আজ বুধবার | ১৩ আগস্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ১৮ সফর ১৪৪৭ | সকাল ৬:১৪

বন্দরে আ’লীগের শক্র আ’লীগ!

ডান্ডিবার্তা | ১৩ নভেম্বর, ২০২৩ | ১০:৪৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপি-জামায়াতের ডাকা দুই দিনের অবরোধ ও নৈরাজ্য আগুন সন্ত্রাসের প্রতিবাদে বন্দর উপজেলা ও থানা আওয়ামীলীগের (দক্ষিন মঞ্চ) উদ্যোগে শান্তি সমাবেশে আওয়ামীলীগই আওয়ামীলীগের শত্রু এমন মন্তব্য করতে দেখা গেছে আওয়ামীলীগের তৃনমুল পর্যায়ের কর্মীসমর্থরা। গতকাল রবিবার সকাল ১১টায় মদনপুর ষ্ট্যান্ডে শান্তি সমাবেশে এমন চিত্র পরিলক্ষিত হয়। এ সময় শান্তি সমাবেশে মহানগর ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা ও ২৭নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএ রশিদ। অপদিকে বন্দর উপজেলা আওয়ামীলীগের(উত্তর মঞ্চ) উদ্যোগে পুলিশ বক্স সংলঘœ সড়কে একই সময়ে বিএনপি-জামাতের অবরোধ ঠেকাতে পাল্টাপাল্টি শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় এই মঞ্চে বন্দর উপজেলা আওয়ামিীলীগের সহসভাপতি ও মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী এমএ সালামসহ স্থানীয় মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বন্দর উপজেলা ও থানা আওয়ামীলীগের (দক্ষিন মঞ্চ)নেতাকর্মীরা নিজ দলের নেতাদের উদ্দেশ্য করে নানা বিতর্কিত বক্তব্য রেখে বলেন, কেউ ভুলেও দুঃসাহস দেখাবেন না। বেয়াদবী করবেন না। বেয়াদবের বদ নসিব হবে। কার সাথে বেয়াদবী করছেন। আগে চিন্তা করুন কাকে নিয়ে কথা বলছেন। নিজেদের অস্তিত্বই থাকবে না। কথা হিসেব করে বলবেন। ঘর থেকে বের হতে পারবেন না। পরিনতি ভাল হবে না। আবার কেউ কেউ নিজ দলের নেতাকর্মীদেরই চ্যালেঞ্জ ছুড়ে দেন। অন্যদিকে উপজেলা আওয়ামীলীগের(উত্তর মঞ্চ) উদ্যোগে পুলিশ বক্স সংলঘœ সড়কে একই সময়ে বিএনপি-জামাতের অবরোধ ঠেকাতে পাল্টাপাল্টি শান্তি সমাবেশে বক্তারা বলেন, আওয়ামীলীগের পদ পদবী ব্যবহার করে অনেকে বিএনপির সাথে সখ্যতা রেখে বড় বড় কথা বলছেন। মুখে মুখে আওয়াশীলীগের বুলি আওরান অথচ তলে তলে অন্য দলের প্রার্থীর সাথে সখ্যতা গড়ে তুলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন এলে দেখা যায় তাদের রুপ। আমরা যারা সমালোচনা করি তাদের লজ্জা থাকা উচিৎ আসলে আমরা সত্যিই কি বঙ্গবন্ধুর পরিক্ষিত সৈনিক। তবে কেন বন্দরে ৫টি ইউনিয়নে ৪টিতেই নৌকা পরাজিত হয়। অথচ আমরা দাবী করি আওয়ামীলীগের কর্নধার। এমন অভিভাবক থাকলে নৌকা কেন বার বার পরাজিত হয়। ধিক এসব স্বেচ্ছাচারী নেতৃত্বের প্রতি। এতেই প্রমানিত হয় আপনারা কত নাম্বার আওয়ামীলীগার। তৃনমুল কর্মীরা ক্ষোভ প্রকাশ করে জানান, বন্দর উপজেলা আওয়ামীলীগের মধ্যে অন্ত:দ্বন্দ্ব যেন ক্রমেই ঘনিভূত হচ্ছে। এদিকে এক মঞ্চ থেকে নিজের দলের নেতাদের নিয়ে নিজেরাই বিশোধাগার করছেন। আবার আরেক মঞ্চ থেকে পাল্টাপাল্টি নিজেদের দলের নেতাদের বদনাম নিজেরাই ছড়াচ্ছে। এতে করে নিজেরদের মধ্যে অন্ত:দ্বন্দ্ব বেড়েই চলেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দল আর বিপাকে পড়ছে সাধারন কর্মীসমর্থরা। সুযোগ নিচ্ছে বিরোধী শক্তিরা। দলকে তামাশায় পরিনত করবেন না প্লিজ। সামনে নির্বাচন অসছে। আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে মিশে থাকতে চাই। বিএনপি-জামাতের চক্রান্ত রুখে দিতে সকলকে এক হয়ে কাজ করতে হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা