবেশ ও অবরোধ বিরোধী মিছিলে নৌকা নৌকা শ্লোগানে নির্বাচনী পরিবেশ তৈরী করছেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার জেলা ও মহানগর আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক অবরোধ বিরোধী মিছিল ও শান্তি মিছিলে নৌকা মার্কার পক্ষে নৌকা নৌকা শ্লোগানে শহর প্রদক্ষিণ করতে দেখা গেছে। সকালে মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের মিছিলে, সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগের মিছিলে, দুপুরে যুবলীগ ও ছাত্রলীগের মিছিলে, সকালে জেলা আওয়ামীলীগের মিছিলে নেতাকর্মীরা নৌকা নৌকা শ্লোগান দেন। নেতাকর্মীরা জানান, কয়েকদিনের মধ্যেই তফসিল ঘোষণা হবে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে শ্লোগানে প্রচারণায় নির্বাচনী আমেজ আনতে চেষ্টা করছেন দলটির নেতাকর্মীরা। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের প্রভাবশালী নেতা একেএম শামীম ওসমান নামছেন নির্বাচনী মাঠে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানুষের কাছে যাবেন তিনি। গতকাল বৃহস্পতিবার শামীম ওসমানের একাধিক ঘনিষ্ঠ সুত্র নিশ্চিত করেছে আজ শুক্রবার জুমার নামাজ আদায়ের পর ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের ফতুল্লা থেকে নির্বাচনী মাঠে নামবেন এ নেতা। একাধিক সুত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনের মাঠে নেমে মানুষের আছে যেতে চান শামীম ওসমান। বিগত সময়ে তার নির্বাচনী এলাকা ফতুল্লা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন উন্নয়ন ও আগামীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি সবার কাছে শান্তি ও উন্নয়নের বার্তা পৌছে দিতে চান। এর মাঝে নিজের জন্য ভোট চাইবেনও তিনি। সুত্রটি জানায়, দুপুরে ফতুল্লার লাকীবাজার এলাকায় এলাকাবাসীর সাথে জুমার নামাজ আদায় করবেন শামীম ওসান। পরে সেখান থেকে এলাকার মুরুব্বিদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এসময় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সাথে থাকবেন। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল বলেছেন, আমরা জনগণের শান্তি রক্ষার জন্য এখানে এসেছি। আমরা গত অবরোধে ফুটপাতে মানুষের সাথে কথা বলেছি, তারা বলেছে আমরা নির্বাচন চাই। বিএনপির অবরোধ ও উশৃঙ্খলতা ছেড়ে উচিত নির্বাচনে আসা। আমরা নৌকাকে বিজয়ী করতে মাঠে রয়েছি। জনগণেকে দেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহবান জানান। গতকাল বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শান্তির সমাবেশে একথা বলেন তিনি। তিনি বলেন, আমাদের শান্তির সমাবেশ চলবেই। প্রতিটি ইউনিয়নে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বান, কেন্দ্র ভিত্তিক নির্বাচনী প্রচারণা টিম আমরা তৈরি করতে চাই। আমরা সে পরিকল্পনা মোতাবেক কাজ করছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা