আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | সকাল ৮:০০

বিএনপির অবরোধে আ’লীগের মাঠ দখল

ডান্ডিবার্তা | ১০ নভেম্বর, ২০২৩ | ১১:১২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপি-জামায়াতের একদিন হরতাল ও তিন দফায় সাতদিন অবরোধ কর্মসূচির শেষ দিন গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ নগরী ছিল ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এবং আইনশৃংখলাবাহিনীর। সকাল থেকে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে নেতাকর্মীরা সতর্ক অবস্থানে ছিলেন। সেখানে থেমে থেমে বক্তব্য দেন জেলা আওয়ামলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো: বাদল, আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান দিপু প্রমুখ। পরে মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন ও মহানগর যুবলীগের সাধারণ সসম্পাদক আহম্ম আলী রেজা উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল বের করা হয় শহরে। বেলা ১১টার দিকে তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের মিছিল বের করে। শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সমর্থিত ছাত্রলীগ নেতাকর্মীদের বিক্ষোভ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সনামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখে। এছাড়া জাতীয় পাটির প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের নেতৃত্বে শান্তি মিছিল বের বের হয়েছে। মোটকথা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের পৃথক পৃথক মিছিলের কারণে মিছিলের নগরীতে পরিনত হয় নারায়ণগঞ্জ শহর। এদিকে অবরোধে বিএনপি-জামায়াতের নাশকতা এড়াতে ভোর থেকে শহরের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে ছিল আইনশৃংখলাবাহিনীর সদস্যরা। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা ও জেলা ডিবির একাধিক টিম সক্রীয় ছিল। ফলে অবরোধের শেষ দিনে তেমন একটা সুবিধা করতে পারিনি বিএনপিসহ অবরোধে সমর্থন যোগানো অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। যদিও হরতাল ও অবরোধের ৬দিন নগরীতে বিএনপির নেতাকর্মীরা বিক্ষিপ্ত-বিচ্ছিন্নভাবে রাজপথে সক্রীয় ছিল। সবশেষ গত বুধবার মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু গ্রেপ্তার হওয়ার পর অবরোধকারীদের ত]পরতা নগরীতে চুপসে যায়। ফলে গতকাল বৃহস্পতিবার আওয়ামীলীগ ও তাদের সহযোগি সংগঠনের দখলে ছিল পুরোনগরী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা