আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৩৮

জমে উঠেছে না’গঞ্জ ক্লাবের নির্বাচন

ডান্ডিবার্তা | ১৪ নভেম্বর, ২০২৩ | ৯:২৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচন জমে উঠেছে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা ভোটারদের সাথে কুশল বিনিময় পাশাপাশি ভোট প্রার্থরা করে চলেছেন। গতকাল সোমবার মনোনয়পত্র জমার শেষ দিন ছিল। প্রার্থীরা অনন্দঘন পরিবেশে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা শেষে সকল প্রার্থীই ক্লাবের উন্নয়ন নিয়ে বিভিন্ন বক্তব্য প্রদান করেন। সকলেই ক্লাবের উন্নয়নে একমত। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নারায়ণগঞ্জ ক্লাবের ৫ম বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন বিসিবি পরিচালক তানভীর আহাম্মেদ টিটু। প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুরুল হক জানান, নির্বাচন প্রতিদ্ব›িদ্ধতাপূর্ন হবে বলে তার বিশ্বাস। ভোটারদের আশার প্রতিফলন ঘাটাতে নির্বাচন কমিশন কাজ করে চলেছেন। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই নির্বাচন কমিশনের অন্যতম লক্ষ্য। এবারের ২০২৪ সালের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২০৩৬জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৪০৫জন ও মহিলা ভোটার ৬৩১জন। আগামী ৯ ডিসেম্বর সকাল সন্ধ্যা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সভাপতি পদে তানভীর আহমেদ টিটু ছাড়া আর কোন প্রার্থী না থাকায় ইতিমধ্যেই তানভীর আহমেদ টিটু সভাপতি নির্বাচিত হওয়ার পথে। সিনিয়র সহসভাপতি পদে বিপ্লব সাহা রামু ও মারুফ আহমেদ বাবু এবং সহ-সভাপতি পদে সাইদুল্লাহ হৃদয় ও এস এম রানা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০২৪ সালের নির্বাচনে পরিচালক পদে আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা, দিলারা মাসুদ ময়না, দুলাল মল্লিক, ইফতেখার আহমদ পুলক, মইনুল হাসান, মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল, সেলিম রেজা সিরাজী, সোহাগ রনি, সাইফুর রহমান ও তাইজুদ্দিন আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা