
ডান্ডিবার্তা রিপোর্ট সদর-বন্দর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান বলেছেন, আমি যে ভালোবাসা পেয়েছি তা কতজন অর্জন করতে পেরেছে সেটা আমি জানি না। আমি যখন কাজ শুরু করেছি, তখন আমি বলেছি আমি জনগনের গোলাম হিসেবে কাজ করবো। সাড়ে ৯ বছর ধরে আমি গোলাম হিসেবেই কাজ করেছি। কোথায় বাসা, কোথায় ঘর আমি সেটা দেখি নাই। যেখানে ডেকেছে সেখানেই গিয়েছি। ডাকতে শুধু সময় লেগেছে, আমার আসতে সময় লাগেনি। গোগনগরে অনেক কাজ করার সুযোগ ছিলো, কিন্তু আমি সেই কাজ করতে পারি নাই। অনেকে আমাকে বলে আমি নির্বাচন করব কিনা। নেত্রী চাইলে আমি নির্বাচন করব। আমি লজ্জা রেখে কথা বলতে চাই না, গোগনগনের মানুষের প্রতি আমার অনুরোধ রইলো, আপনারা দলাদলি কইরেন না। আমি যতবারই আসছি, ততবারই দেখি আপনাদের মধ্যে দলাদলি আছে। এ দলাদলি থাকলে আমাদের ভবিষ্যত প্রজন্ম কিন্তু ভালো করতে পারবে না। দলাদলি, ঝগড়া-ঝাটির কারণে আমাদের ছেলে-মেয়েরা শান্তিতে বসবাস করতে পারবে না এই এলাকাতে। গোগনগর ইউনিয়নের নির্বাচিত পরিষদ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আসেন আমরা সবাই ভালো থাকার চেষ্টা করি। আর ভালো থাকার একটাই উপায়, সেটা হলো শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা যদি আরও ৫বছর ক্ষমতায় থাকতে পারে তাহলে দেখবেন ৩বছরের গ্যাপ আর ১৫ বছরের উন্নয়ন সমন্বয়ে আমরা কোথায় গিয়ে পৌঁছাই। আমাদের ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, এখন আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে যাচ্ছি। এখন প্রতিটা মানুষের কাছে মোবাইল ফোন আছে, মুহুর্তে সব খবর পেয়ে যাবেন। কিন্তু তাই বলে এগুলা দেখা যাবে না,রাস্তায় আগুন দাও, বাস পোড়ায় দেও, মানুষের ক্ষতি করবে, সন্ত্রসী করবে। এটা তো হতে পারে না, তাই সবাইকে একত্রিত হতে হবে। পাড়া-মহল্লায় যাতে কোন বাচ্চা ক্ষতিগ্রস্থ না হয় পড়াশোনায় এটা আপনারা খেয়াল রাখবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যদি আমার কপালে রাখে, আমার নেত্রী যদি আদেশ করেন, তাহলে অবশ্যই আমি নির্বাচন করবো। গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলীর সভাপতিত্বে গতকাল রবিবার বিকেলে সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেলিম ওসমান আরও বলেন, আমি নির্বাচিত হলাম কি হলাম না, নির্বাচন করলাম কি করলাম না এটা বড় কথা নয়। আমি একটা কথাই বলবো, আজকে আমার ৭টি ইউনিয়নের চেয়ারম্যানরা, কাউন্সিলররা, মেম্বাররা আমাকে যথেষ্ট সহযোগীতা করেছে। এজন্য আমি জনগনের কল্যাণে কাজ করতে পেরেছি। একটা কথা মনে রাখবেন, একজন মানুষ হয়ে আপনি যদি আরেকজন মানুষকে ভালোবাসতে না পারেন তাহলে আপনি কেমন মানুষ। এটা সংসার করার ভালোবাসা নয়, মানুষ হয়ে মানুষের প্রতি ভালোবাসা। তিনি বলেন, আমি আগেও আপনাদের বলেছি, আপনাদের এলাকার মধ্যে কেউ যেন দ্বিধা দ্বন্দ্বে না থাকে। আসেন, আমরা যদি সবাই এক থাকতে পারি, একত্রিত হয়ে কাজ করতে পারি তাহলে আমাদের ছেলে-মেয়ে, নাতি-নাতনি ভবিষ্যত প্রজন্ম সুখে থাকতে পারবে। তিনি আরও বলেন, অনেকে আমাকে চিঠি পাঠিয়েছে, ফোন করেছে এই স্কুলের অডিটরিয়ামে ছুটির দিনে যাতে বিয়ের অনুষ্ঠানের অনুমতি দেই। এটা আমার বিষয় না, স্কুলটা হলো সরকারের, আর সরকার হলো জনগনের। তাই জনগনের যদি প্রয়োজন হয়, তাহলে স্কুল কমিটি সামান্য কিছু অর্থের বিনিময়ে এখানে বিয়ের অনুষ্ঠানের অনুমতির জন্য ডিসি সাহেবের সাথে যাতে কথা বলে। আর পিছনে একটা জায়গা আছে, যেটার জন্য অনেক মুসল্লী আমাকে ফোন করেছে। কেউ বলে এটা স্কুলের জায়গা, কেউ বলে এটা অন্য জায়গা। এই জায়গার বিষয়ে আপনারা যারা মুরুব্বী আছেন, সবাই একসাথে বসেন। জায়গাটা যদি স্কুলের বাইরের জায়গা হয় তাহলে অবশ্যই সেখানে মসজিদ নির্মাণের ব্যবস্থা করা হোক। এগুলি কিন্তু চেয়ারম্যান বা মেম্বারদের রিকোয়েস্ট না, আমার গোগনগরের মানুষ আমাকে টেলিফোন করে বলেছে। সেলিম ওসমান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়র প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আসেন আমরা সবাই দোয়া করি পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে, আমরা যেন ভালো থাকতে পারি। আর ভালো থাকার একটাই উপায়, তা হলো শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার সরকার যদি আগামী ৫ বছরের জন্য আবারও ক্ষমতায় আসে, তাহলে করোনার সময়ে ৩ বছরের গ্যাপ এবং গত ১৫ বছরের উন্নয়ন যদি একসাথে করেন তাহলে দেখতে পাবেন আমরা কোথায় গিয়ে পৌছেছি। ইতিমধ্যেই দেশ ডিজিটাল হয়েছে, এখন আমরা ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে যাচ্ছি। এটা করতে পারবেন না, আমার রাস্তা-ঘাট বন্ধ করে দাও, আগুন জ্বালিয়ে দাও, বাস পুড়িয়ে দাও, মানুষের ক্ষতি করো, বাচ্চাদের স্কুল বন্ধ করো দাও, পরীক্ষার সময় আপনারা সন্ত্রাসী কার্যকলাপ করবেন এটা তো হতে পারে না। এটা থেকে মুক্ত হওয়ার জন্য আপনারা সবাই একত্রিত হোন। আপনাদের গ্রামে, মহল্লায়-ইউনিয়নে একটা বাচ্চারাও যেন লেখাপড়া ক্ষতিগ্রস্ত না হয় তার বন্দোবস্ত আপনাদের করতে হবে। তিনি আরও বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে জোর গলায় বলতে পারি, হারাম খাবো না, হারাম খেতে দিবোও না। আমি জোর গলায় যাতে বলতে পারি, কেউ কারো জমি জোর করে দখল করতে পারবে না। এই কাজটা আমি করেছি, আমি মানুষের বাহবা পেয়েছি। হয়তো অনেকে আমাকে গালাগালিও করেছেন, হয়তো আমাকে পছন্দ করেন না তাই গালাগালি করেন, আমার পোষ্টার সরিয়ে ফেলেন। অথবা আমি ভালো কাজ করতে গেলে কারো ক্ষতি হতে পারে, তারা গালাগালি করেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির মাদবর, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, সমাজ সেবক আলমাস আলী, আলী আকবর, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিন মন্ডল, নাজির ফকির, মজিবুর রহমান, কালা চান, রুস্তম আলী প্রমুখ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯