আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | সকাল ৭:৫৭

অবরোধ সফলে প্রস্তুত বিএনপি

ডান্ডিবার্তা | ১২ নভেম্বর, ২০২৩ | ১২:১২ অপরাহ্ণ

ফতুল্লা প্রতিনিধি বিএনপির ডাকা অবরোধ ও সরকার পতন আন্দোলন কে আরো বেশী বেগবান করে তুলতে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন তার নিজ নির্বাচনী এলাকা ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি কমিটি গঠন করেছেন। কমিটি দুটোতে একজন করে প্রধান সমম্বয়ক ও দু’জনকে সমম্বয়কারী করে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে এখনো কোন তথ্য জেলা বিএনপি সংবাদ মাধ্যমে প্রেরণ করেনি। সূত্রমতে, ফতুল্লাতে ফতুল্লা থানা বিএনপির সাধারন সম্পাদক এডঃ বারী ভূইয়া কে প্রধান সমম্বয়কারী এবং ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার ও বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান আলী কে সমম্বয়কারী করা হয়েছে। এছাড়া কমিটির অপর সদস্যরা হলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির হাজী বিল্লাল হোসেন, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি এডঃ আলমগীর, ফতুল্লা থানা বিএনপির সহ-সাধারন সম্পাদক আবুল খায়ের, প্রচার সম্পাদক সৈয়দ জাকির, থানা বিএনপির সদস্য লুৎফর রহমান খোকা, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি গাজী নুরে আলম, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন ও কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল। অপরদিকে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অবোরোধ সফল ও আন্দোলন বাস্তবায়নে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজদুল ইসলাম কে প্রধান সমম্বয়কারী এবং সহ-সভাপতি ডি এইচ বাবুল এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আবুল হোসেন কে সমম্বয়কারী করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন- ৯নং পয়ার্ড বিএমপির সভাপতি মাসাদুজ্জামান মন্টু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সদস্য মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, যুবদল নেতা সাগর প্রধান, থানা বিএনপির সহ-সভাপতি এস, এম আসলাম, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মহিউদ্দিন শিকদার ও জিএম সাদরিল।দলীয় একাধিক সূত্র জানায়, সরকার বিরোধী আন্দোলন এবং সকল প্রকার কর্মসূচী বাস্তবায়ন করতে পৃথক দুটি কমিট করা হয়েছে। তবে কমিটি করলেও গিয়াসউদ্দিন আন্দোলনের মাঠে থাকবেন কিনা তা নিয়ে নেতা-কর্মীরা সন্দিহান। কারন তিনি অবোরোধের প্রথম দিন থেকেই লাপাত্তা।সূত্রটি জানায়, ফতুল্লায় মুলত হাসান আলী ও রুহুলই আন্দোলন বাস্তবায়নের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করবে। এ দুজনের নেতৃত্বেই অবরোধ কমসূচী সঠিক ভাবে বাস্তবায়ন হয়ে আসছে এবং ভবিষ্যতেও হবে বলে মনে করছেন নেতা-কর্মীরা। এ বিষয়ে হাসান আলী জানান, সাবেক এমপি গিয়াসউদ্দিন আমাকে যে দায়িত্ব দিবে আন্দোলন সংগ্রামের সেই দ্ধায়িত্ব আমি সবাইকে নিয়ে যথার্থ ভাবেই পালন করবে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সরকার ও শামীম ওসমানের বিরুদ্ধে বিএনপি এবং গিয়াস ভাইয়ের বিজয় হবে ইনশাল্লাহ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা