আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | দুপুর ২:৫৬

সিদ্ধিরগঞ্জে মধ্যরাতে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডান্ডিবার্তা | ১৩ নভেম্বর, ২০২৩ | ১১:২৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জের সানারপাড়ায় পার্কিং করা লাব্বাইক ট্রান্সপোর্ট (প্রাঃ) লিমিটেডের একটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। ওসি গোলাম মোস্তফা বলেন, গত শনিবার দিবাগত রাতে সানারপাড়ে লাব্বাইক পরিবহনের পার্কিং করা বাসে এমন ঘটনা ঘটেছে। আগুন সামান্য হওয়ায় গ্যারেজে থাকা লোকজনই আগুন নিভিয়ে ফেলেন। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। তিনি আরও বলেন, আমরা গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি তারাও বিষয়টি বলতে পারেননি। দুর্ঘটনাবশত নাকি কোনো নাশকতা তা আমরা খতিয়ে দেখছি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, আমরা এমন কোনো খবর পাইনি। গত শনিবার দিনগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সানারপাড়ের পিডিকে পাম্পের পাশে অবস্থিত এক গ্যারেজে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। অপরদিকে নারায়ণগঞ্জে ভাইয়ের বাসায় আসার পথে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক ব্যাক্তি দগ্ধ হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীতে অনাবিল পরিবহনের বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ওই ঘটনা ঘটে। দগ্ধ ব্যাক্তির নাম আব্দুল জব্বার (৪০)। সে পেশায় রিকশাচালক। দগ্ধ অবস্থায় জব্বারকে উদ্ধার করে রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধ জব্বারের ছেলে ফরিদুল বলেন, আমার বাবা রামপুরা মোল্লাবাড়ি এলাকায় থাকেন। ওই এলাকায় রিকশা চালান পাঁচ মাস ধরে। আজ আমার চাচার বাসায় নারায়ণগঞ্জে যাওয়ার পথে অনাবিল গাড়িতে দগ্ধ হন তিনি। চিকিৎসক জানিয়েছেন বাবার দুই হাত, দুই পা ও শরীরে দগ্ধ হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা