আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৩

সিদ্ধিরগঞ্জে চলছে অবৈধ মেলা

ডান্ডিবার্তা | ১২ নভেম্বর, ২০২৩ | ১২:২৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লার হাজী সামছুদ্দিন স্কুল সংলগ্ন এলাকায় অবৈধ ভাবে মেলা বসানো হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে সড়কের পাশের একটি খালি জায়গায় প্রায় ৫০টি দোকান ঘর করে মেলা বসানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান সন্ধ্যা হলেই মেলায় জুয়ার বোর্ড, মাদক বিক্রি এবং অশ্লীল নাচ দেখানো হচ্ছে। তারা আরো বলেন আইন শৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মেলায় এসব অবৈধ কার্যক্রম গভীর রাত পর্যন্ত চলে। এলাকার কয়েকজন অভিভাবক বলেন, গভীররাত পর্যন্ত মেলায় উচ্চ আওয়াজে গান বাজানোর কারনে ছেলে-মেয়েরা ঠিক করে পড়াশুনায় মনোযোগ দিতে পারছে না। তাই দ্রুত এই অবৈধ মেলা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন অভিভাবক বৃন্দ। কয়েকজন দোকানি জানান, প্রতিদিন দোকান ভাড়া ও বাতি বাবদ ৩০০ টাকা করে দিচ্ছি মেলার আয়োজকদের। সেই হিসেবে প্রতিদিন ৫০টি দোকান থেকে ১৫০০০/টাকা আদায় করছে আয়োজকরা। এলাকাবাসীর আরো অভিযোগ, মেলায় অশ্লীল নাচ, জুয়ার বোর্ড এবং মাদক বিক্রির ফলে উঠতি বয়সী ছেলেরা পড়াশুনা ফাঁকি দিয়ে মেলায় যাচ্ছে। এতে করে নেশায় আসক্ত এবং ধ্বংসের দিকে এগুচ্ছে এলাকার যুবসমাজ। তাই দ্রুত এই মেলা বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা