আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৫২

না’গঞ্জে বিএনপির কার্যক্রমে ভাটা!

ডান্ডিবার্তা | ১০ নভেম্বর, ২০২৩ | ১১:০৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে মামলা ও গ্রেফতারে জর্জরিত হয়ে অনেকটা মাঠ ছাড়া বিএনপি নেতাকর্মীরা। এদিকে ২৮ অক্টোবর থেকেই বিএনপির টানা হরতাল ও অবরোধের মত কর্মসূচি চলছে। তবে মাঠে কোন নেতা না থাকায় অনেকটা নীরবেই পালিত হচ্ছে কর্মসূচি গুলো। হরতাল ও প্রথম দফা অবরোধের সময় আড়াইহাজারে বিএনপি নেতাকর্মীদের কিছুটা শক্ত অবস্থানে দেখা গেলেও এরপর থেকে মাঠে দেখা যায়নি বিএনপি নেতাকর্মীদের। এদিকে ২৮ অক্টোবরের পর থেকেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির প্রায় শীর্ষ পর্যায়ের সকল নেতাই আত্মগোপনে রয়েছেন। এছাড়াও ছাত্রদল, যুবদলসহ প্রধান অঙ্গ সংগঠনের নেতাদেরও মাঠে সক্রিয় দেখা যায়নি। হরতাল ও অবরোধের শুরুর দিকে মহাসড়ক গুলোতে যানচলাচল প্রায় ছিলই না। তবে ধীরে ধীরে এখন যানবাহন বাড়ছে মহাসড়কগুলোতে। তৃতীয় দফার অবরোধে নারায়ণগঞ্জের কোন মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি। ধীরে ধীরে যানচলাচল স্বাভাবিক হচ্ছে। এদিকে নারায়ণগঞ্জে একের পর এক নাশকতার মামলা ও গ্রেফতারের ঘটনায় সাংগঠনিক ভাবে বিপর্যস্ত বিএনপি। ২৮ অক্টোবরের পর থেকে নারায়ণগঞ্জ বিএনপির কোন নেতা বাড়িতে নেই বলে জানা গেছে দলীয় সূত্র থেকে। ২৮ অক্টোবরে বিএনপির মহাসমাবেশ পন্ড হয়ে যাওয়ার পরপরই নারায়ণগঞ্জে ব্যাপক অভিযান শুরু হয়। এ ঘটনার পর থেকে টানা অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। টানা পুলিশি অভিযানের মুখে ঘরছাড়া অবস্থায় আছেন জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় সকল নেতা। এদিকে নাশকতার অভিযোগে জেলার প্রায় প্রতিটি থানায়ই একাধিক মামলা দায়ের হয়েছে সাম্প্রতিক সময়ে। এসকল মামলায় নারায়ণগঞ্জ বিএনপির প্রায় সকল শীর্ষ নেতাই আসামি। ফলে গ্রেফতার আতংকে সকলেই আছেন আত্মগোপনে। এদিকে গত ২০ দিনে নারায়ণগঞ্জ বিএনপির প্রায় ৪শ নেতাকর্মী ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার হয়েছেন। এমন পরিস্থিতিতে অবরোধের মত কর্মসূচিতে মাঠে শক্ত অবস্থান ধরে রাখতে পারছে না দলটির নেতাকর্মীরা, ঝটিকা মিছিলের মধ্যেই সীমাবদ্ধ এসকল কর্মসূচি। এছাড়া বিএনপির ডাকা টানা তৃতীয় দফায় ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচির শেষদিনেও অবরোধের সমর্থনে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীদের দেখা মিলেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা সিলেট মহাসড়কে কোথাও অবরোধের সমর্থনে মিছিল বের করেনি বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে অবরোধের মধ্যেও যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। এর আগে গত অবরোধে জেলা যুবদলের সদস্য সচিব খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন। উল্লেখ্য: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবান্দি নেতাদের মুক্তি, গ্রেপ্তার, হয়রানি, বাড়ি-বাড়ি তল্লাশির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ে আগামী ১২ ও ১৩ নভেম্বর টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে অজ্ঞাত স্থান থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা