আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | ভোর ৫:৫৯

অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা!

ডান্ডিবার্তা | ১৩ নভেম্বর, ২০২৩ | ১০:৪৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধ কর্মসূচির প্রথমদিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বেড়েছে যানবাহনের চলাচল। তবে নেই যাত্রীর চাপ। অবরোধের অন্যান্য দিন দূরপাল্লার যান চলাচল করতে না দেখা গেলেও আজ দূরপাল্লার কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে মহাসড়কে আঞ্চলিক যানবাহনের চাপ তুলনামূলক বেশি। গতকাল রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়। আশরাফুল আলম নামের এক যাত্রী বলেন, জরুরি কাজে বের হয়েছি। অন্যান্য দিনের মতো আজ বাস পেতে কোনো ভোগান্তির শিকার হতে হয়নি। আশা করছি, নির্বিঘ্নেই গন্তব্যস্থলে যেতে পারবো। রফিকুল আমিন নামের আরেক যাত্রী জানান, পরিবার নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে বের হয়েছি। চট্টগ্রামের বাস কম। কবে বাস পেতে তেমন সমস্যা হয়নি। শ্যামল মিয়া নামের এনা পরিবহনের এক বাসচালক বলেন, সায়দাবাদ থেকে সহজেই শিমরাইল মোড়ে আসতে পেরেছি। কোনো সমস্যা না হলেও এক ধরনের আতঙ্ক কাজ করছে। কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক। যাত্রীদের চলাচল নির্বিঘœ করতে আমরা মহাসড়কে কাজ করে যাচ্ছি। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এখনও পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটে নি। যে কোনো নাশকতা এড়াতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা